Subject Bengali
151. 'নবান্ন' শব্দটি কোন্ প্রক্রিয়ায় গঠিত?
(a) সমাস
(b) সন্ধি
(c) প্রত্যয়
(d) উপসর্গ
Ans. ab
152. কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ পায়?
(a) পাকা বাড়ি
(b) পাকা রং
(c) পাকা কাজ
(d) পাকা আম
Ans. d
153. প্র, পরা, অপ -
(a) বাংলা উপসর্গ
(b) সংস্কৃত উপসর্গ
(c) বিদেশি উপসর্গ
(d) উপসর্গ স্থানীয় অব্যয়
Ans. b
154. 'সাজাহান' নাটকের প্রথম রচয়িতা কে?
(a) তুলসী লাহিড়ী
(b) ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ
(c) দ্বিজেন্দ্রলাল রায়
(d) বলাইচাঁদ মুখোপাধ্যায়
Ans. c
155. বাংলা একাডেমী কোন সালে প্রতিষ্ঠিত হয়?
(a) ১৯৫৪
(b) ১৯৫৫
(c) ১৯৫৬
(d) ১৯৫৭
Ans. b
156. কোনটি দীনবন্ধু মিত্রের রচনা?
(a) কমলে কামিনী
(b) চক্ষুদান
(c) বিধবা বিবাহ
(d) ভদ্রার্জুন
Ans. a
157. Ballad কী
(a) লোকগীতি
(b) লোকগাথা
(c) গীতিকা
(d) গাঁথা
Ans. c
158. ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কী?
(a) সাত সাগর এর মাঝি
(b) পাখির বাসা
(c) হাতেমতাই
(d) নৌফেল ও হাতেম
Ans. a
159. প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে?
(a) আলাওল
(b) সৈয়দ সুলতান
(c) মুহাম্মদ খান
(d) শাহ্ মুহাম্মাদ সগীর
Ans. d
160. 'চাচা কাহিনীর' লেখক কে?
(a) সৈয়দ সামসুল হক
(b) শওকত ওসমান
(c) সৈয়দ মুজতবা আলী
(d) ফররুখ আহমদ
Ans. c
161. 'শাহনামা' মৌলিক গ্রন্থটি কার?
(a) মালিক জায়সী
(b) ফেরদৌসী
(c) সৈয়দ হামজা
(d) কাজী দৌলত উজির বাহরাম খাঁ
Ans. b
162. ড. মুহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম -
(a) বঙ্গভাষা ও সাহিত্য
(b) বাংলা সাহিত্যের কথা
(c) বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
(d) বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
Ans. b
163. 'রূপ লাগি আখিঁ ঝুরে গুনে মন ভোর' কার রচনা?
(a) চণ্ডীদাস
(b) জ্ঞানদাস
(c) বিদ্যাপতি
(d) লোচনদাস
Ans. b
164. 'চৌ হদ্দি' শব্দটি কোন্ কোন্ ভাষার শব্দ মিলে হয়েছে?
(a) বাংলা + ফারসি
(b) সংস্কৃত + ফারসি
(c) ফারসি + আরবি
(d) সংস্কৃত + আরবি
Ans. c
165. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন?
(a) সুকুমার সেন
(b) দীনেশচন্দ্র সেন
(c) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
(d) অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
Ans. b
166. মুসলমান নারী জাগরণের কবি ̶—
(a) ফজিলাতুন্নেছা
(b) ফয়জুন্নেছা
(c) বেগম রোকেয়া
(d) সামসুন্নাহার
Ans. c
167. 'শ্রীকৃষ্ণকীর্তনের’ রচয়িতা কে?
(a) জ্ঞানদাস
(b) দীনচণ্ডিদাস
(c) বডু চণ্ডিদাস
(d) দীনহীন চণ্ডিদাস
Ans. c
168. বাংলা কথ্যভাষার আদি গ্রন্থ কোনটি?
(a) প্রভু যিশুর বানী
(b) কৃপার শাস্ত্রের অর্থভেদ
(c) ফুলমনি ও করুণার বিবরণ
(d) মিশনারি জীবন
Ans. c
169. কবি আলাওলের জন্মস্থান কোথায়?
(a) ফরিদপুরের সুরেশ্বর
(b) চট্টগ্রামের জোবরা
(c) বার্মার আরাকান
(d) ফতেহাবাদ পরগনা
Ans. b
170. 'অনল-প্রবাহ' রচনা করেন-
(a) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি
(b) মোজাম্মেল হক
(c) এয়াকুব আলী চৌধুরী
(d) মুনিরুজ্জামান ইসলামাবাদি
Ans. a
171. 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি?
(a) ধূমকেতু
(b) বিদ্রোহী
(c) প্রলয়োল্লাস
(d) অগ্রপথিক
Ans. c
172. বাংলা সাহিত্যে কথ্যরীতি প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?
(a) কল্লোল
(b) সবুজপত্র
(c) বঙ্গদর্শন
(d) কালিকলম
Ans. b
173. 'জনৈক' শব্দটির সন্ধি-বিচ্ছেদ -
(a) জন+ইক
(b) জন+এক
(c) জনৈ+এক
(d) জন+ঈক
Ans. b
174. 'একাত্তরের চিঠি' কোন জাতীয় রচনা?
(a) মুক্তিযুদ্ধের বিবরন
(b) মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
(c) মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন
(d) ভিন্নধর্মী ডায়েরী
Ans. c
175. বাংলা একাডেমী কোন্ বছর প্রতিষ্ঠিত হয়?
(a) ১৯৫৫ খ্রি.
(b) ১৩৫৫ বঙ্গাব্দ
(c) ১৯৫২খ্রি.
(d) ১৩৫২ বঙ্গাব্দ
Ans. a