Subject Bangladesh Affairs
101. বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?
(a) রাজশাহী
(b) ঢাকা
(c) চট্টগ্রাম
(d) খুলনা
Ans. a
102. প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কি.মি? (সাল ২০০৫)
(a) ৫.০৩
(b) ৬.০৩
(c) ৪.৮
(d) ৬.৮
Ans.
103. বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউব শিশুর মা হন?
(a) পারভীন ফাতেমা
(b) ফিরোজা বেগম
(c) রওশন জাহান
(d) কানিজ ফাতিমা
Ans. b
104. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
(a) ১৩৬ তম
(b) ১৩৭ তম
(c) ১৩৮ তম
(d) ১৩৯ তম
Ans. a
105. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
(a) তানভীর কবীর
(b) হামিদুর রহমান
(c) হামিদুজ্জামান
(d) অস্কার বাদল
Ans. b
106. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?
(a) বি. এ. সিদ্দিকী
(b) খাজা ওয়াসিউদ্দিন
(c) হুমায়ুন রশীদ চৌধুরী
(d) শমসের মবিন চৌধুরী
Ans. c
107. কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সালে?
(a) ১৯৯৫
(b) ১৯৯৬
(c) ১৯৯৮
(d) ২০০১
Ans. c
108. লোকসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম স্থান?
(a) ৫ম
(b) ৭ম
(c) ৯ম
(d) ১০ম
Ans. b
109. সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত বর্গকিলোমিটার?
(a) ৮
(b) ১০
(c) ১২
(d) ১৪
Ans. a
110. বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সালে?
(a) ১৯৭২
(b) ১৯৭৩
(c) ১৯৭৫
(d) ১৯৯৭
Ans. b
111. বাংলাদেশ সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কতটি? (সাল ২০০১)
(a) ২৯ টি
(b) ২২ টি
(c) ২১ টি
(d) ৫ টি
Ans. a
112. বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে?
(a) চা
(b) পাট ও পাটজাত দ্রব্য
(c) তৈরি পোশাক
(d) চিংড়ি মাছ
Ans. c
113. বাংলাদেশ-ভারত পানি চুক্তির মেয়াদ -
(a) ১০ বছর
(b) ২০ বছর
(c) ২৫ বছর
(d) ৩০ বছর
Ans. d
114. বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি?
(a) পাট
(b) তৈরি পোশাক
(c) চা
(d) মাছ
Ans. b
115. বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
(a) দিনাজপুর
(b) ঠাকুরগাঁ
(c) লালমনিরহাট
(d) পঞ্চগড়
Ans. d
116. বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্য লাভ করে?
(a) ২ বার
(b) ৩ বার
(c) ১ বার
(d) ৪ বার
Ans. a
117. কুমিল্লা বার্ড (BARD) –এর প্রতিষ্ঠাতা কে?
(a) মোহাম্মদ আইউব খান
(b) আখতার হামিদ খান
(c) আবদুল হামিদ খান ভাসানী
(d) এ. কে. ফজলুল হক
Ans. b
118. বাংলার চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?
(a) কর্নওয়ালিস
(b) ক্লাইভ
(c) জন মেয়ার
(d) ওয়ারেন হেস্টিংস
Ans. a
119. সিলেট কোন নদীর তীরে অবস্থিত?
(a) আড়িয়াল খাঁ
(b) সুরমা
(c) চন্দনা
(d) রূপসা
Ans. b
120. বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের?
(a) রাঙ্গামাটি
(b) রংপুর
(c) কুমিল্লা
(d) সিলেট
Ans. d
121. বাংলাদেশ সরকারী কর্মকমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
(a) ১৪০(২)
(b) ১৬৩
(c) ১৩৭
(d) ১৩৮
Ans. c
122. জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন?
(a) স্বস্তি পরিষদে
(b) সাধারণ পরিষদের অধিবেশনে
(c) ইকোসোকে (ECOSOC)
(d) ইউনেসকোতে (UNESCO)
Ans. b
123. ‘সোনালি আঁশের দেশ’ কোনটি?
(a) ভারত
(b) শ্রীলঙ্কা
(c) পাকিস্তান
(d) বাংলাদেশ
Ans. d
124. বাংলা একাডেমীর মূল ভবনের নাম কী ছিল?
(a) বর্ধমান হাউজ
(b) বাংলা হাউজ
(c) আহসান হাউজ
(d) চামেলি হাউজ
Ans. a
125. ঢাকা বিভাগে কয়টি জেলা আছে?
(a) ১৫ টি
(b) ১৭ টি
(c) ১৪ টি
(d) ১২ টি
Ans. b