Subject Basic Islamic
101. জানাজার নামাযের বিধান কী?
(a) ফরযে আইন
(b) ওয়াজিব
(c) ফরযে কিফায়া
(d) সুন্নাত
Ans. c
102. মীকাত কী?
(a) তাওয়াফ করার স্থল
(b) পাথর নিক্ষেপের স্থান
(c) ইহরাম বাধার স্থান
(d) যিরারত করার স্থান
Ans. c
103. যাকাত আদায়াকারী প্রকৃতপক্ষে তার মাল ___ করে।
(a) ক্ষয়
(b) অপচয়
(c) নষ্ট
(d) বৃদ্ধি
Ans. d
104. ফসলের যাকাতকে কী বলে?
(a) সাদাকা
(b) জিজিয়া
(c) উশর
(d) খারাজ
Ans. c
105. কসরের নামাজ কার পক্ষ থেকে কী?
(a) রাসূল (সঃ), লফল
(b) রাসূল (সঃ), সুন্নাত
(c) আল্লাহ, নফল
(d) আল্লাহ, ওয়াজিব
Ans. d
106. দোয়ায়ে কুনুত কোন নামাজে পড়তে হয়?
(a) এশার ফরয
(b) মাগরিবের ফরয
(c) ফযরের ফরয
(d) বেতেরের নামাজ
Ans. d
107. কোনটি যাকাত যোগ্য সম্পদ নয়?
(a) স্বর্ণ
(b) নগদ টাকা
(c) ব্যবসার পণ্য
(d) কারখানার যন্ত্রপাতি
Ans. d
108. নামাজের নিষিদ্ধ সময় কতটি?
(a) ২
(b) ৩
(c) ৪
(d) ৫
Ans. b
109. আযান কত হিজরী সনে প্রবর্তণ করা হয়?
(a) ১ম
(b) ২য়
(c) ৩য়
(d) ৪র্থ
Ans. a
110. কিবলা পরিবর্তন হয় কত হিজরী সনে?
(a) ১ম
(b) ২য়
(c) ৩য়
(d) ৪র্থ
Ans. b
111. সাদাকায়ে ফিতরের বিধান কী?
(a) সুন্নাত
(b) নফল
(c) মুস্তাহাব
(d) ওয়াজিব
Ans. d
112. জীবনে কতবার হজ্জ্ব করা ফরয?
(a) একবার
(b) দুইবার
(c) প্রতি বছর
(d) তিনবার
Ans. a
113. হজ্জ্ব কোন ধরনের ইবাদাত?
(a) আর্থিক
(b) শারিরীক
(c) আর্থিক ও শারিরীক
(d) মানসিক
Ans. c
114. হজ্জ্বের ফরয কতটি?
(a) ২
(b) ৩
(c) ৪
(d) ৫
Ans. b
115. বাংলাদেশ থেকে আগত হাজীদের মীকাত -
(a) ইয়ালামলাম
(b) যাতে ইরাক
(c) যুল হুযায়ফা
(d) যুহফা
Ans. a
116. পবিত্র কোরআনে কতবার যাকাতের কথা বলা আছে?
(a) ২৮
(b) ৩০
(c) ৩২
(d) ৪০
Ans. c
117. যাকাত হিসেবে স্বর্ণের হিসাব কত?
(a) সাড়ে সাত তোলা
(b) সাড়ে বায়ান্ন তোলা
(c) পাঁচ তোলা
(d) দশ তোলা
Ans. a
118. পবিত্র কোরআনে তেলাওয়াতে সিজদার সংখ্যা কতটি?
(a) ১৩
(b) ১৪
(c) ১৫
(d) ১৬
Ans. b
119. আল কুরআনে কতজন নবীর নাম এসেছে?
(a) ২০
(b) ২৫
(c) ৩০
(d) ৪০
Ans. b
120. আল কোরআনে কোন সাহাবীর নাম এসেছে?
(a) জায়েদ ইবনে হারিসা (রাঃ)
(b) জায়েদ ইবনে সাবিত (রাঃ)
(c) আলী (রাঃ)
(d) ওমার (রাঃ)
Ans. a
121. আল কোরআনে বড় বিজয় বলা হয়েছে কাকে?
(a) বদরের যুদ্ধ
(b) মক্কা বিজয়কে
(c) তাবুক অভিযানকে
(d) হুদায়বিয়ার সন্ধিকে
Ans. d
122. সর্বপ্রথম অবতীর্ণ পূর্ণাঙ্গ সূরা কোনটি?
(a) সূরা ফতিহা
(b) সূরা ইখলাস
(c) সূরা তওবা
(d) সূরা নাছ
Ans. a
123. কোন সূরার ২ বার বিসমিল্লাহ রয়েছে?
(a) সূরা নামল
(b) সূরা ইমরান
(c) সূরা বাক্বারা
(d) সূরা ইয়াসিন
Ans. a
124. হাদীসের মূল শব্দাবলীকে কী বলা হয়?
(a) সনদ
(b) মতন
(c) রাবি
(d) রেওয়ায়েত
Ans. b
125. ইবনে খালদুন কোন দেশের নাগরিক?
(a) ইরাক
(b) ইরান
(c) কুয়েত
(d) তিউনিসিয়া
Ans. d