Subject Mathematics
1976. টাকায় ৬টি করে ক্রয় করে টাকায় কয়টি বিক্রয় করলে ২০% লাভ হবে?
(a) ৭ টি
(b) ৫ টি
(c) ৪ টি
(d) ৩ টি
Ans. b
1977. a + 1 a = 3 হলে a² + 1 = কত?
(a) 7
(b) 9
(c) 11
(d) 13
Ans. a
1978. ৬০ লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?
(a) ৭০
(b) ৮০
(c) ৯০
(d) ৯৮
Ans. b
1979. একজন দোকানদার ৫ টি লেবু যে দামে ক্রয় করে ৪টি লেবু সেই দামে বিক্রয় করে। তার শতকরা কত লাভ হবে?
(a) ২০%
(b) ১৫%
(c) ২৫%
(d) ৫০%
Ans. c
1980. ৩ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত?
(a) ৩৫
(b) ১৫
(c) ১০৫
(d) ৪২
Ans. c
1981. একটি সংখ্যা তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
(a) ১৬
(b) ১৮
(c) ২০
(d) ২৮
Ans. b
1982. পিতার বর্তসান বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতার ও পুত্রে বর্তমান বয়স কত বছর?
(a) ৫৬ ও ১৪
(b) ৩২ ও ৮
(c) ৩৬ ও ৯
(d) ৪০ ১০
Ans. c
1983. ১, ২৭, ১২৫,..... শূন্যস্থানে কোন সংখ্যা বসবে?
(a) ১৬৯
(b) ২১৬
(c) ২৮৯
(d) ৩৪৩
Ans. d
1984. ১ (এক) বিলিয়ন-
(a) ১০০ কোটি
(b) ১০ কোটি
(c) ১০০০ কোটি
(d) ১৫০ কোটি
Ans. a
1985. ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যার যোগফল-
(a) ৪৯৯৯
(b) ৫৫০১
(c) ৫০৫০
(d) ৫০০১
Ans. c
1986. ০.০৯ ÷ ১০=
(a) .৯
(b) .০৯
(c) .০০৯
(d) ০.৯০
Ans. c
1987. a 5 × a 3 এর মান কোনটি?
(a) a 15
(b) (a²) 15
(c) a 5 . a 3
(d) a 8
Ans. d
1988. কোনটি ক্ষুদ্রতম-
(a) ডেসিমিটার
(b) সেন্টিমিটার
(c) ডেকামিটার
(d) হেক্টোমিটার
Ans. b
1989. ১ মেট্রিক টন=
(a) ১২০০ কেজি
(b) ১০৫০ কেজি
(c) ১০০০ কেজি
(d) ১৫০০ কেজি
Ans. c
1990. কোনটি ৩৫÷ কোণের পূরক কোণ-
(a) ১৫৫÷
(b) ৫৫÷
(c) ২৫৫÷
(d) ১২৫÷
Ans. b
1991. a+b=5, a-b=3, হলে ab এর মান কত?
(a) 2
(b) 4
(c) 5
(d) 3
Ans. b
1992. কোন চতুর্ভুজের কোণগুলো সমান, বাহুগুলো অসমান-
(a) আয়তক্ষেত্র
(b) রম্বস
(c) সামান্তরিক
(d) বর্গক্ষেত্র
Ans. a
1993. ৪৮ কোন সংখ্যার ৬০%-
(a) ৫০
(b) ৬০
(c) ৭০
(d) ৮০
Ans. d
1994. একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত?
(a) ৬ মিটার
(b) ১০ মিটার
(c) ১৮ মিটার
(d) ১২ মিটার
Ans. b
1995. বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলা হয়?
(a) ব্যাস
(b) ব্যাসার্ধ
(c) বৃত্তচাপ
(d) পরিধি
Ans. a
1996. x+y=7 এবং xy=10 হলে (x-y) ² এর মান কত?
(a) 9
(b) 12
(c) 6
(d) 3
Ans. a
1997. ৪৮ সংখ্যাটি কোনা সংখ্যার ৬০%?
(a) ৫০
(b) ৬০
(c) ৭০
(d) ৮০
Ans. d
1998. শতকরা বার্ষিক কত হার সুদে ১২০০ টাকার ৩ বছরের সুদ ২১৬ টাকা হবে?
(a) ৩%
(b) ৪%
(c) ৫%
(d) ৬%
Ans. d
1999. ত্রিভূজের ∠A = ৬০°, ∠B = ৪০° হলে ∠C = হলে, কত?
(a) ৮০°
(b) ৬০°
(c) ১২০°
(d) ৪০°
Ans. a
2000. গতকাল শেয়ারের দাম ২৫% বেড়েছিল, কিন্তু আজ ২৫% কমেছে। শেয়ারের দাম মোট কত বেড়েছে বা কমেছে?
(a) ৬ % বেড়েছে
(b) ৬ % কমেছে
(c) ৪ % কমেছে
(d) ৪ % বেড়েছে
Ans. b