Subject Bengali
926. ‘বাঘের চামড়া’ -কে এক কথায় বলে –
কৃতি
অজিন
কৃত্তি
শিঞ্জন
Ans.
927. ‘সংশয়’ -এর বিপরীতার্থক শব্দ কোনটি?
বিস্ময়
নির্ভয়
দ্বিধা
প্রত্যয়
Ans.
928. ‘বড় যদি হতে চাও ছোট হও তবে’ -বাক্যটিতে ছোট শব্দটি কি অর্থে ব্যবহৃত?
নীচ
ইতর
নম্র
ক্ষুদ্র
Ans.
929. ‘ঢাকের বায়াঁ’ বাগধারার প্রকৃত অর্থ –
অপ্রয়োজনীয়
প্রয়োজনীয়
প্রচারসিদ্ধ
প্রচার বিমুখ
Ans.
930. ‘তামার বিষ’ বাগধারার সঠিক অর্থ কি?
ভীষণ বিষাক্ত
নির্দয়
অর্থের কু-প্রভাব
তামা থেকে উৎপন্ন বিষ
Ans.
931. সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন -
দির্ঘিকা, নদী, প্রণালী
শৈবালনী, তরঙ্গিনী, সরিৎ
গাঙ, তটিনী, অর্ণব
স্রোতস্বিনী, নির্ঝরিণী, সিন্ধু
Ans.
932. “পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিস্কার” বাক্যটির নিম্নরেখ পদে ষ/স ব্যবহারে
প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ
প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ
দুটোই অশুদ্ধ
দুটোই শুদ্ধ
Ans.
933. Consumer goods – এর উপযুক্ত বাংলা পরিভাষা কী?
ভোক্তার কল্যাণ
ভোগ্যপণ্য
ক্রয়কৃত পণ্য
ক্রেতার গুণাগুণ
Ans.
934. ‘জল’ শব্দের সমার্থক নয় কোনটি?
সলিল
জলধি
উদক
নীর
Ans.
935. কোন শব্দজোড় বিপরীর্থাক নয়?
অনুলোম-প্রতিলোম
নশ্বর-শ্বাশত
গরিষ্ঠ-লঘিষ্ঠ
হৃদ-পুষ্ঠ
Ans.
936. ‘পশ্বর’ শব্দটির অর্থ কী?
পরশু
পরের ধন
কোকিল
পার্শ্ববর্তী
Ans.
937. বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত?
৭ টি
৯ টি
১১ টি
১৩ টি
Ans.
938. বাংলা ভাষার শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে?
সমাস দ্বারা
লিঙ্গ পরিবর্তন দ্বারা
উপসর্গ যোগে
ক, খ ও গ তিন উপায়েই হয়
Ans.
939. ‘লবন’ শব্দের বিশেষ্য কোনটি?
নোনতা
লবনাক্ত
লাবন্য
ললিত
Ans.
940. কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়?
যোগ্যতা
আকাঙ্কা
আসক্তি
আসত্তি
Ans.
941. নিচের কোন শব্দটি প্রত্যয়সাধিত?
প্রলয়
খন্ডিত
নিঃশ্বাস
অনুপম
Ans.
942. ‘দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
দ্বীপ + আয়ন
দ্বিপ + অনট
দ্বীপ + অয়ন
দ্বীপ + অটন
Ans.
943. ‘জর্জ সাহেব’ কোন সমাসের উদাহরণ?
দিগু
কর্মধারয়
দ্বন্দ
বহুব্রীহি
Ans.
944. নিচের কোনটি ধ্বনি-পরিবর্তনের উদাহরণ নয়?
প্রাতিপদিক
অপিনিহিত
অভিশ্রুতি
ধ্বনি-বিপর্যয়
Ans.
945. সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
লুইপা
শবরপা
ভুসুকুপা
কাহ্নপা
Ans.
946. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?
নিরঞ্জনের রুস্মা
দোহাকোষ
ময়নামতির গান
গুপিচন্দ্রের সন্ন্যাস
Ans.
947. ‘তাম্বুল রাতুল হইল অধর পরশে।’ – অর্থ কী?
ঠোঁটের পরশে পান লাল হল
পানের পরশে ঠোঁট লাল হল
অস্তাচলগামী সূর্যের আবায় মুখ রক্তিম দেখা গেল
অস্তাচলগামী সূর্য ও মাখ একই রকম লাল হয়ে গেল
Ans.
948. ‘হপ্ত পয়কর’ কার রচনা?
সৈয়দ আলাওল
দীনবন্ধু মিত্র
জৈনুদ্দিন
অমিয় দেব
Ans.
949. মঙ্গলকাব্যের কবি নন কে?
কানাহরি দত্ত
ভরতচন্দ্র
মানিক দত্ত
দাশু রায়
Ans.
950. ‘সমাচার দর্পন’ – পত্রিকার সম্পাদক ছিলেন -
জন ক্লার্ক ম্যার্শম্যান
উইলিয়াম কেরি
জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন
ডিভিড হেয়ার
Ans.
Total Question : 25
Total Hit : 0
Correct : 0
Wrong/Cheat : 0