Subject International Affairs
576. Which country is bordered by both Atlantic and Indian Ocean?
(a) China
(b) India
(c) Japan
(d) South Africa
Ans. d
577. Who is the first woman president in the world?
(a) Imelda Marcos
(b) Srimavo Bandaranayde
(c) Isabela Peron
(d) Pratibha Patil
Ans. c
578. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিল কারা?
(a) ইংরেজ
(b) ওলন্দাজ
(c) ফরাসি
(d) পর্তুগিজ
Ans. d
579. সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ?
(a) মালয়েশিয়া
(b) থাইল্যান্ড
(c) ফিলিপাইন
(d) ইন্দোনেশিয়া
Ans. d
580. মাথাপিছু গ্রীন হাউজ গ্যাস উদগীরণে সবচেয়ে বেশী দায়ী নিচের কোন দেশটি?
(a) রাশিয়া
(b) যুক্তরাষ্ট্র
(c) ইরান
(d) জার্মানী
Ans. b
581. ‘কালাপানি’ কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখন্ড?
(a) ভারত ও নেপাল
(b) পাকিস্তান ও চীন
(c) ভূটান ও ভারত
(d) বাংলাদেশ ও ভারত
Ans. a
582. চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি?
(a) তুর্কমেন
(b) উইঘুর
(c) তাজিক
(d) কাজাখ
Ans. b
583. ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি যা Joint Comprehensive Plan of Action নামে পরিচিত তা সই হয়-
(a) ২ এপ্রিল ২০১৫
(b) ১৪ জুলাই ২০১৫
(c) ২৪ সেপ্টেম্বর ২০১৪
(d) ১০ ডিসেম্বর ২০১৩
Ans. b
584. প্রাকৃতিক আইনের উদ্ভব হয়ঃ
(a) থমাস হবস, হুগো, গ্রোসিয়াস ও জন লক এর লেখনী থেকে
(b) ম্যাগমা কার্টা থেকে
(c) গ্রীক, খৃষ্টান ও মধ্যযুগীয় ধর্মতত্ত্ব থেকে
(d) কনফুসিয়ানিজম থেকে
Ans. a
585. ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে?
(a) মন্ট্রিল প্রটোকল
(b) ক্লোরোফ্লোরো কার্বন চুক্তি
(c) IPCC চুক্তি
(d) কোনটিই নয়
Ans. a
586. ইসলামী সহযোগীতা সংস্থা (ও আই সি) এর দাপ্তরিক ভাষার সংখ্যা হচ্ছেঃ
(a) ৫
(b) ৩
(c) ২
(d) ৪
Ans. b
587. নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদন সেটি হচ্ছেঃ
(a) নয়া উদারতাবাদ
(b) গঠনবাদ
(c) বাস্তববাদ
(d) নব্য মার্কসবাদ
Ans. d
588. সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্রেটেজিক ডিফেন্স ইনিসিয়েটিভ (এস. ডি. আই) এর জনপ্রিয় নাম ছিলঃ
(a) থাড
(b) শয়তানের সাম্রাজ্যে আক্রমণ
(c) তারকা যুদ্ধ
(d) ম্যাড
Ans. c
589. দুই বা ততোধিক প্রতিদ্বন্ধী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয়ঃ
(a) স্থলবেষ্টিত রাষ্ট্র
(b) নিরপেক্ষ রাষ্ট্র
(c) বাফার রাষ্ট্র
(d) জিরো সাম রাষ্ট্র
Ans. c
590. বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়?
(a) Permanent Court of Justice
(b) Intenational Tribunal for the Law of the Sea
(c) Interantion Court of Justice
(d) Permanent Court Arbitration
Ans. b
591. নিম্নের মোঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন?
(a) আকবর
(b) বাবর
(c) শাহাজাহান
(d) হুমায়ুন
Ans. b
592. ২০১৮ সালে অনুষ্ঠিত জি-সেভেন শীর্ষ সম্মেলনের পর যৌথ ঘোষণার স্বাক্ষর প্রদানে কোন দেশ বিরত ছিল?
(a) যুক্তরাষ্ট্র
(b) ফ্রান্স
(c) জার্মানি
(d) ইতালি
Ans. a
N.B. ৮-৯ জুন ২০১৮ কানাডার কুইবেক অঙ্গরাজ্যের লা মালাবে শহরে অনুষ্ঠিত জি-৭ এর ৪৪ তম সম্মেলনের পর গৃহীত যৌথ ঘোষনার স্বাক্ষর প্রদানে যুক্তরাষ্ট্র বিরত ছিল।
593. ট্রাম্প-কিম শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরের কোথয় অনুষ্ঠিত হয়েছিল?
(a) ইস্টানা আইল্যান্ড
(b) সেনার আয়ল্যান্ড
(c) ম্যারিনা বে
(d) সেন্তোসা
Ans. d
N.B. ১২ জুন ২০১৮ মার্কিন প্রেসিডেন্স ডোনাল্ড ট্যাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হয় সিঙ্গাপুরের সেস্তোসা দ্বীপে। সিঙ্গাপুর যে ৬৩টি দ্বিপের সমন্বয়ে গঠিত, তার মধ্যে সেন্তোসা অন্যতম। ৫০০ হেক্টর জায়গার ওপর গড়ে ওঠা দ্বীপটি সিঙ্গাপুরের মূল ভূখন্ডের কাছে অবস্থিত। ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের আত্মসমর্পনের পর সিঙ্গাপুর জাপানের হাতে চলে যায়। তখন জাপানিরা এ দ্বীপটিকে ‘সায়োনান’, অর্থাৎ ‘দক্ষিণের আলো’ নামে নতুন নামকরণ করে। ১৯৭০ সালে সিঙ্গাপুর সরকার দ্বীপটির নাম পরিবর্তন করে রাখে ‘সেন্তোসা’, যার অর্থ ‘সন্ধি ও শান্তি’।
594. বিখ্যাত ‘ওয়াশিংটন কনসেনসাস’ (Washington Consensus) কোন বিষয়ের সঙ্গে জড়িত?
(a) আন্তর্জাতিক অভিবাসন নীতি
(b) নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন
(c) অস্ত্র নিয়ন্ত্রণ
(d) আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন
Ans. b
N.B. বিখ্যাত Washington Consensus (ওয়াশিংটন কনসেনসাস) নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়নের সাথে সম্পৃক্ত। এ নীতিটি অর্থনীতিবিদ জন উইলিয়ামসন ১৯৯৩ সালে ভালো অর্থনৈতিক ব্যবস্থাপনার ভিত্তি মূলে তার এবং ওয়াশিংটনভিত্তিক IBRD এবং IMF –এর কিছু নীতিমালাকে বুঝাতে ব্যবহার করেন। নীতিগুলো হচ্ছে – বাণিজ্য উদার করা, অন্তর্মুখী বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক-শৃঙ্খলা, দক্ষ সরকারি ব্যয়ের অগ্রাধিকার, কর সংস্কার, ফিন্যানসিয়াল উদারকীকরণ, প্রতিযোগিতামূলক বিনিময় হার, বেসরকারি খাতে হস্তান্তরকরণ নিয়ন্ত্রণ শিথিল করা এবং সম্পত্তির অধিকার নিশ্চিত করা।
595. বঙ্গবঙ্গ রদ হয় কোন সালে?
(a) ১৯১১ সালে
(b) ১৯১২ সালে
(c) ১৯০৮ সালে
(d) ১৯০৯ সালে
Ans. a
N.B. বঙ্গভঙ্গ বাংলার ইতিহাসে একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯০৫ সালের ১৬ই অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জনের আদেশে ১ম বঙ্গভঙ্গ সম্পন্ন হয়। বাংলা বিভক্ত করে ফেলার ধারনাটি অবশ্য কার্জন থেকে শুরু হয়নি। ১৭৬৫ সালের পর থেকেই বিহার ও উড়িষ্যা বাংলার অন্তর্ভুক্ত ছিল। ফলে সরকারী প্রশাসনিক এলাকা হিসেবে বাংলা অতিরিক্ত বড় হয়ে যায় এবং বৃটিশ সরকারের পক্ষে এটির সুষ্ঠু শাসনক্রিয়া দুরূহ হয়ে পড়ে। বঙ্গভঙ্গের সূত্রপাত এখান থেকেই।
কিন্তু ১৯১১ সালে, প্রচণ্ড গণআন্দোলনের ফলশ্রুতিতে বঙ্গভঙ্গ রহিত হয়। দ্বিতীয়বার বঙ্গভঙ্গ হয় ১৯৪৭ সালে। এর ফলে পূর্ববঙ্গ পাকিস্তানে এবং পশ্চিমবঙ্গ ভারতে যুক্ত হয়। এই পূর্ববঙ্গই পরবর্তীকালে পাকিস্তানের কাছ থেকে এক রক্তক্ষয়ী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে ও বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্রের সৃষ্টি করে।
596. ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট কোনটি?
(a) মন্টেনেগরো
(b) লিথুয়ানিয়া
(c) আলবেনিয়া
(d) ক্রোয়েশিয়া
Ans.
N.B. উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ন্যাটো প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল ১৯৪৯। বর্তমানে এ সংস্থার সদস্য দেশ ২৯টি। সর্বশেষ সদস্য মন্টিনিগ্রো (৫ জুন ২০১৭; ২৯তম)। লিথুয়ানিয়া ২৯ মার্চ ২০০৪ এবং আলবেনিয়া ও ক্রোয়েশিয়া ১ এপ্রিল ২০০৯ এর সদস্য হিসেবে যোগদান করে।
597. মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল?
(a) পূর্ব এশিয়া
(b) মধ্য আমেরিকা
(c) মধ্যপ্রাচ্য
(d) পূর্ব আফ্রিকা
Ans. b
N.B. মায়া সভ্যতা বিরাজমান ছিল বর্তমান যুগের মধ্য আমেরিকার এক বিস্তীর্ণ অঞ্চলজুড়ে। খ্রিষ্টপূর্ব ২০০০ অব্দে মেক্সকোর জুকাটান উপদ্বীপ থেকে মায়া সভ্যতার যাত্রা শুরু, যা বর্তমানের গুয়েতনামালা, বেলিজ, এলসালভাদর এবং হন্ডুরাস জুড়ে প্রসারিত হয়েছিল।
598. সাম্প্রতিক কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাই?
(a) বাহরাইন
(b) সংযুক্ত আরব আমিরাত
(c) মিশর
(d) কুয়েত
Ans. d
N.B. ৫ জুন ২০১৭ কাতারের সাথে বন্ধুপ্রতীম রাষ্ট্র সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইয়েমেন, লিবিয়া কর্তৃক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলে মধ্যপ্রাচ্য যে নতুন রাজনৈতিক সংকটের শুরু হয় সেখানে কুয়েত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না করে নিরপেক্ষ ভূমিকা পালন করে।
599. কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন?
(a) ১৯৩৩
(b) ১৯৩৪
(c) ১৯৩১
(d) ১৯৩২
Ans. a
N.B. দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম খলনায়ক এডলফ হিটলার ১৯১৪ সালে সেনাবাহিনীর কর্পোরল হন। ১৯১৯ সালে তিনি নৎসি পার্টিতে যোগদান করেন। ১৯২৩ সালে এক ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার অপরাধে ১৩ মাথের কারাভোগের সময় ‘Mein Kampf’ রচনা করেন এবং পরর্বতীতে নির্বাচনে অংশ নিয়ে ৩০ জানুয়ারি ১৯৩৩ সালে জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন।