Subject Mathematics
1901. 2x² - x – 3 এর উৎপাদক কত?
(a) (2x+1)(x-3)
(b) (x-1)(2x+3)
(c) (x+1)(2x-3)
(d) (2x-1)(x+3)
Ans. c
1902. কোনোটি সামান্তরিকের ক্ষেত্রফল?
(a) × দৈর্ঘ্য × প্রস্ত
(b) দৈর্ঘ্য × প্রস্ত
(c) ২ × দৈর্ঘ্য × প্রস্ত
(d) ভূমি × উচ্চতা
Ans. d
1903. একটি চৌবাচ্চা এর তিনটি নল দিয়ে যথাক্রমে ১০,১২ ও ১৫ ঘন্টা পূর্ণ হতে পারে। তিনটি নল এক সংগে খুলে দিলে চৌবাচ্চারি অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে?
(a) ৬ ঘন্টা
(b) ৪ ঘন্টা
(c) ২ ঘন্টা
(d) ৩ ঘন্টা
Ans. c
1904. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। তাতে সোনা ও তামার পরিমাণের অনুপাত ৩ : ১। তাতে কি পরিমাণ সোনা মেশালে সোনা ও তামার অনুপাত ৪ : ১ হবে?
(a) ৬ গ্রাম
(b) ৫ গ্রাম
(c) ৪ গ্রাম
(d) ৮ গ্রাম
Ans. c
1905. এক ডজন আম ৬০ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হাবে?
(a) ২২ টাকা
(b) ২৫ টাকা
(c) ১৫ টাকা
(d) ১২ টাকা
Ans. a
1906. নিম্নোক্ত ভগ্নাংশসমূহের মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
(a)
(b)
(c)
(d) ১১ ১৮
Ans. d
1907. এক বর্গমিটার কত বর্গ সেন্টিমিটারের সমান?
(a) ১০০
(b) ১০০০০
(c) ১০০০
(d) ১০
Ans. b
1908. কোন চতুর্ভুজের বাহুগুলো সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়। এরূপ চতুর্ভুজকে বলে-
(a) বর্গক্ষেত্র
(b) আয়তক্ষেত্র
(c) ট্রাপিজিয়াম
(d) রম্বস
Ans. d
1909. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিল ৭ : ২। দশ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
(a) ৯ : ৭
(b) ৭ : ২
(c) ৩১ : ১৬
(d) ৭ : ৩
Ans. c
1910. কোন পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৮২, ৮৫ ও ৯২ । চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে, যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮৭ হয়?
(a) ৮৯
(b) ৮৮
(c) ৮৬
(d) ৯১
Ans. a
1911. a+b=5 এবং a-b=3 হলে ab এর মান কত?
(a) 5
(b) 4
(c) 3
(d) 2
Ans. b
1912. x + 1 x = √3 হলে x³ + 1 এর মান কত?
(a) 2
(b) 4
(c) 0
(d) 6
Ans. c
1913. একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি?
(a) ৩৬
(b) ৪৮
(c) ৫৬
(d) ৭২
Ans. a
1914. 2x+3y=36 এবং 2x+y=16 হলে x ও y এর মান কত?
(a) 2,10
(b) 3,10
(c) 3,5
(d) 6,10
Ans. b
1915. a = 1 2 হলে (2a + 1)(4a² -2a + 1) এর মান কত?
(a) 0
(b) 1
(c) 2
(d) 3
Ans. c
1916. The present age of three persons are in proportions 4 : 7 : 9. Eight years ago, the sum of their ages was 56. Find their present ages (in years).
(a) 8, 20, 28
(b) 16, 28, 36
(c) 20, 35, 45
(d) None of these
Ans. b
1917. Find the surface of a 10cm×4cm×3cm brick.
(a) 84 sq. cm
(b) 124 sq. cm
(c) 164 sq. cm
(d) 180 sq. com
Ans. c
1918. Worker A takes 8 hours to do a job. Worker B takes 10 hours to do the same job. How long should it take both A and B, working together but independently, to do same job?
(a) 4 4 9 days
(b) 4 4 7 days
(c) 4 3 8 days
(d) None of these
Ans. d
1919. By how much is three-fifth of 350 greater than four-seventh of 210?
(a) 95
(b) 110
(c) 120
(d) None of these
Ans. d
1920. In what ratio must a grocer mix two varieties of tea worth Tk. 60 a kg and Tk. 65 kg so that by selling the mixture at Tk. 68.20 a kg he may gain 10%.
(a) 3 : 2
(b) 3 : 4
(c) 3 : 5
(d) 4 : 5
Ans. a
1921. The sum of two number is 15 and the sum of their squares in 113. Find the numbers
(a) 6 and 9
(b) 7 and 8
(c) 10 and 5
(d) None of these
Ans. b
1922. Which of the following numbers does not lie between 4 5 and 7 13 ?
(a) 1 2
(b) 2 3
(c) 3 4
(d) 5 7
Ans. a
1923. A clock is started at noon. By 10 minutes past 5, the hour hand has turned through:
(a) 145°
(b) 150°
(c) 155°
(d) 160°
Ans. c
1924. Running at the same constant rate, 6 identical machines can produce a total of 270 bottle per minutes. At this rate, how many bottle could 10 such machines produce in 4 minutes?
(a) 648
(b) 1800
(c) 2700
(d) 10800
Ans. b
1925. A boatman goes 2 km against the current of the stream in 1 hour and goes 1 km along the current 10 minutes. How long will it take to go 5 km in stationary water?
(a) 40 minutes
(b) 1 hour
(c) 1 hr 15 min
(d) 1 hr 30 min
Ans. c