Subject Bengali | |||
---|---|---|---|
1601. নিচের কোনটি শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস? | |||
শুভদা | |||
দত্তা | |||
শ্রীকান্ত | |||
পথের দাবী | |||
Ans. | |||
1602. কোনটি জহির রায়হানের রচনা? | |||
বরফ গলা নদী | |||
ক্রীত দাসের হাসি | |||
খোয়াবনামা | |||
সারেং বৌ | |||
Ans. | |||
1603. কোনটি ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস? | |||
আরেক ফাল্গুন | |||
জীবন ঘষে আগুন | |||
নন্দিত নরকে | |||
পিঙ্গল আকাশ | |||
Ans. | |||
1604. কোনটি জীবনান্দ দাশের কাব্য নয়? | |||
বেলা শেষের গান | |||
ধূসর পাণ্ডলিপি | |||
ঝড়াপালক | |||
মহাপৃথিবী | |||
Ans. | |||
1605. নিজের কোনটি সাধুরীতির উদাহরণ? | |||
তখন গভীর ছায়া নেমে আসে সর্বত্র | |||
তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে | |||
তখন গভীর ছায়া নামিয়া সাবে সর্বত্র | |||
তখন গভীর ছায়া সর্বত্র ঢেকে গিয়েছে | |||
Ans. | |||
1606. ততোধিক শব্দে সন্ধি বিচ্ছেদ- | |||
তত + অধিক | |||
ততঃ + অধিক | |||
ততঃ + ধিক | |||
তত + ধিক | |||
Ans. | |||
1607. চলচ্চিত্র শব্দের সন্ধি বিচ্ছেদ- | |||
চল+চিত্র | |||
চলৎ+চিত্র | |||
চলত+চিত্র | |||
চল+চীত্র | |||
Ans. | |||
1608. চন্দ্র কোন শব্দের উদাহরণ? | |||
তৎসম | |||
তদ্ভব | |||
বিদেশী | |||
দেশী | |||
Ans. | |||
1609. "যত গর্জে তত বর্ষে না" বাক্যটিতে যত-তত অব্যয়ের ব্যবহার কোন অর্থে? | |||
পরিণাম | |||
বৈপরীত্য | |||
তুলনা | |||
নিশ্চিত | |||
Ans. | |||
1610. ‘তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি’ - এটি কোন শ্রেণীর বাক্য? | |||
জটিল বাক্য | |||
সরল বাক্য | |||
যৌগিক বাক্য | |||
ব্যাস বাক্য | |||
Ans. | |||
1611. অহিনকুল কোন সমাস? | |||
কর্মধারয় | |||
ব্রহুবীহি | |||
দ্বন্দ্ব | |||
দ্বিগু | |||
Ans. | |||
1612. নীল যে আকাশ – নীলকাশ কোন সমাস? | |||
বহুব্রীহি | |||
দ্বিগু | |||
দ্বন্দ | |||
দ্বিগু | |||
Ans. | |||
1613. চাঁদমুখ – কোন সমাজ? | |||
উপমান | |||
উপমিত | |||
রূপক | |||
অবয়ীভাব | |||
Ans. | |||
1614. চোখের প্রতিশব্দ নয় কোনটি? | |||
নয়ন | |||
লোচন | |||
সলিল | |||
অক্ষি | |||
Ans. | |||
1615. শশাংক এর প্রতিশব্দ কোনটি? | |||
খরগোশ | |||
সমুদ্র | |||
চন্দ্র | |||
কপাল | |||
Ans. | |||
1616. নন্দিত - এর বিপরীত শব্দ কোনটি? | |||
বিষণ্ন | |||
বিষাদ | |||
প্রচ্ছন্ন | |||
এর কোনোটি নয় | |||
Ans. | |||
1617. কোন শুদ্ধ বানান? | |||
দুরাবস্তা | |||
দুরাবস্থা | |||
দুরবস্থা | |||
দুরবস্তা | |||
Ans. | |||
1618. The anti-socials are at large এর বঙ্গানুবাদ নিম্নের কোনটি সঠিক? | |||
সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে | |||
সমাজ বিরোধী দল এখন বেশ দূরে | |||
সমাজ বিরোধীরা বেশ দুষ্ট | |||
সমাজ বিরোধীরা বেশ দুষ্ট | |||
Ans. | |||
1619. ‘Quarterly’ শব্দের অর্থ কী? | |||
সাপ্তহিক | |||
পাক্ষিক | |||
ত্রৈমাসিক | |||
ষন্মাসিক | |||
Ans. | |||
1620. ‘কোথার থাকা হয়?’ এটি কোন বাচ্যের উদাহরণ? | |||
ভাব বাচ্যের | |||
কর্তৃবাচ্যের | |||
কর্ম-কর্তৃবাচ্যের | |||
কর্ম বাচ্যের | |||
Ans. | |||
1621. ‘কবর’ নাটকের রচয়িতা হচ্ছেন- | |||
জসীমউদ্দীন | |||
মুনীর চৌধুরী | |||
কাজী নজরুল ইসলাম | |||
জহির রায়হান | |||
Ans. | |||
1622. ‘দিগন্ত’-এর সন্ধি বিশ্লেষণ- | |||
দিক্+অন্ত | |||
দিগ্+অন্ত | |||
দি+অন্ত | |||
দিখ্+অন্ত | |||
Ans. | |||
1623. যা বলা হয়নি-এক কথায় হবে- | |||
অভব্য | |||
অনুক্ত | |||
গোপনীয় | |||
অবাচ্য | |||
Ans. | |||
1624. যা কোথাও উঁচু কোথাও নিচু- | |||
বন্ধুর | |||
বর্ধিষ্ণু | |||
প্রত্যুদ্গমন | |||
মেদুর | |||
Ans. | |||
1625. বাংলা গদ্যের জনক- | |||
সুকুমার রায় | |||
বিভূতিভূষণ | |||
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | |||
রামমোহন রায় | |||
Ans. |
Total Question : | 25 |
Total Hit : | 0 |
Correct : | 0 |
Wrong/Cheat : | 0 |