Subject Bengali
626. ‘উপকারীর অপকার করে যে’ – এককথায় কি হবে?
(a) কৃতঘ্ন
(b) কৃতজ্ঞ
(c) অকৃতজ্ঞ
(d) অকৃতঘ্ন
(e) কোনটিই নয়
Ans. a
627. ‘নদী’ শব্দের সমার্থক শব্দ নয় -
(a) তটিনী
(b) ভামিনী
(c) প্রবাহিনী
(d) শৈবলিনী
(e) কোনটিই নয়
Ans. b
628. ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ রচিত -
(a) নাটক
(b) গল্প
(c) উপন্যাস
(d) প্রবন্ধ
(e) কোনটিই নয়
Ans. c
629. ‘তিনটি বছর’ এখানে তিনটি কোন পদ?
(a) ক্রিয়া
(b) বিশেষ্য
(c) অব্যয়
(d) বিশেষণ
(e) কোনটিই নয়
Ans. d
630. ‘মা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
(a) ল্যাটিন
(b) আরবি
(c) হিন্দি
(d) তদ্ভব
(e) কোনটিই নয়
Ans. c
631. a. বিশেষ্য ও বিশেষণ
(a) বাক + দান = বাগদান
(b) সর্বনাম ও ক্রিয়া
(c) বিশেষ্য ও ক্রিয়া
(d) ক্রিয়া ও বিশেষণ
(e) কোনটিই নয়
Ans. b
632. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ কোনটি?
(a) বনফুল
(b) বলাকা
(c) গীতাঞ্জলী
(d) পূরবী
(e) কোনটিই নয়
Ans. a
633. ‘জয়গুন’ কোন উপন্যাসের চরিত্র?
(a) জননী
(b) সারেং বৌ
(c) গৃহদাহ
(d) সূর্যদীগল বাড়ি
(e) কোনটিই নয়
Ans. d
634. কোন দুট অঘোষ ধ্বনি?
(a) গ ঘ
(b) দ ধ
(c) প ফ
(d) জ ঝ
(e) কোনটিই নয়
Ans. c
635. ‘শ্রীঘর’ বাগধারাটির অর্থ কি?
(a) আরাম প্রিয় ঘর
(b) সুন্দর বসার স্থান
(c) সাজানো গোছানো ঘর
(d) জেলখানা
(e) কোনটিই নয়
Ans. d
636. কবি জসীমউদ্দীনের জীবনকাল কোনটি?
(a) ১৯০৩-১৯৭৬ ইং
(b) ১৮৮৯-১৯৬৬ ইং
(c) ১৮৯৯-১৯৭৯ ইং
(d) ১৯১০-১৯৮৭ ইং
Ans. a
637. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে-
(a) ভবিষ্যত বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
(b) বাধা-বিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষ্ট করে
(c) প্রকৃতি বিপুল ঐশ্বর্যের অধিকারী
(d) ভাঙ্গার পরেই গড়ার কাজ শুরু হয়
Ans. a
638. জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত-
(a) সমাজ
(b) পানি
(c) মিছিল
(d) নদী
Ans. d
639. বাংলা ভাষার আদি স্তরের স্হিতিকাল কোনটি?
(a) দশম থেকে চতুর্দশ শতাব্দী
(b) একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
(c) দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
(d) ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী
Ans. a
640. যৌগিক বাক্যের অন্যতম গুণ কি?
(a) একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
(b) একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন
(c) দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
(d) দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন
Ans. c
641. কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়?
(a) আনোয়ার পাশা
(b) ইস্তাম্বুল যাত্রীর পত্র
(c) কুচবরণ কণ্যা
(d) সোনার শিকল
Ans. c
642. কোন প্রবচনটি ‘হতভাগ্য’ অর্থে ব্যবহৃত?
(a) আট কপালে
(b) উড়নচন্ডী
(c) ছা-পোষা
(d) ভূশন্ডির কাক
Ans. a
643. ‘রাবণের চিতা’ বাগধারাটির অর্থ কী?
(a) অনিষ্ট ইষ্ট লাভ
(b) চির অশান্তি
(c) অরাজক দেশ
(d) সামান্য কিছু নিয়ে ঝগড়া
Ans. b
644. কার সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয়?
(a) প্রমথ নাথ চৌধুরী
(b) ঈশ্বরচন্দ্র গুপ্ত
(c) প্যারীচাঁদ মিত্র
(d) দীনবন্ধু মিত্র
Ans. b
645. বউ কথা কও, বউ কথা কও
কও কথা অভিমানিনী
সেধে সেধে কেঁদে কেঁদে
যাবে কত যামিনী"
এই কবিতাংশটুকুর কবি কে?
(a) বেনজির আহমেদ
(b) কাজী নজরুল ইসলাম
(c) জীবনানন্দ দাস
(d) শামসুর রাহমান
Ans. b
646. বাংলাসাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্হ কোনটি?
(a) জগৎ মোহিনী
(b) বসন্ত কুমারি
(c) আয়না
(d) মোহিনী প্রেমপাস
Ans. b
647. কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন?
(a) প্রথম নাথ বিশী
(b) প্রমথ চৌধুরী
(c) প্রেমেন্দ্র মিত্র
(d) প্রথম নাথ বসু
Ans. b
648. মৌলিক শব্দ কোনটি?
(a) গোলাপ
(b) শীতল
(c) নেয়ে
(d) গৌরব
Ans. a
649. যার কোন মূল্য নেই, তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটা হয়?
(a) ডাকাবুকা
(b) তুলসী বনের বাঘ
(c) তামার বিষ
(d) ঢাকের বাঁয়া
Ans. d
650. ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?
(a) আলাওল
(b) ফকির গরীবুল্লাহ
(c) সৈয়দ হামজা
(d) রেজাউদ্দৌলা
Ans. b