Subject General Knowledge
451. জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম কী?
(a) UNDP
(b) DTCD
(c) UNFPA
(d) UNEP
Ans. a
452. কোন দেশটি 'আসিয়ান' (ASEAN) জোটভুক্ত নয়?
(a) সিঙ্গাপুর
(b) মালয়েশিয়া
(c) থাইল্যান্ড
(d) দক্ষিণ কোরিয়া
Ans. d
453. বাংলাদেশে সারা বছর নাব্য ভ্রমণ নদীপথের দৈর্ঘ্য কত?
(a) ৮,০০০কি. মি
(b) ১১,০০০কি:মি
(c) ৫,২০০ কি. মি
(d) ৮,৫০০কি. মি
Ans. c
454. বাংলাদেশ ও মায়ানমার কে বিভক্তকারী নদী কোনটি?
(a) কর্ণফুলী
(b) হালদা
(c) সাংগু
(d) নাফ
Ans. d
455. বাংলাদেশের কোন অঞ্চলকে ‘৩৬০ আউলিয়ার দেশ’ বলা হয়?
(a) চট্টগ্রাম
(b) সিলেট
(c) ঢাকা
(d) রাজশাহী
Ans. b
456. বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে?
(a) আবাসিক
(b) কৃষি
(c) পরিবহন
(d) শিল্প
Ans. b
457. বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কত? (২০১৩ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে)
(a) ৮
(b) ১০
(c) ২১
(d) ২২
Ans. c
458. সেন্টমার্টিন দ্বীপ-এর আর একটি নাম কী?
(a) নারিকেল জিনজিরা
(b) সোনাদিয়া
(c) কুতুবদিয়া
(d) নিঝুম দ্বীপ
Ans. a
459. হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত?
(a) কক্সবাজার
(b) চট্টগ্রাম
(c) কাপ্তাই
(d) রাঙ্গামাটি
Ans. a
460. ১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেনেন্ট গভর্নর কে ছিলেন?
(a) ব্যামফিল্ড ফুলার
(b) লর্ড মিন্টো
(c) লর্ড কার্জন
(d) ওয়ারেন হেষ্টিংস
Ans. a
461. কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তিরিত করেন?
(a) নবাব সিরাজউদ্দৌলা
(b) নবাব মুর্শিদকুলি খাঁ
(c) সুবেদার ইসলাম খান
(d) নবাব শায়েস্তা খান
Ans. b
462. তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত?
(a) দিনাজপুর
(b) পঞ্চগড়
(c) জয়পুরহাট
(d) লালমনিরহাট
Ans. b
463. কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন?
(a) তিতুমীর
(b) সৈয়দ আহমদ
(c) দুদু মিয়া
(d) হাজী শরিয়তউল্লাহ
Ans. d
464. গঙ্গা-ব্রক্ষপুত্র-মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভূক্ত?
(a) ৪
(b) ১৪
(c) ৭
(d) ৩৩
Ans. d
465. বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি?
(a) ২
(b) ৩
(c) ৪
(d) ৫
Ans. c
466. পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কততম? (১৫ তম বিসিএস পরীক্ষার সময়)
(a) অষ্টম
(b) দশম
(c) দ্বাদশ
(d) চতুর্দশ
Ans. a
467. বাংলাদেশ নিম্নে উল্লেখিত কোন সময়ের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল?
(a) ১৯৭৮-৭৯
(b) ১৯৭৯-৮০
(c) ১৯৮০-৮১
(d) ১৯৮১-৮২
Ans. b
468. ‘Club of Vienna’ কী?
(a) পশ্চিম ইউরোপের প্রধাণ বাণিজ্যিক ব্যাংকগুলোর বাৎসরিক সভা
(b) অষ্ট্রিয়ার একটি বিখ্যাত পান্থশালা
(c) একটি বিশ্ব উন্নয়নসংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান
(d) পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন
Ans. d
469. জাতিসংঘ ‘আদিবাসী বর্ষ’ হিসেবে কোন সালকে ঘোষণা করেছে?
(a) ১৯৯১ সাল
(b) ১৯৯২ সাল
(c) ১৯৯৩ সাল
(d) ১৯৯৪ সাল
Ans. c
470. The United Nations University কোন শহরে অবস্থিত?
(a) লন্ডন
(b) ব্রাসেলস
(c) নিউইয়র্ক
(d) টোকিও
Ans. d
471. League of Arab states (আরবলীগ)-এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত? (১৫ তম বিসিএস পরীক্ষার সময়)
(a) তিউনিস
(b) কায়রো
(c) রাবাত
(d) জেদ্দা
Ans. b
472. বিশ্বের কোন শহর ‘নিষিদ্ধ শহর’ নামে পরিচিত?
(a) লাসা
(b) উলানবাহতার
(c) পিয়ংইয়ং
(d) কাবুল
Ans. a
473. আফ্রিকা মহাদেশের মানচিত্রে ‘Horns of Africa’ তে কোন দেশটি অবস্থিত?
(a) ইথিওপিয়া
(b) নাইজেরিয়া
(c) কেনিয়া
(d) সুদান
Ans. a
474. আকাবা কোন দেশের সমুদ্র বন্দর?
(a) মায়ানমার
(b) জর্ডান
(c) ইরাক
(d) ইসরাইল
Ans. b
475. বাংলাদেশে রাষ্ট্রপতি সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোদনীয় মাধ্যমে?
(a) ১০
(b) ১১
(c) ১২
(d) ১৩
Ans. c