Subject General Knowledge
476. বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনার কে?
(a) জয়নুল আবেদিন
(b) কামরুল হাসান
(c) হাশেম খান
(d) হামিদুর রহমান
Ans. b
477. “সব কটি জানালা খুলে দাও না” –এর গীতিকার কে?
(a) মরহুম আলতাফ মাহমুদ
(b) মরহুম নজরুল ইসলাম বাবু
(c) ড. মনিরুজ্জামান
(d) মরহুম ড. আবু হেনা মোস্তাফা কামাল
Ans. b
478. জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কী?
(a) আমোনিয়া
(b) সুপার ফসফেট
(c) টি এস পি
(d) ইউরিয়া
Ans. d
479. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল?
(a) ইংরেজরা
(b) ফরাসিরা
(c) ওলন্দাজরা
(d) পর্তুগিজরা
Ans. d
480. কর্কটক্রান্তি রেখা -
(a) বাংলাদেশের উত্তর সীমান্ত দিয়ে গেছে
(b) বাংলাদেশের দক্ষিণ সীমান্ত দিয়ে গেছে
(c) বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে
(d) বাংলাদেশ হতে অনেক দূরে অবস্থিত
Ans. c
481. জাতিসংঘের জনসংখ্যা ১৯৯৪ সালের রিপোর্ট অনুযায়ী জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান?
(a) সপ্তম
(b) অষ্টম
(c) নবম
(d) দশম
Ans. c
482. অভ্যন্তরীন কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত?
(a) চট্টগ্রাম
(b) ঢাকা
(c) মংলা
(d) খুলনা
Ans. a
483. উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
(a) লর্ড মিন্টো
(b) লর্ড কার্জন
(c) লর্ড মাউন্ট ব্যাটেন
(d) লর্ড ওয়াভেল
Ans. c
484. জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?
(a) বরিশাল জেলায়
(b) ফরিদপুর জেলায়
(c) ঢাকা জেলায়
(d) রাজশাহী জেলায়
Ans. a
485. ১৪ই ডিসেম্বর, ১৯৯৩ তারিখে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিকে স্মরনীয় করে রাখার জন্য ঢাকার মোট কতটি সড়কের নামকরণ করা হয়?
(a) ৪ টি
(b) ৫ টি
(c) ৬ টি
(d) ৭ টি
Ans. b
486. লালবাগের কেল্লা স্থাপন করেন কে?
(a) শায়েস্তা খান
(b) শাহ সুজা
(c) টিপু সুলতান
(d) ইসলাম খান
Ans. a
487. ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
(a) ১৯০৬ সালে
(b) ১৮৬৪ সালে
(c) ১৯১৯ সালে
(d) ১৮৪০ সালে
Ans. b
488. ১৯৬৫ সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল?
(a) ১৫ টি
(b) ৬ টি
(c) ১১ টি
(d) ১০ টি
Ans. c
489. রুয়ান্ডায় প্যাট্রিয়টিক ফ্রন্ট সরকার কবে শপথ গ্রহণ করেন?
(a) ৮ জুলাই, ১৯৯৪
(b) ১৯ জুলাই, ১৯৯৪
(c) ২৪ জুলাই, ১৯৯৪
(d) ২৭ জুলাই, ১৯৯৪
Ans. b
490. Hubble Telescope –এর ত্রুটি সংশোনের জন্য নভোচারীগণকে মহাশূন্যে কোন নভোযানে প্রেরণ করা হয়েছিল?
(a) Endeavour
(b) Challanger
(c) Pathfinder
(d) Apollo
Ans. a
491. Asia Pacific Economic Co-operation (APEC) ফোরামের নভেম্বর, ১৯৯৩-এ অনুষ্ঠিত শীর্ষ বৈঠক কোন সদস্য দেশের সরকার প্রধান অনুপস্থিত ছিলেন?
(a) মালেয়েশিয়া
(b) ফিলিপাইন
(c) অস্ট্রেলিয়া
(d) জাপান
Ans. d
492. ১৯৯৪ – এর নববর্ষের দিনে কারা নেতৃত্বাধীন বাহিনী কাবুল শহর আক্রমন করে?
(a) নজিবুল্লাহ
(b) আহমেদ শাহ মাসুদ
(c) আবদুর রশীদ দোস্তাম
(d) গুলবুদ্দীন হেকমতিয়ার
Ans. c
493. ধুমকেতু সুমেকার লেভী – ৯ এর প্রথম ভাঙ্গা টুকরাটি কবে বৃহস্পতি গ্রহে আঘাত হানে?
(a) ১৫ জুলাই, ১৯৯৪
(b) ১৬ জুলাই, ১৯৯৪
(c) ১৭ জুলাই, ১৯৯৪
(d) ১৮ জুলাই, ১৯৯৪
Ans. b
494. ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়?
(a) ১৯৬৩
(b) ১৯৪৬
(c) ১৯৪৫
(d) ১৯৪৭
Ans. c
495. NATO কবে প্রতিষ্ঠিত হয়?
(a) ১৯৪৭ সালের ৪ আগষ্ট
(b) ১৯৪৯ সালের ৪ এপ্রিল
(c) ১৯৫০ সালের ৪ ফেব্রুয়ারী
(d) ১৯৫১ সালের ৪ মে
Ans. b
496. আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) কবে হতে এর কার্যক্রম শুরু করে?
(a) ১৯৪৫ সাল হতে
(b) ১৯৪৬ সাল হতে
(c) ১৯৪৭ সাল হতে
(d) ১৯৪৮ সাল হতে
Ans. c
497. বার্লিনের দেওয়াল কোন সালে নির্মিত হয়েছিল?
(a) ১৯৪৬
(b) ১৯৪৮
(c) ১৯৬১
(d) ১৯৬২
Ans. c
498. "Rotary International" কবে প্রতিষ্ঠিত হয়?
(a) ১৯০৩ সালে
(b) ১৯০৫ সালে
(c) ১৯০৯ সালে
(d) ১৯১২ সালে
Ans. b
499. "Straw vote" বলতে কী বুঝায়?
(a) Unofficial poll of public opinion
(b) Poll based on random representations
(c) Yes – No vote
(d) Manipulated elections
Ans. a
500. বি -৫২ কী?
(a) এক ধরনের যাত্রীবাহী বিমান
(b) এক বিশেষ ধরনের হেলিকপ্টার
(c) এক ধরনের বোমারু বিমান
(d) ভূমি হতে শূন্যে নিক্ষেপনযোগ্য একধরনের ক্ষেপণাস্ত্র
Ans. c