Subject Bengali
601. নির্ভুল বানান নয় –
(a) নিবাত
(b) পরিপক্ক
(c) পল্লল
(d) বন্দন
(e) কোনটিই নয়
Ans. a
602. ‘বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে’। - বাক্যটির শুদ্ধরূপ কোনটি?
(a) বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে
(b) বৃক্ষটি সমূল উৎপাটিত হয়েছে
(c) বৃক্ষটি মূলসহ উৎপাটিত হয়েছে
(d) খ ও গ উভয়ই
(e) কোনটিই নয়
Ans. d
603. ‘এমন অসহনীয় ব্যথা আমি আর কখনও অনুভব করি নাই’।বাক্যটির শুদ্ধরূপ কোনটি?
(a) এমন অসহ্য ব্যথা আমি কখনও অনুভব করি নাই
(b) এমন অসহ্যনীয় ব্যথা আমি আর কখনও অনুভব করি নাই
(c) এমন অসহ্যনীয় ব্যথা আমি আর কখনও অনুভব করি নাই
(d) ক ও খ উভয়ই
(e) কোনটিই নয়
Ans. a
604. স্বরসঙ্গতির উদাহরণ কোনটি?
(a) হইবে > হবে
(b) রাত্রি > রাইত
(c) দেশী > দিশী
(d) জালিয়া > জাইল্যা > জেলে
(e) কোনটিই নয়
Ans. c
605. বিভক্তিহীন নাম শব্দকে কি বলে?
(a) বিশেষ্য
(b) সমাস
(c) অব্যয়
(d) প্রাতিপদিক
(e) কোনটিই নয়
Ans. d
606. নিচের কোনটি পর্তুগিজ শব্দ?
(a) গুদাম
(b) কুপন
(c) চাহিদা
(d) চাকর
(e) কোনটিই নয়
Ans. a
607. এককথায় প্রকাশ কর – ‘অন্য ভাষায় রূপান্তরিত’ -
(a) গুদাম
(b) অনূদিত
(c) অনুচিকীর্ষা
(d) অননুমেয়
(e) কোনটিই নয়
Ans. b
608. এককথায় প্রকাশ কর – ‘অনেকের মধ্যে এক’ -
(a) অবিসংবাদিত
(b) অবীরা
(c) অনিন্দ্য
(d) অন্যতম
(e) কোনটিই নয়
Ans. d
609. সঠিক অর্থ কোনটি? – ‘ক-অক্ষর গোমাংস’ -
(a) জ্ঞানী ব্যক্তি
(b) নিরর্থক কথা
(c) অশিক্ষিত ব্যক্তি
(d) অনাবশ্যক বাগাড়ম্বর
(e) কোনটিই নয়
Ans. c
610. সঠিক অর্থ কোনটি? – ‘শাকেঁর করাত’ -
(a) ভয়ংকর বস্তু
(b) দুদিকেই বিপদ
(c) আসন্ন বিপদ
(d) অনাবশ্যক বাগাড়ম্বর
(e) কোনটিই নয়
Ans. b
611. সূর্য এর প্রতিশব্দ নয় -
(a) দিবাকর
(b) বিভাবসু
(c) হিমকর
(d) দিনকর
(e) কোনটিই নয়
Ans. c
612. ‘ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা’ – পংক্তিটির লেখক কে?
(a) দীনবন্ধু মিত্র
(b) রবীন্দ্রনাথ ঠাকুর
(c) দ্বিজেন্দ্রলাল
(d) কাজী নজরুল ইসলাম
(e) কোনটিই নয়
Ans. b
613. দ্বিজেন্দ্রলাল রায় প্রধানত -
(a) নাট্যকার
(b) কবি
(c) গীতিকার
(d) ঔপন্যাসিক
(e) কোনটিই নয়
Ans.
614. কোন ৪টি উপসর্গ বাংলা ও তৎসম উভয় ক্ষেত্রে দেখা যায়?
(a) সু, বি, নি, অ
(b) স, সা, বি, নি
(c) সু, বি, নি, আ
(d) সু, বি, নি, হা
(e) কোনটিই নয়
Ans. c
615. রহিম বিজ্ঞানে ভালো – এ বাক্যে ‘বিজ্ঞান’ কোন কারক?
(a) অপাদান
(b) করণ
(c) সম্প্রদান
(d) অধিকরণ
(e) কোনটিই নয়
Ans. d
616. কোন সময়কে বাংলা সাহিত্যে অন্ধকার বলে?
(a) তুর্কি যুগ
(b) সুলতানি যুগ
(c) মোঘল যুগ
(d) দাস যুগ
(e) কোনটিই নয়
Ans. a
617. ‘বাংলার মাটি, বাংলার জল’ সনেটটি কার রচনা?
(a) কাজী নজরুল ইসলাম
(b) রবীন্দ্রনাথ ঠাকুর
(c) অতুল প্রসাদ সেন
(d) দ্বিজেন্দ্রলাল রায়
(e) কোনটিই নয়
Ans. b
618. ‘কালকূট’ কার ছদ্মনাম?
(a) সমরেশ বসু
(b) রবীন্দ্রনাথ ঠাকুর
(c) জসীমউদ্দীন
(d) ওমর খৈয়াম
(e) কোনটিই নয়
Ans. a
619. বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?
(a) ৪টি
(b) ৫টি
(c) ৬টি
(d) ৭টি
(e) কোনটিই নয়
Ans. c
620. ‘সৎ’ এর প্রকৃতি কি?
(a) √স + ঈ
(b) √স + ই
(c) √সৎ + অ
(d) √অস্ + অৎ(তৃ)
(e) কোনটিই নয়
Ans. d
621. ‘করব’ কবিতার রচয়িতা কে?
(a) মুনীর চৌধুরী
(b) এনামুল হক
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) জসীমউদ্দীন
(e) কোনটিই নয়
Ans. d
622. শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন?
(a) ক্রীতদাসের হাসি
(b) বনী আদম
(c) জননী
(d) চৌরসন্ধি
(e) কোনটিই নয়
Ans. a
623. মহাকবি আলাওল কোন যুগের কবি?
(a) প্রাচীন
(b) মধ্যযুগ
(c) সর্বাধুনিক যুগ
(d) আধুনিক যুগ
(e) কোনটিই নয়
Ans. b
624. এক কথায় কথায় বচনকে কি বলে?
(a) বর্ণের ধারণা
(b) শব্দের ধারণা
(c) সংখ্যার ধারণা
(d) বাক্যের ধারণা
(e) কোনটিই নয়
Ans. c
625. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেটি নাটক -
(a) জমিদার দর্পন
(b) শর্মিষ্ঠা
(c) কৃষ্ণকুমারী
(d) বসন্তকুমারী
(e) কোনটিই নয়
Ans. c