Subject Bengali
526. বাংলা সাহিত্যের "দুঃখবাদী কবি" কে?
(a) গোবিন্দচন্দ্র দাস
(b) যতীন্দ্রনাথ সেন গুপ্ত
(c) সুকান্ত ভট্টাচার্য
(d) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
(e) কোনটিই নয়
Ans. b
527. মধ্য স্বরাগমের সমার্থক কোনটি?
(a) স্বরসঙ্গতি
(b) অভিশ্রুতি
(c) সম্প্রকর্ষ
(d) বিপ্রকর্ষ
(e) কোনটিই নয়
Ans. d
528. "চাষী ওরা, নরকো চাষা নয়কো ছোটলোক" - বলেছেন -
(a) সুকান্ত ভট্টাচার্য
(b) কাজী নজরুল ইসলাম
(c) গোলাম মোস্তাফা
(d) জসীম উদ্দীন
(e) কোনটিই নয়
Ans. b
529. "পরানের গহীন ভিতর" কাব্যগ্রন্থের রচয়িতা কে?
(a) শামসুর রাহমান
(b) আল মাহমুদ
(c) সৈয়দ শামসুল হক
(d) নির্মলেন্দু গুণ
(e) কোনটিই নয়
Ans.
530. 'একুশে ফেব্রুয়ারি' সংকলন গ্রন্থটি প্রথম সম্পাদনা করেন কে?
(a) হাসান আজিজুল হক
(b) আহসান হাবীব
(c) আবুল হোসেন
(d) মোহাম্মদ সুলতান
(e) কোনটিই নয়
Ans. a
531. স্বভাবতই মূর্ধন্য ষ হয় - এমন উদাহরণ কোনটি?
(a) কৃষক
(b) বর্ষা
(c) ঔষধ
(d) কাষ্ট
(e) কোনটিই নয়
Ans. c
532. 'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে' - গ্রন্থটির লেখক কে?
(a) নির্মলেন্দু গুণ
(b) সৈয়দ শামসুল হক
(c) শামসুর রাহমান
(d) সুফিয়া কামাল
(e) কোনটিই নয়
Ans. c
533. 'সেতার' -এর সে কোন অর্থ দ্যেতনা করে?
(a) তার
(b) অনেক
(c) প্রত্যেক
(d) সকল
(e) কোনটিই নয়
Ans.
534. সাধু ভাষা থেকে চলিত ভাষায় লিখতে কোন পদযুগের পরিবর্তন ঘটে?
(a) সর্বনাম ও ক্রিয়া
(b) বিশেষ্য ও বিশেষণ
(c) বিশেষণ ও ক্রিয়া
(d) বিশেষ্য ও সর্বনাম
(e) কোনটিই নয়
Ans. a
535. কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
(a) কলে ছাঁটা
(b) মাথায় ছাতা
(c) হাতে কলমে
(d) গায়ে হলুদ
(e) কোনটিই নয়
Ans. a
536. খাঁটি বাংলা শব্দে নিচের কোনটি যুক্ত হয় না?
(a) স
(b) ষ
(c) ণ
(d) ন
(e) কোনটিই নয়
Ans. c
537. 'ভানুসিংহ'- কার ছদ্মনাম?
(a) রবীন্দ্রনাথ ঠাকুরের
(b) সত্যেন্দ্রনাথ দত্তের
(c) প্রমথ চৌধুরীর
(d) টেকচাঁদ ঠাকুরের
Ans. a
538. সনেটের ক'টি অংশ?
(a) একটি
(b) দুটি
(c) তিনটি
(d) চারটি
Ans. b
539. 'শাশ্বত বঙ্গ'- গ্রন্থটির রচয়িতা কে?
(a) আবুল হোসেন
(b) কাজী মোতাহার হোসেন
(c) কাজী আবদুল ওদুদ
(d) কাজী আনোয়ারুল কাদির
Ans. c
540. 'কাশবনের কন্যা'- গ্রন্থটির লেখক কে?
(a) আবুল কালাম শামসুদ্দিন
(b) শামসুদ্দিন আবুল কালাম
(c) আবুল ফজল
(d) জসীমউদদীন
Ans. b
541. 'সঞ্চিতা'- কোন কবির কাব্য সংকলন?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) সত্যেন্দ্রনাথ দত্ত
(c) কাজী নজরুল ইসলাম
(d) জীবনানন্দ দাস
Ans. c
542. ঢাকার 'মুসলিম সাহিত্য সমাজ' -এর প্রতিষ্ঠা কোন খ্রিস্টাব্দে?
(a) ১৯২৬
(b) ১৯১১
(c) ১৮৬৪
(d) ১৯০৫
Ans. a
543. কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে?
(a) রোমান্টিসিজম
(b) আধুনিকতাবাদ
(c) উত্তরাধুনিকতাবাদ
(d) বাস্তববাদ
Ans. c
544. 'বীরবলের হালখাতা'- গ্রন্থটি কোন ধরনের রচনা?
(a) কাব্য
(b) নাটক
(c) উপন্যাস
(d) প্রবন্ধ
Ans. d
545. ফণিমনসা কাব্যের রচয়িতা কে?
(a) কাজী নজরুল ইসলাম
(b) আহসান হাবীব
(c) সিকানদার আবু জাফর
(d) হাসান হাফিজুর রহমান
Ans. a
546. সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কী?
(a) সওগাত
(b) সমকাল
(c) উত্তরণ
(d) শিখা
Ans. b
547. 'সাম্য'- গ্রন্থের রচয়িতা কে?
(a) কাজী নজরুল ইসলাম
(b) মোহাম্মদ বরকতউল্লাহ
(c) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(d) মোহাম্মদ লুৎফর রহমান
Ans. c
548. কোন গ্রন্থটি এয়াকুব আলী চৌধুরী প্রণীত?
(a) মোস্তফা চরিত
(b) নয়া জাতি স্রষ্টা হযরত মোহাম্মদ
(c) বিশ্বনবী
(d) মানব-মুকুট
Ans. d
549. বাংলা সাহিত্যে প্রথম আধুনিক কবি কে?
(a) মাইকেল মধুসূদন দত্ত
(b) হেমচন্দ্র
(c) নবীনচন্দ্র
(d) ঈশ্বরগুপ্ত
Ans. a
550. 'ছোট প্রাণ ছোট ব্যাথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল' - ছোটগল্প সম্পর্কে এ বক্তব্য কার?
(a) প্রথম চৌধুরী
(b) প্রমথনাথ বিশী
(c) প্রেমেন্দ্র মিত্র
(d) বরীন্দ্রনাথ ঠাকুর
Ans. d