Subject Bengali
551. 'কাগজ' -এর বহুবচন কোনটি?
কাগজাত
কাগজগুলো
কাগজসমূহ
কাগজাদী
Ans.
552. কোনটি 'ক্ষুধার্ত' শব্দের সন্ধি বিচ্ছেদ?
ক্ষুৎ + ঋত
ক্ষুধ + আর্ত
ক্ষুধা + ঋত
ক্ষুধা + আর্ত
Ans.
553. 'লালসালু' উপন্যাসটির লেখক কে?
মুনির চৌধুরী
সৈয়দ ওয়ালী উল্লাহ
জাফর ইকবাল
শওকত আলী
Ans.
554. 'সর্বজন' - এর বিশেষণ কি?
বিশ্বজনীন
সার্বিক
জনসাধারণ
সর্বজনীন
Ans.
555. 'সর্বজন' -এর বিশেষণ কি?
বিশ্বজনীন
সার্বিক
জনসাধারণ
সর্বজনীন
Ans.
556. বেগম রোকেয়া রচনা কোনটি?
ভাষা ও সাহিত্য
আয়না
সোনার শিকল
অবরোধবাসিনী
Ans.
557. কোন উপন্যাসটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
শেষের কবিতা
চোখের বালি
গোরা
বিষের বাঁশী
বউ ঠাকুরানীর হাট
Ans.
558. এক কথায় প্রকাশ করুন -
'যে নারী প্রিয় কথা বলে'।
প্রিয়ভাষিণী
প্রিয়ংবদা
প্রিয়ভাসিনী
প্রিয়া
সুভাষিনী
Ans.
559. সমাস নির্ণয় করুন:
'দশ আনন যাহার - দশানন'
দ্বন্দ্ব
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
তৎপুরুষ
Ans.
560. গুরুজনে ভক্তি কর - বাক্যটিতে 'গুরুজনে' কোন সমাস?
কর্তৃকারক
কর্মকারক
করণকারক
সম্প্রদান কারক
অপাদান কারক
Ans.
561. 'বনফুল' কার ছদ্ম নাম?
প্রথম চৌধুরী
বলাইচাঁদ মুখোপাধ্যায়
যতীন্দ্রমোহন বাগচী
মোহিতলাল মজুমদার
কুষ্ণচন্দ্র মজুমদার
Ans.
562. 'surgeon' এর পরিভাষা
শল্য চিকিৎসক
দন্ত চিকিৎসক
অস্থি চিকিৎসক
সার্জেন্ট
ভেষজ চিকিৎসক
Ans.
563. 'হে বঙ্গ ভাণ্ডারে তক বিবিধ রতন ------- পরধন লোভে' - কোন কবির কবিতা থেকে নেয়া হয়েছে?
কাজী নজরুল ইসলাম
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
মাইকেল মধুসূদন দত্ত
কবি সুফিয়া কামাল
কবি শামসুর রাহমান
Ans.
564. কাজী নজরুল ইসলাম রচিত 'ব্যাথার দান' কোন শ্রেণীর রচনা?
গল্প
প্রবন্ধ
কবিতা
নাটকা
গান
Ans.
565. শহীদুল্লাহ কায়সারের বিখ্যাত গ্রন্থ -
জমিদার দর্পণ
সংসপ্তক
জীবন থেকে নেয়া
ক্রীতদাসের হাসি
পদ্মনদীর মাঝি
Ans.
566. পর্যালোচনার সঠিক সন্ধি বিচ্ছেদ -
পর্য + আলোচনা
পরি + আলোচনা
পর্যা + লোচনা
পর্যালো + চনা
পরিআলো + চনা
Ans.
567. 'অম্বর' শব্দের অর্থ -
রাত্রি
আকাশ
কৃত্রিম
মেঘ
অন্ধকার
Ans.
568. 'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারটির অর্থ -
প্রচণ্ড ধাক্কা
বিপদ
সঞ্চয়ের প্রবৃত্তি
তীরে পৌঁছার ঝক্কি
স্পর্ধা বৃদ্ধি
Ans.
569. কোনটি প্রবচন?
ধরাকে সরা জ্ঞান করা
ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া
পুরানো চাল ভাতে বাড়ে
দুধের স্বাদ ঘোলে মেটানো
মহাভারত অশুদ্ধ হওয়া
Ans.
570. 'দারিদ্রতা' শব্দটি অশুদ্ধ কেন?
প্রত্যয়জনিত কারণে
উপসর্গজনিত কারণে
সন্ধিজনিত কারণে
কারকজনিত কারণে
অনুসর্গজনিত কারণে
Ans.
One mark for each correct answer and 0.25 to be deducted for each wrong answer.
571. 'উনপাঁজুরে' শব্দের অর্থ:
সৌভাগ্যবান
লোভী
কর্মঠ
হতভাগ্য
দুর্বল
Ans.
572. 'হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি পরধন লোভে মত্ত' - কোন কবির কবিতা থেকে নেয়া হয়েছে?
রবীন্দ্রনাথ ঠাকুর
জসীমউদ্দীন
মাইকেল মধুসূদন দত্ত
সুফিয়া কামাল
নির্মলেন্দু গুন
Ans.
573. কোনটি উত্তম পুরুষের উদাহরণ?
আমি
তুমি
সে
যিনি
তারা
Ans.
574. 'যা দীপ্তি পাচ্ছে' - এক কথায়
দেদীপ্যমান
উজ্জ্বল
দীপ্তিমান
আলোকিত
দোদুল্যমান
Ans.
575. কোনটি 'আকাশ' শব্দের সমার্থক শব্দ নয়?
অন্তরীক্ষ
অম্বর
গগন
হিমাংশু
ব্যোম
Ans.
Total Question : 25
Total Hit : 0
Correct : 0
Wrong/Cheat : 0