Subject Mathematics
951. ৩ দিনে একটি কাজের ২৭ অংশ শেষ হলে ঐ কাজের ৩ গুণ কাজ করতে কত দিন লাগবে?
(a) ৮১ দিন
(b) ৯ দিন
(c) ২৪৩ দিন
(d) ২৭ দিন
Ans. c
952. একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৫ মাইল যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?
(a)
(b)
(c)
(d)
Ans. b
953. ২০ সদস্যবিশিষ্ট একটি ফুটবল দল হতে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে?
(a) ২০
(b) ১৯০
(c) ৩৮০
(d) ৭৬০
Ans. b
954. কোন সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা যদি ৫ ও ১৭ হয়, তবে তৃতীয় সংখ্যাটি কত?
(a) ২২
(b) ২৫
(c) ২৯
(d) ৮৫
Ans. c
955. ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ... ধারাটির পরবর্তী সংখ্যা কত?
(a) ৫৫
(b) ৪০
(c) ৬৮
(d) ৮৯
Ans. a
956. এর শতকরা কত হবে?
(a) ১২০%
(b) ১২৫%
(c) ১৪০%
(d) ১৫০%
Ans. d
957. M সংখ্যক সংখ্যার গড় A এবং N সংখ্যার সংখ্যক গড় B, সবগুলো সংখ্যার গড় কত?
(a) (A + B) 2
(b) (AM + BM) 2
(c) (AM + BN) (M+N)
(d) (AM +BM) A+B
Ans. c
958. যদি তৈলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তৈলের ব্যবহার শতকরা কত কমালে, তৈল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
(a) ২০%
(b) ১৬%
(c) ১১%
(d) ৯%
Ans. a
959. কোন স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজি এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
(a) ৪০০ জন
(b) ৫০০ জন
(c) ৫৬০ জন
(d) ৭৬০ জন
Ans. b
960. ৭২ কেজি ওজনবিশিষ্ট একটি মিশ্রণ A এর ১৭ ভাগ, B এর ৩ ভাগ এবং C এর ৪ ভাগ দ্বারা গঠিত। মিশ্রণে B কতটুকু আছে?
(a) ৯ কেজি
(b) ১২ কেজি
(c) ১৭ কেজি
(d) ৫১ কেজি
Ans. a
961. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
(a) ৫৬ এবং ১৪ বছর
(b) ৩২ এবং ৮ বছর
(c) ৩৬ এবং ৯ বছর
(d) ৪০ এবং ১০ বছর
Ans. c
962. দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা আট মিনিটে পূর্ণ হয়। নল দুইটি খুলে দেওয়ার ৪ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও ৬ মিনিট লাগল। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
(a) ১৮ মিঃ এবং ১২ মিঃ
(b) ২৪ মিঃ এবং ১২ মিঃ
(c) ১৫ মিঃ এবং ১২ মিঃ
(d) ১০ মিঃ এবং ১৫ মিঃ
Ans. b
963. x² + y² = 8 এবং xy = 7 হলে (x + y) ² এর মান কত?
(a) 14
(b) 16
(c) 22
(d) 30
Ans. c
964. ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিঃ মিঃ। ঢাকা থেকে একটি ট্রেন সকাল ৭ টায় ছেড়ে গিয়ে বিকেল ৩ টায় চট্টগ্রাম পৌঁছে। ট্রেনটির গড় গতি ঘণ্টায় কত ছিল?
(a) ২৪.৫ কি: মিঃ
(b) ৩৭.৫ কি: মিঃ
(c) ৪২.০ কি: মিঃ
(d) ৪৫.০ কি: মিঃ
Ans. b
965. একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মিঃ এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০ মিঃ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
(a) ৩৬ বঃ মিঃ
(b) ৪২ বঃ মিঃ
(c) ৪৮ বঃ মিঃ
(d) ৫০ বঃ মিঃ
Ans. c
966. দুইটি সংখ্যার অনুপাত ৫ ∶ ৮, উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কী কী?
(a) ৭ ও ১১
(b) ১২ ও ১৮
(c) ১০ ও ২৪
(d) ১০ ও ১৬
Ans. d
967. একটি সরলরেখার উপর অংকিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অংকিত বর্গের কত গুণ?
(a) দ্বিগুণ
(b) তিনগুণ
(c) চারগুণ
(d) পাঁচগুণ
Ans. c
968. x ও y এর মানের গড় ৯ এবং z এর মান ১২ হলে, x, y, ও z এর মানের গড় কত হবে?
(a) ৬
(b) ৯
(c) ১০
(d) ১২
Ans. c
969. If x is negative, which of the following must also be negative?
(a) ( -x 3 ) 2
(b) (-1) x
(c) 1-x
(d) x 3 - x 2
(e) None of these
Ans. d
970. Which of the sets of numbers can be used as the lengths of the sides of a triangle?
I. 5, 8, 13      II. 2, 4, 7      III. 3, 8, 10
(a) I only
(b) III. Only
(c) I and III only
(d) II and III only
(e) None of these
Ans. b
971. If 50% of x is 75% of y, which of the following is equal to x +y?
(a) 2.5y
(b) 1.25y
(c) 3y
(d) 3.5y
(e) None of these
Ans. a
972. If 15 is 3 4 of x and y =.45x, then y = ?
(a) 8
(b) 9
(c) 10.5
(d) 12.5
(e) None of these
Ans. b
973. When positive integer m is divided by positive integer n, the remainder is 6. If m n = 112.15 what is the value of n?
(a) 15
(b) 20
(c) 40
(d) 25
(e) None of these
Ans. c
974. The average income of 10 BBA graduates is Tk. x. The individual income of 5 MBA graduates is Tk. 100y each. What is the average income of these 15 graduates?
(a) (x +100y) 2
(b) (10x +100y) 15
(c) (x+100y) 15
(d) (10x+500y) 15
(e) None of these
Ans. d
975. Tk.1000 is divided among A, B and C so that A has twice as much as B and B has thrice as much as C. How much did B receive?
(a) 100
(b) 200
(c) 300
(d) 600
(e) None of these
Ans. c