Subject Bengali
26. ‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
(a) কলাপী
(b) নীরধি
(c) বিটপী
(d) অবনি
Ans. c
27. ‘Subconscious’ শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হল –
(a) অর্ধচেতন
(b) অবচেতন
(c) চেতনাহীন
(d) চেতনাপ্রবাহ
Ans. b
28. কোনটি ইংরেজি শব্দ?
(a) ম্যাজেন্টা
(b) পিস্তল
(c) আলমারি
(d) কমা
Ans. a
29. ‘শূন্যপুরাণ’ রচনা করেছেন –
(a) রামাই পণ্ডিত
(b) শ্রীকর নন্দী
(c) বিজয় গুপ্ত
(d) লোচন দাস
Ans. a
30. কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে?
(a) পরাকাষ্ঠা
(b) অভিব্যক্তি
(c) পরিশ্রান্ত
(d) অনাবৃষ্ঠি
Ans. d
31. ‘পালামৌ’ ভ্রমণ কাহিনীটি কার রচনা?
(a) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(b) সুনীল গংঙ্গোপাধ্যায়
(c) সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়
(d) তারাশঙ্কর বন্দোপাধ্যায়
Ans. c
32. ‘আলোছায়া’ পদটি কোন সমাসের অন্তর্গত?
(a) দ্বন্দ্ব সমাস
(b) অব্যয়ীভাব সমাস
(c) তৎপুরুষ সমাস
(d) কর্মধারয় সমাস
Ans. a
33. কোনটি সাধিত শব্দ নয়?
(a) পানসা
(b) ফুলেল
(c) গোলাপ
(d) হাতল
Ans. c
34. ‘দিবারাত্রির কাব্য’ কার লেখা উপন্যাস?
(a) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
(b) শ্রীকুমার বন্দোপাধ্যায়
(c) ঈশান চন্দ্র
(d) মানিক বন্দ্যোপাধ্যায়
Ans. d
35. কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি?
(a) পদ্মরাগ
(b) পদ্মগোখরা
(c) পদ্মপুরাণ
(d) পদ্মাবতী
Ans. b
36. ‘আনোয়ারা’ গ্রন্থটি কার রচনা?
(a) কাজী এমদাদুল হক
(b) মীর মশারফ হোসেন
(c) মোহাম্মদ নজিবর রহমান
(d) ইসমাইল হোসেন সিরাজী
Ans. c
37. ‘বীরবল’ ছদ্মনামে কে লিখতেন?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) মুনীর চৌধরী
(c) সমরেশ বসু
(d) প্রমথ চৌধুরী
Ans. d
38. কোনটি শুদ্ধ বানান?
(a) আকাংখা
(b) আকাঙ্ক্ষা
(c) আকাঙ্খা
(d) আকাংক্ষা
Ans. b
39. কোনটি ‘বাতাস’ শব্দের সমার্থক নয়?
(a) পাবক
(b) মারুত
(c) পবন
(d) অনিল
Ans. a
40. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
(a) বর্ণ
(b) শব্দ
(c) অক্ষর
(d) ধ্বনি
Ans. d
41. ‘মা ছিল না বলে চুল বেঁধে দেয়নি।’ এটি একটি –
(a) জটিল বাক্য
(b) যৌগিক বাক্য
(c) সরল বাক্য
(d) মিশ্র বাক্য
Ans. c
42. ‘গাছপাথর’ বাগধারাটির অর্থ –
(a) ভূমিকা করা
(b) হিসাব-নিকাশ
(c) অসম্ভব বস্তু
(d) বাড়াবাড়ি করা
Ans. b
43. ‘তুমি অধম, তাই বলে আমি উত্তম হব না কেন?’ এই প্রবাটির রচয়িতা কে?
(a) মীর মশাররফ হোসেন
(b) রোকেয়া সাখাওয়াত হোসেন
(c) বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
Ans. c
44. ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি?
(a) আরেক ফাল্গুন
(b) জীবন ঘষে আগুন
(c) নন্দিত নরকে
(d) পিঙ্গল আকাশ
Ans. a
45. মুক্তিযু্দ্ধ নির্ভর রচনা কোনটি?
(a) এইসব দিন রাত্রি
(b) নূরলদীনের সারা জীবন
(c) একাত্তরের দিনগুলি
(d) সৎ মানুষের খোঁজে
Ans. c
46. বাংলা গদ্যের জনক কে?
(a) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(b) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(c) উইলিয়াম কেরী
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
Ans. a
47. ‘আনন্দমঠ’ উপন্যাসের লেখক কে?
(a) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(b) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
(c) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(d) আনন্দমোহন বাগচী
Ans. a
48. ‘বিদ্রোহী’ কবিতা কাব্যের অন্তর্গত?
(a) দোলন চাঁপা
(b) বিষের বাঁশী
(c) সাম্যবাদী
(d) অগ্নিবাণী
Ans. d
49. তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি?
(a) জসীম উদদীন
(b) ফররুখ আহমেদ
(c) আবুল হাসান
(d) শহীদ কাদরী
Ans. a
50. ‘ছিন্নপত্রে’র অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা?
(a) ইন্দিরা দেবী
(b) কাদম্বরী দেবী
(c) মৃণালিনী দেবী
(d) মৈত্রেয়ী দেবী
Ans. a