Subject Mathematics
1651. ক এবং খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে, খ একা কাজটি কত দিনে করতে পারে?
(a) ২৫ দিনে
(b) ৩৫ দিনে
(c) ৩০ দিনে
(d) ৪০ দিনে
Ans. c
1652. দুধ ও পানির অনুপাত ৫:১। দুধের পরিমাণ পানি অপেক্ষা ৮ লিটার বেশি হলে পানির পরিমাণ কত?
(a) ২ লিটার
(b) ৩ লিটার
(c) ৪ লিটার
(d) ৬ লিটার
Ans. a
1653. ৮ জন পুরুষ একটি ১২ দিনে করতে পারে। দুই পুরুষ চলে গেলে কাজটি সমাধান করতে শতকরা কত দিন বেশি প্রয়োজন?
(a) ৩১%
(b) ৩১ %
(c) ৩৩%
(d) ৩৩
Ans. d
1654. পানের মুল্য ২৫% বৃদ্ধি পাওয়া একটি পরিবার পান খাওয়া এমনভাবে কমালো যে পান বাবদ ব্যয় বৃদ্ধি হলো না। পান বাবদ খরচ শতকরা কত কমেছিল?
(a) ১৮%
(b) ১৯%
(c) ২০%
(d) ২১%
Ans. c
1655. আয়তাকার বক্সের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে, পরিসীমা কত?
(a) ৯৮ মিটার
(b) ৯৬ মিটার
(c) ৯৪ মিটার
(d) ৯০ মিটার
Ans. b
1656. x ও y এর মানের গড় ১০ এবং z = ১৩ হলে, x, y, z এর মানের গড় কত হবে?
(a) ১১
(b) ৯
(c) ১৮
(d) ১২
Ans. a
1657. A – এর মান কত হলে ৯ – ১২x + Ax² একটি পর্ণবর্গ হবে?
(a) 8
(b) 6
(c) 9
(d) 4
Ans. d
1658. 64×8° = কত?
(a) 10
(b) 64
(c) -10
(d) -9
Ans. b
1659. ৫ + ৮ + ১১ + ......... ধারাটির কোন পদ ৩০২?
(a) ৯১
(b) ৯৫
(c) ৯৮
(d) ১০০
Ans. d
1660. ৪৮ মিটার উঁচু খুটিঁ ভেঙ্গে মাটির সাথে ৩০° কোণ উৎপন্ন করে। খুটিঁটি কত উঁচুতে ভেঙ্গেছিল?
(a) ১২ মিটার
(b) ১৪ মিটার
(c) ১৬ মিটার
(d) ১৮ মিটার
Ans. c
1661. ৫, ৭, ১১, ১৯, .... শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
(a) ২৬
(b) ৩০
(c) ৩৫
(d) ৪৩
Ans. c
1662. a 3 + b 3 = কত?
(a) a 3 + 3 a 2 b + 3a b 2 + b 3
(b) (a + b) 3 - 3ab(a + b)
(c) (a + b) 3 + 3ab(a + b)
(d) a 3 - 3 a 2 b + 3a b 2 + b 3
Ans. b
1663. ৫টি বিড়াল ৫টি ইঁদুর ধরতে ৫মিটার সময় লাগে। ১০০টি বিড়াল ১০০টি ইঁদুর ধরতে সময় লাগবে?
(a) ৫ মিনিট
(b) ১০ মিনিট
(c) ১৫ মিনিট
(d) ২০ মিনিট
Ans. a
1664. ০.২ এর সামন্য ভগ্নাংশ কোনটি?
(a) ১০
(b)
(c)
(d) ৯৯
Ans. c
1665. ৯০ কোন সংখ্যার শতকরা ৭৫?
(a) ১১০
(b) ৮০
(c) ১০০
(d) ১২০
Ans. d
1666. ৫, ১১, ১৯, ২৯, ...... ধারার পরের সংখ্যা কত?
(a) ৩৫
(b) ৩৭
(c) ৪১
(d) ৩৯
Ans. c
1667. একটি গাড়ির চাকা মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরে?
(a) ৫৪০°
(b) ১৮০°
(c) ২৭০°
(d) ৩৬০°
Ans. a
1668. ৪০ থেকে ১০০ পর্যন্ত সংখ্যার মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
(a) ৫৯
(b) ৬১
(c) ৫৬
(d) ৭০
Ans. c
1669. ০.০৯
(a) ০.০৩
(b) ০.৩
(c) ০.০০৩
(d) ০.০০০৩
Ans. b
1670. x + 2y = 4 এবং xy = 2 হয়, তবে x = কত?
(a) 0
(b) 12
(c) 1
(d) 2
Ans. d
1671. 2 x 2 - x – 3 এর একটি উৎপাদক নিচের কোনটি?
(a) 2x + 3
(b) x - 1
(c) x + 1
(d) 2x + 3x
Ans. c
1672. দুইটির সংখ্যার অনুপাত ৫:৬ এবং তাদের গ. সা. গু ৮ হলে, তাদের ল. সা. গু কত?
(a) ২১০
(b) ২২০
(c) ২৪৮
(d) ২৪০
Ans. d
1673. 3 5 -এর লব এবং হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটির মান 4 5 হয়?
(a) 4
(b) 5
(c) 3
(d) 6
Ans. b
1674. -5 এবং |5| – এর মধ্যে দূরত্ব একক?
(a) 0
(b) 10
(c) -10
(d) 20
Ans. b
1675. ( 5x 6 + 3) এবং ( x 3 + 10) পরস্পর হলে x –এর মান কত?
(a) 21 2
(b) 14
(c) 6
(d) 7
Ans. b