Subject Bengali
801. 'একাদশে বৃহস্পতি'-এর অর্থ কী?
আশার কথা
সৌভাগ্যের বিষয়
মজা পাওয়া
আনন্দের বিষয়
Ans.
802. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
সাহেব
বেয়াই
সঙ্গী
কবিরাজ
Ans.
803. সাধু ভাষা সাধারনত কোথায় অনুপযোগী?
কবিতার পঙক্তিতে
গানের কলিতে
গল্পের বর্ণনায়
নাটকের সংলাপে
Ans.
804. দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির?
ননদ
প্রিয়
শিষ্যা
আয়া
Ans.
805. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
নামপদ
উপপদ
প্রাতিপদিক
উপমিত
Ans.
806. কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায়?
তুই বাড়ি যা
ক্ষমা করা ঘোর অপরাধ
কাল একবার এসো
দূর হও
Ans.
807. ধাতুর পর কোন পদ যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়?
আন
আই
আল
আও
Ans.
808. 'বচন' অর্থ কী?
সংখ্যার ধারণা
গণনার ধারণা
ক্রমের ধারণা
পরিমাপের ধারণা
Ans.
809. 'মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ'- বাক্যে 'মরি মরি' কোন শ্রেণীর অব্যয় ?
সমুচ্চয়ী
অনন্বয়ী
পদান্বয়ী
অনুকার
Ans.
810. 'দোলনা' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
দুল্ + অনা
দোল + না
দোল + অনা
দোলনা + আ
Ans.
811. 'কৌশলে কার্যোদ্ধার'- অর্থ কোনটি?
গাছে তুলে মই কাড়া
এক ক্ষুরে মাথা মোড়ানো
ধরি মাছ না ছুই পানি
আকাশের চাঁদ হাতে পাওয়া
Ans.
812. 'সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
রূপতত্ত্ব
ধ্বনিতত্ত্ব
পদক্রম
বাক্য প্রকরণ
Ans.
813. 'বাঙ্গালীর ইতিহাস' বইটির লেখক কে?
নীহার রঞ্জন রায়
আর, সি, মজুমদার
অধ্যাপক আবদুল করিম
অধ্যাপকসুনীতিসেন
Ans.
814. বাক্যের ক্ষুদ্র তম একক কোনটি?
শব্দ
বর্ণ
ধ্বনি
চিহ্ন
Ans.
815. সন্ধির প্রধান সুবিধা কি?
পড়ার সুবিধা
লেখার সুবিধা
উচ্চারণের সুবিধা
শোনার সুবিধা
Ans.
816. কোন বানান টি শুদ্ধ?
সমীচীন
সমিচীন
সমীচিন
সমিচিন
Ans.
817. কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
শেষের কবিতা
দোলনচাঁপা
সোনারতরী
মানসী
Ans.
818. কাজী ইমদাদুল হকের 'আব্দুল্লাহ' উপন্যাসের উপজীব্য কী?
চাষী জীবনের করুণ চিত্র
কৃষক সমাজের সংগ্রামশীল জীবন
তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
মুসলিম জমিদার শ্রেণীর জীবন কাহিনী
Ans.
819. 'সততা সর্ব উৎকৃস্ট পন্থা'- কোনটির অনুবাদ?
Honesty is the best virtue
Honesty is the better way
Honesty is a good way
Honesty is the best policy
Ans.
820. কোনটি অপ্রানীবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত হয়?
বৃন্দ
কুল
বর্গ
গ্রাম
Ans.
821. ‘বিদ্রোহী’ কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
অগ্নিবীণা
বিষের বাঁশি
দোলনচাঁপা
বাঁধনহারা
Ans.
822. ‘হাংগর নদী গ্রেনেড’ উপন্যাসটির লেখক কে?
রশীদ করিম
সেলিনা হোসেন
জহির রায়হান
আহমেদ ছফা
হাসনাত আব্দুল হাই
Ans.
823. ‘অশ্ব’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
ঘোড়া
ঘোটক
তুরংগ
বিভা
বাজী
Ans.
824. ‘অলীক’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
মিথ্যা
অনুজ
বিরল
সত্য
অল্প
Ans.
825. ‘আদিখ্যেতা’ বাগধারাটির অর্থ কি?
মারা যাওয়া
না জেনে কিছু করা
অপদার্থ
ন্যাকামি
বিলাসী
Ans.
Total Question : 25
Total Hit : 0
Correct : 0
Wrong/Cheat : 0