Subject International Affairs
1. শ্রীলংকার মুদ্রার নাম –
(a) ডলার
(b) পাউন্ড
(c) টাকা
(d) রুপী
Ans. d
2. সার্ক-এর সদস্য দেশ –
(a) ৬
(b) ৭
(c) ৮
(d) ৯
Ans. c
3. পৃথিবীর বৃহত্তম বিমান বন্দরটি কোথায় অবস্থিত ?
(a) নিউইয়র্ক
(b) লন্ডন
(c) বার্লিন
(d) জেদ্দা
Ans.
N.B. পৃথিবীর বৃহত্তম বিমান বন্দর হল দাম্মাম
4. জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তর মুসলিম রাষ্ট্র কোনটি?
(a) পাকিস্থান
(b) সৌদি আরব
(c) মিশর
(d) ইন্দোনেশিয়া
Ans. d
5. ‘জুলিয়াস সীজার’ কেন বিখ্যাত?
(a) রোমের সম্রাট হিসেবে
(b) বর্ণবাদ বিরোধী হিসেবে
(c) বৃটেনের রাজা হিসেবে
(d) আমেরিকার প্রেসিডেন্ড হিসেবে
Ans. a
6. ‘গ্রীনল্যান্ড’ –এর মালিকানা কোন দেশের?
(a) সুইডেন
(b) নেদারল্যান্ড
(c) ডেনমার্ক
(d) ইংল্যান্ড
Ans. c
7. হাজার হ্রদের দেশ কোনটি?
(a) নরওয়ে
(b) ফিনল্যান্ড
(c) ইন্দোনেশিয়া
(d) জাপান
Ans. b
8. পূ্র্বে কোন দেশটি শ্যামদেশ নামে পরিচিত ছিল?
(a) মালয়েশিয়া
(b) ইন্দোনেশিয়া
(c) থাইল্যান্ড
(d) মিয়ানমার
Ans. c
9. হারারে’র পূর্ব নাম কী?
(a) সলসব্যারী
(b) রোডেসিয়া
(c) জিবুতি
(d) জায়ারে
Ans. a
10. কবে ফরাসি বিপ্লব সংঘটিত হয়?
(a) ১৭৮৯
(b) ১৭৯১
(c) ১৭৯৫
(d) ১৮০০
Ans. a
11. কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন?
(a) জার্মানি
(b) ফ্রান্স
(c) যুক্তরাজ্য
(d) রাশিয়া
Ans. c
12. আফগনিস্থানের শেষ বাদশাহ কে ছিলেন?
(a) দাউদ খাঁ
(b) জহির শাহ
(c) নাদির শাহ
(d) নজীবুল্লাহ
Ans. b
13. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে?
(a) ইরাক
(b) ইরান
(c) সৌদি আরব
(d) আলজেরিয়া
Ans. d
14. মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?
(a) কলম্বিয়া
(b) নিকারাগুয়া
(c) কোস্টারিকা
(d) এল সালভাদর
Ans. c
15. দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে -
(a) ১৯৪২ সালের নভেম্বর মাসে
(b) ১৯৪৩ সালের ফেব্রুয়ারি মাসে
(c) ১৯৪৫ সালের মে মাসে
(d) ১৯৪৫ সালের সেপ্টেম্বর মাসে
Ans. c
16. কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্মণীয় নাম -
(a) কাশাভুবু
(b) প্যাট্রিক লুমুম্বা
(c) শোম্বে
(d) মবুতু
Ans. b
17. হিরোশিমায় এটম বোমা ফেলা হয়েছিল -
(a) ১৯৪৫ সালের আগষ্ট মাসে
(b) ১৯৪৫ সালের মে মাসে
(c) ১৯৪৪ সালের সেপ্টেম্বর মাসে
(d) ১৯৪৪ সালের আগষ্ট মাসে
Ans. a
18. IMF এর সদর দপ্তর কোথায়?
(a) নিউইয়র্ক
(b) ওয়াশিংটন ডিসি
(c) জেনেভা
(d) হেগ
Ans. b
19. ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় -
(a) ওয়েষ্ট মিনিষ্টার এ্যাবে
(b) হোয়াইট হল
(c) মার্বেল চার্চ
(d) হোয়াইট অফিস
Ans. b
20. পিএলও (PLO)-এর সদর দপ্তর হল -
(a) রামাল্লা
(b) রাবাত
(c) বেনগাজি
(d) মরক্কো
Ans. a
21. সার্ক এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় -
(a) ১৯৮৪
(b) ১৯৮৭
(c) ১৯৮৫
(d) ১৯৮৬
Ans. c
22. এডেন কোন দেশের সমুদ্রবন্দর ?
(a) ওমান
(b) কাতার
(c) ইয়েমেন
(d) ইরাক
Ans. c
23. ওডার-নীস নদী -
(a) পশ্চিম জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
(b) পশ্চিম জার্মানি ও চেকোশ্লোভাকিয়ার মধ্যে সীমা নির্ধারক
(c) পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
(d) পূর্ব জার্মানি ও চেকোশ্লোভাকিয়ার মধ্যসীমা নির্ধারন
Ans. c
24. সাউথ কমিশনের চেয়ারম্যান -
(a) রবার্ট মৃগাবে
(b) জুলিয়াস নায়ারে
(c) জেনারেল সুহার্তো
(d) ফিডেল ক্যাষ্ট্রো
Ans. b
25. বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি ?
(a) EU
(b) WTO
(c) NATO
(d) FIFA
Ans. b