Subject Basic Islamic
51. কাতেবে ওহী ছিলেন -
(a) বেলাল (রাঃ)
(b) আয়েশা (রাঃ)
(c) আনাস (রাঃ)
(d) যায়েদ ইবনে সাবিত (রাঃ)
Ans. d
52. আল কুরআনে প্রথম সূরা কোনটি?
(a) সুরা বাকারা
(b) সুরা ফাতেহা
(c) সুরা ইখলাস
(d) সুরা ইমরান
Ans. b
53. আল-কুরআন অর্থ কি?
(a) সৎপথ প্রদর্শক
(b) সত্য পথ গ্রহনকারী
(c) অধিক পঠিত
(d) শান্তির বানী
Ans. c
54. ইসলামের ইতিহাসে সর্বপ্রথম সমজিদ কোথায় নির্মিত হয়?
(a) মদীনায়
(b) কুবায়
(c) সবরায়
(d) সিরিয়ায়
Ans. b
55. জামিউল কুরআনে কাকে বলা হয়?
(a) আলী (রাঃ)
(b) ওমর (রাঃ)
(c) ওসমান (রাঃ)
(d) আবু বকর (রাঃ)
Ans. c
56. সর্বশেষ অবতীর্ণ পুনাঙ্গ সুরা কোনটি?
(a) সুরা নসর
(b) সুরা রহমান
(c) সুরা ফাতেহা
(d) সুরা বাকারা
Ans. a
57. কোন আয়াত দ্বারা সুদ হারাম করা হয়েছে?
(a) বাকারা : ২৭১
(b) বাকারা : ২৭৫
(c) বাকারা : ২৭৬
(d) বাকারা : ১৭৮
Ans. b
58. হাদীসের বর্ণনা পরম্পরাকে কি বলে?
(a) রাবী
(b) তাবেঈ
(c) সনদ
(d) মতন
Ans. c
59. যাবুর অবতীর্ণ হয় কোন নবীর উপর?
(a) মুসা (আঃ)
(b) দাউদ (আঃ)
(c) ঈসা (আঃ)
(d) সুলাইমান (আঃ)
Ans. b
60. কোন নবীর পিতা, দাদা এবং দাদার পিতা নবী ছিলেন?
(a) মুসা (আঃ)
(b) ইউসূফ (আঃ)
(c) হারুন (আঃ)
(d) ইয়াহইয়া (আঃ)
Ans. b
61. আখিরাতের প্রথম স্তর
(a) কিয়ামত
(b) শিংগায় ফুক দেয়া
(c) বারযাখ
(d) সূর্য পশ্চিম দিকে উদিত হওয়া
Ans. c
62. আবিসিনিয়ায় ১ম দলে কতজন সাহাবী হিজরত করেন?
(a) ১৫
(b) ১০
(c) ১২
(d) ১৩
Ans. a
63. ইসলামে শরীয়তের উৎস কতটি?
(a) ৩
(b) ৪
(c) ৫
(d) ৬
Ans. b
64. আদল শব্দের অর্থ কি?
(a) তুলনা করা
(b) বিচার করা
(c) ন্যায় বিচার করা
(d) পার্থক্য করা
Ans. c
65. যার মধ্যে আমানতদারী নেই তার ___ নেই।
(a) তাকওয়া
(b) ঈমান
(c) ইলম
(d) ইহসান
Ans. b
66. তায়াম্মুমের ফরজ হলো
(a) হাত, পা ও মুখমন্ডল মুসেহ করা
(b) নিয়ত করা, হাত ও মুখমন্ডল মুসেহ করা
(c) নিয়ত করা, হাত ও পা মুসেহ করা
(d) হাত, পা ও মাথা মুসেহ করা
Ans. b
67. আল্লাহর বাণী সম্বলিত ছোট আসমানী কিতাবকে কি বলে?
(a) সহীফা
(b) কিতাব
(c) সগীরা
(d) কবীরা
Ans. a
68. মুসলমানদের প্রথম কিবলা?
(a) কাবা
(b) বায়তুল মুকাদ্দাস
(c) বায়তুল আকসা
(d) জেরুজালেম
Ans. b
69. যাকাত বন্টনের খাত কয়টি?
(a) ৭
(b) ৮
(c) ৪
(d) ৫
Ans. b
70. ফসলের যাকাতকে কি বলে?
(a) সাদাকা
(b) জিজিয়া
(c) উশর
(d) খারাজ
Ans. c
71. নামাজের আরাকান কয়টি?
(a) ৭
(b) ৮
(c) ৬
(d) ৫
Ans. a
72. জানাযার নামাজের বিধান কি?
(a) ফরজে আইন
(b) ওয়াজিব
(c) ফরজে কিফায়া
(d) সুন্নাতে কিফায়া
Ans. c
73. নাজাজের নিষিদ্ধ কয়টি?
(a) ২
(b) ৩
(c) ৪
(d) ১
Ans. b
74. কিবলা পরিবর্তন হয় কোন হিজরী সনে?
(a) ২য়
(b) ১ম
(c) ৩য়
(d) ৪র্থ
Ans. a
75. সাদাকায়ে ফিতরের বিধান কি?
(a) সুন্নাত
(b) ফরজ
(c) নফল
(d) ওয়াজিব
Ans. d