Subject Basic Islamic
Choose the correct answer.
26. Which of the following is not the element of ‘Akhlak’?
(a) To maintain honesty and good behavior
(b) To maintain chastity
(c) To help the destitute
(d) To recite the Holy Quran
Ans. d
27. Which of the following is not Farz in the performance of Hajj?
(a) To put on the dress of Ihram
(b) Tawafe Ziarat
(c) To stay in Arafat
(d) To stay In Meena
Ans. d
28. বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন?
(a) সৈয়দ আমীর আলী
(b) নওয়াব আব্দুল লতিফ
(c) নওয়াব স্যার সলিমুল্লাহ
(d) স্যার সৈয়দ আহমদ খান
Ans. b
29. বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন?
(a) আলী মর্দান খলজী
(b) তুঘরিল খান
(c) সামছুদ্দিন ফিরোজ
(d) ইখতিয়ার উদ্দীন মোহাম্মদ বখতিয়ার খলজী
Ans. d
30. ইসলামী উন্নয়ন ব্যাংকের সদরদপ্তর কোথায় অবস্থিত?
(a) রিয়াদ
(b) কায়রো
(c) কুয়েত
(d) জেদ্দা
Ans. d
31. যে হাদীস বর্ননা পরম্পরা (সাঃ) পর্যন্ত পৌঁছেছে তা -
(a) মাকতু হাদীস
(b) মারফু হাদীস
(c) কাওলী হাদীস
(d) সহীহ হাদীস
Ans. b
32. হাদীসের সূত্রকে কি বলে?
(a) মতন
(b) সনদ
(c) মারফু
(d) হাসান
Ans. b
33. মুত্তাফাকুন আলাইহি কি?
(a) যে হাদীসে শুধুমাত্র বুখারীতে স্থান পেয়েছে
(b) যে হাদীসে বুখারী ও মুসলিমে স্থান পেয়েছে
(c) যে হাদীসে ও মুসলিমে স্থান পেয়েছে
(d) যে হাদীসে বুখারী ও তিরমিযিতে স্থান পেয়েছে
Ans. b
34. সর্বাধিক (সাঃ) হাদীস বর্ণনাকারী -
(a) আয়েশা (রাঃ)
(b) আব্বাস
(c) আবু হুরাযরা (রাঃ)
(d) আলী (রাঃ)
Ans. c
35. মহানবী (সাঃ) এর সমস্ত অনুমোদনকে বলা হয় -
(a) তাকবীর হাদীস
(b) ফেলী হাদীস
(c) মারফু হাদীস
(d) মাকতু হাদীস
Ans. a
36. প্রথম সংকলিত হাদীস কোনটি?
(a) মুয়াত্তা
(b) বুখারী
(c) তিরমিযি
(d) মুসলিম
Ans. a
37. মদীনায় হিযরতের সময় আবু বকর (রাঃ) সহ রাসুল (রাঃ) কোন গুহায় অবস্থান করেন?
(a) হেরা
(b) তুর
(c) সিনাই
(d) কাহাফ
Ans.
38. রাসূল (সাঃ) কতবার হজ্জ্ব করেছেন?
(a) ১
(b) ২
(c) ৩
(d) ৪
Ans. a
39. মুসলিম জাতির পিতা -
(a) আদম (আঃ)
(b) ইব্রাহিম (আঃ)
(c) মুহাম্মদ (আঃ)
(d) ইসমাইল (আঃ)
Ans. b
40. পবিত্র কুরআনে হরকত সংযোজন করেন কে?
(a) মুয়াবিয়া (রাঃ)
(b) ওমর (রাঃ)
(c) উসমান (রাঃ)
(d) হাজ্জাজ বিন ইউসূফ
Ans. d
41. খন্দক খননের পরমর্শ কে দিয়েছিলেন?
(a) আবুজর গিফারী (রাঃ)
(b) সালমান ফার্সী (রাঃ)
(c) আবু বকর ফার্সী (রাঃ)
(d) উমর (রাঃ)
Ans. b
42. হযরত (আঃ) কে কোন জাতির নিকট প্রেরন করা হয়েছিল?
(a) কাহাফ
(b) মাদাইন
(c) মাসুদ
(d) আদ
Ans. c
43. মেরাজ সংঘটিত হয়?
(a) নবুওয়তের ৮ম
(b) নবুওয়তের ৯ম
(c) নবুওয়তের ১১ তম
(d) নবুওয়তের ৬ষ্ঠ
Ans. c
44. কোন যুদ্ধে মহানবীর (সাঃ) দানদান মোবারক শহীদ হয়?
(a) বদর
(b) তাবুক
(c) খন্দক
(d) ওহুদ
Ans. d
45. মদীনা সনদে সর্বমোট কতটি ধারা ছিল?
(a) ৪৫
(b) ৪৭
(c) ৪৯
(d) ৫১
Ans. a
46. মুসা (আঃ) এর উপাধি কি?
(a) হাবিবুল্লাহ
(b) ছফি উলাহ
(c) কালীমুলাহ
(d) রফিকুলাহ
Ans. c
47. মুসা (আঃ) এর উপর কোন কিতাব নাযিল হয়?
(a) যাবুর
(b) তাওরাত
(c) ইঞ্জিল
(d) কুরআন
Ans. b
48. হামযা (রাঃ) কার হাতে শহীদ হন?
(a) হিন্দা
(b) ওয়াহশী
(c) আবু আমের
(d) আবু জেহেল
Ans. b
49. সাইফুলাহ্ কার উপাধি?
(a) আলী (রাঃ)
(b) উমার (রাঃ)
(c) খালিদ বিন ওয়ালিদ (রাঃ)
(d) আব্বাস (রাঃ)
Ans. c
50. পবিত্র কুরআনে তেলাওয়াতের সিজদার সংখ্যা কতটি?
(a) ১৩
(b) ১৪
(c) ১৫
(d) ১৬
Ans. b