Subject Bengali
1726. নিচের যে উপন্যাসে গ্রামীন সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি –
গণদেবতা
পদ্মানদীর মাঝি
সীতারাম
পথের পাঁচালী
Ans.
1727. নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে’ উপন্যাসের?
বিহারী-বিনোদিনী
নিখিলেস-বিমলা
মধুসূদন-কুমুদিনী
অমিত-লাবণ্য
Ans.
1728. কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?
রিক্তের বেদন
সর্বহারা
আলেয়া
কুহেলিকা
Ans.
1729. কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্র কাব্য?
ব্রজাঙ্গনা
বিলাতের পত্র
বীরাঙ্গনা
হিমালয়
Ans.
1730. ‘একখানি ছোট ক্ষেত আমি একেলা’ – রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ?
সোনার তরী
চিত্রা
মানসী
বলাকা
Ans.
1731. ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতাটি কার লেখা?
শামসুর রাহমান
আল মাহমুদ
আবুল ফজল
আবু জাফর ওবায়দুল্লাহ
Ans.
1732. কোনটি শওকত ওসমানের রচনা নয়?
চৌরসন্ধি
ক্রীতদাসের হাসি
ভেজাল
বনি আদম
Ans.
1733. নিচের কোনটি বহুবচন বাচক শব্দ নয়?
মালা
দাম
ফুল
গ্রাম
Ans.
1734. নিচের কোনটির লিঙ্গান্তর অশুদ্ধ?
অবল-অবলা
বাসন্তী-বসন্ত
ধাতা-ধাত্রী
অভাবী-অভাব
Ans.
1735. নিচের কোনটি একবচন দৃষ্টান্ত নয়?
মেয়েটি
একজন কবি
একটি জীবন
বড়ো বড়ো গাছ
Ans.
1736. ‘অতি মেঘ অনাবৃষ্টি’ প্রবচনটির অর্থ -
অকারণ অনাসৃষ্টি
অতি মেঘের কারণে বিপর্যয়
অতি বৃষ্টির বিড়ম্বনা
মেঘের আড়ম্বর হলেই বৃষ্টি হয় না
Ans.
1737. নিচের কোন শব্দের লিঙ্গান্তর হয় না?
রাঁধুনি
সতীন
কবি
আচার্য
Ans.
1738. ‘অন্ধকে দর্পন দেখানো’ প্রবচনের অর্থ -
অন্ধকে আলো দেখানো
নির্বোধকে জ্ঞান দান
অতি অহংকার
অন্ধের যষ্টি
Ans.
1739. নিচের কোনটি স্ত্রীলিঙ্গবাচক শব্দ নয়?
সুখী
শ্বশ্রূ
প্রকৃতি
একাদশী
Ans.
1740. ‘অল্পজলের মাছ’ প্রবচনটির মানে -
নিতান্তই বোকা
অসার ব্যক্তি
ভয়ংকর স্বভাব
ঘাঁই মারার জন্য প্রস্তুত
Ans.
1741. নিচের কোনটি ‘অনুশীলন’ শব্দের সমার্থক নয়?
রেওয়াজ
মকশ
তালিম
তালাশ
Ans.
1742. ‘এক থেকে শুরু করে ক্রমাগত’ – একে এক কথায় প্রকাশ করলে হবে-
ক্রমান্বয়ে
ধারাবাহিকভাবে
ক্রমানুসারে
একাদিক্রমে
Ans.
1743. ‘ঝি’-র সমার্থক শব্দ কোনটি?
ঠাকুরঝি
বনিতা
শ্বশ্রূ
সুতা
Ans.
1744. ‘যে বিষয়ে মতভেদ নেই এমন’ – এর এক কথায় প্রকাশ-
ঐক্যমত্য
অবিসংবাদিত
মীমাংসিত
নিরঙ্কুশ
Ans.
1745. নিচের কোনটি ‘সূর্য’ শব্দের সমার্থক নয়?
অচিরাংমশু
রবি
দিবাকর
প্রভাকর
Ans.
1746. ‘হয়’ শব্দের সমার্থক কোনটি?
হাতি
ঘোড়া
ভালুক
হরিণ
Ans.
1747. ‘পিতার মৃত্যুর পর জন্ম হয়েছে যে সন্তানের’ – বাক্যটিকে সংকোচন করলে হবে-
পিতৃপিতৃব্য
মরণোত্তর জাতক
অজ্ঞাত কুলশীল
জারজ-জাতক
Ans.
1748. নিচের কোন বিপরীত শব্দযুগল শুদ্ধ নয়?
উধ্ব-অধ
আকাশ-পাতাল
সম্মুখে-পেছনে
ভিতর-বাহির
Ans.
1749. ‘ফল হয় কিন্তু ফুল ফোটে না এমন গাছ’ – কথাটিকে এক কথায় প্রকাশ করলে হয়-
ওষধি
বনস্পতি
পরগাছা
বোধিদ্রুম
Ans.
1750. ‘অলীক’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
লৌকিক
তিলক
বাস্তব
ভৌতিক
Ans.
Total Question : 25
Total Hit : 0
Correct : 0
Wrong/Cheat : 0