Subject Bengali
201. 'ঢাকের কাঠি' বাগধারা অর্থ -
(a) সাহায্যকারী
(b) তোষামুদে
(c) বাদক
(d) কায়কোবাদ
Ans. b
202. 'পথের দাবি' উপন্যাসের রচয়িতা কে?
(a) আবু ইসহাক
(b) রবি ঠাকুর
(c) শরত্‍চন্দ্র চট্রোপাধ্যায়
(d) কাজী নজরুল ইসলাম
Ans. c
203. সঞ্চয়িতা- কোন কবির কাব্য সংকলন?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) সত্যেন্দ্রনাথ দত্ত
(c) কাজী নজরুল ইসলাম
(d) জসীমউদদীন
Ans. a
204. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?
(a) চোখের বালি
(b) বলাকা
(c) ঘরে-বাইরে
(d) রক্তকরবী
Ans. d
205. পদাবলী-র প্রথম কবি কে?
(a) শ্রীচৈতন্য
(b) বিদ্যাপতি
(c) চণ্ডীদাস
(d) জ্ঞানদাস
Ans. c
206. দোভাষী পুঁথি বলতে কী বোঝায়?
(a) দুই ভাষায় রচিত পুঁথি
(b) কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি
(c) তৈরি করা কৃত্রিম ভাষায় রচিত পুঁথি
(d) আঞ্চলিক ভাষায় রচিত পুঁথি
Ans. b
207. সওগাত- পত্রিকার সম্পাদক কে ছিলেন?
(a) মোহাম্মদ নাসির উদ্দিন
(b) আবুল কালাম শামসুদ্দিন
(c) কাজী আব্দুল ওদুদ
(d) সিকান্দার আবু জাফর
Ans. a
208. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক)- কারা রচনা করেন?
(a) ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ আলী আহসান
(b) ড. মুহম্মদ শহীদুল্লাহ ও মুহম্মদ আবদুল হাই
(c) মুহম্মদ আবদুল হাই, আনিসুজ্জামান ও আনোয়ার পাশা
(d) মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান
Ans. d
209. কোনটি ঠিক?
(a) গোরা (নাট্যগ্রন্থ)
(b) বিদ্রোহী (কাব্যগ্রন্থ)
(c) পথের দাবী (উপন্যাস)
(d) একাত্তরের দিনগুলি (উপন্যাস)
Ans. c
210. কোনটি হযরত মুহাম্মদ (স.)এর জীবনী গ্রন্থ?
(a) মরুমায়া
(b) মরুভাস্কর
(c) মরুতীর্থ
(d) মরুকুসুম
Ans. b
211. পদাবলী লিখেছেন-
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) মাইকেল মধুসূদন
(c) ঈশ্বরচন্দ্র গুপ্ত
(d) কায়কোবাদ
Ans. a
212. বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান- এর সম্পাদক কে?
(a) মুহম্মদ আবদুল হাই
(b) মুহাম্মদ শহীদুল্লাহ
(c) মুহম্মদ এনামুল হক
(d) আহমদ শরীফ
Ans. d
213. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা?
(a) দীনেশচন্দ্র সেনগুপ্ত
(b) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(c) মুহম্মদ শহীদুল্লাহ
(d) সুকুমার সেন
Ans. a
214. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?
(a) বাউণ্ডুলের আত্মকাহিনী
(b) মুক্তি
(c) হেবা
(d) বিদ্রোহী
Ans. a
215. 'অপলাপ' শব্দের অর্থ কী?
(a) অস্বীকার
(b) মিথ্যা
(c) প্রলাপ
(d) অসদালাপ
Ans. a
216. ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ- কে রচনা করেন?
(a) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(b) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(c) মুহাম্মদ শহীদুল্লাহ
(d) মুহাম্মদ এনামুল হক
Ans. b
217. পদ বা পদাবলী বলতে কী বুঝায়?
(a) লাচাড়ী ছন্দে রচিত পদ্য বা কবিতাবলি
(b) পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা
(c) বাউল বা মরমী গীতি
(d) বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গুঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি
Ans. b
218. ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!- এই বাক্যের কী-এর অর্থ-
(a) ভয়
(b) রাগ
(c) বিরক্তি
(d) বিপদ
Ans. c
219. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?
(a) ১৩টি
(b) ১০টি
(c) ১২টি
(d) ১১টি
Ans. d
220. 'তৎসম' শব্দের ব্যাবহার কোন্ রীতিতে বেশি হয়?
(a) চলতি রীতি
(b) সাধু রীতি
(c) মিশ্র রীতি
(d) আঞ্চলিক রীতি
Ans. b
221. বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?
(a) অক্ষয় দত্ত
(b) মার্সম্যান
(c) ব্রাসি হেলহেড
(d) রাজা রামমোহন
Ans. d
222. ব্যাক্যের তিনটি গুণ কী কী?
(a) আকাঙ্ক্ষা, আসক্তি ও বিধেয়
(b) আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা
(c) যোগ্যতা , উদ্দেশ্য ও বিধেয়
(d) কোনটিই নয়
Ans. b
223. সমাস ভাষাকে কী করে?
(a) সংক্ষেপ করে
(b) বিস্তৃত করে
(c) অর্থপূর্ণ করে
(d) অর্থের রূপান্তর করে
Ans. a
224. 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' কার রচনা?
(a) মুহম্মদ শহীদুল্লাহ
(b) মুহম্মদ আবদুল হাই
(c) মুনীর চৌধুরী
(d) মোফাজ্জল হায়দার চৌধুরী
Ans. a
225. ণ-ত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য?
(a) দেশি
(b) বিদেশি
(c) তৎসম
(d) তদ্ভব
Ans. c