Subject Bangladesh Affairs
176. বিখ্যাত সাধক শাহ্ সুলতান বলখির মাজার অবস্থিত -
(a) মহাস্থানগড়ে
(b) শাহ্ জাদপুরে
(c) নেত্রকোনায়
(d) রামপালে
Ans. a
177. গঙ্গা নদীর পানির প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব -
(a) নেপালে জলাধার নির্মাণ
(b) গঙ্গা-ব্রহ্মপুত্রের মধ্যে সংযোগ খাল খনন
(c) বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা বাঁধ নির্মাণ
(d) গঙ্গার শাখা নদীসমূহে পানি প্রবাহ বৃদ্ধি
Ans. a
178. 'গম্ভীরা' বাংলাদেশের কোন অঞ্চলের লোকসংগীত?
(a) পার্বত্য চট্টগ্রাম
(b) সিলেট
(c) রাজশাহী
(d) রংপুর
Ans. c
179. বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে -
(a) জামালগঞ্জে
(b) জকিগঞ্জে
(c) বিজয়পুরে
(d) রানীগঞ্জে
Ans. a
180. ঢাকার বিখাত তারা মসজিদ তৈরি করেছেলেন -
(a) শায়েস্তা খান
(b) নবাব সলিমউল্লাহ
(c) মির্জা আহমেদ খান
(d) নওয়াব আবদুল গণি
Ans. c
181. প্রাচীন পুণ্ডবর্ধন নগর কোন স্থানে অবস্থিত?
(a) ময়নামতি
(b) বিক্রমপুর
(c) মহাস্থানগড়
(d) পাহাড়পুর
Ans. c
182. বাংলাদেশে চিকিৎসক (ডিগ্রীপাপ্ত) প্রতি জনসংখ্যা কত? (সাল:১৯৯১-৯২)
(a) প্রায় ৪৭৯৭
(b) প্রায় ৪৫৭২
(c) প্রায় ৯৭৯১
(d) প্রায় ৮২১২
Ans. b
183. সুন্দরবনের আয়তন কত বর্গ কিলোমিটার?
(a) ৩৮০০
(b) ৪১০০
(c) ৫৫৭৫
(d) ৬৯০০
Ans. c
184. কোন গোষ্ঠী থেকে বাঙালী জাতির প্রধান অংশ গড়ে উঠেছে ?
(a) নেগ্রিটো
(b) ভোটচীন
(c) দ্রাবিড়
(d) অস্ট্রিক
Ans. d
185. Who is the president of the “Executive Committee of National Economic Council” of Bangladesh?
(a) Prime Minister
(b) President
(c) Finance Minister
(d) Bangladesh Bank Governor
(e) Planning Minster
Ans. a
186. Which Bangladesh engineer is the designer of record (DOR) of the planned large US civil work in Louisiana?
(a) Anwar Zahid
(b) Mahbubul Azam
(c) A. F. Rahman
(d) Jamilur Chowdhury
(e) Ainun Nishat
Ans. c
187. What is the size of Annual Development Programme for Bangladesh for FY 2011-12?
(a) Taka 256 .11 Billion
(b) Taka 649.89 Billion
(c) Taka 512.14 Billion
(d) Taka 472.76 Billion
(e) Taka 397.56 Billion
Ans.
188. How many non-bank financial institutions in the financial market of Bangladesh?
(a) 07
(b) 29
(c) 18
(d) 20
(e) 12
Ans. b
189. What is the name of the present regulatory agency for insurance sector in Bangladesh?
(a) Insurance Regulatory Authority
(b) Insurance Controlling Authority
(c) Controller of Insurance
(d) Bangladesh Bank
(e) Bangladesh Insurance Academy
Ans.
190. নিম্নের কোন সংস্থাটি ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে?
(a) UNDP
(b) UNESCO
(c) UNICEF
(d) UNCTAD
Ans. b
191. বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি ?
(a) সেন্ট মার্টিন
(b) লালপুর
(c) হিলি
(d) লালমোহন
Ans. a
192. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয় ?
(a) ৭ মার্চ,১৯৭৩
(b) ৫ মার্চ,১৯৭৩
(c) ৬ এপ্রিল,১৯৭৩
(d) ১১ এপ্রিল,১৯৭৩
Ans. a
193. বাংলাদেশের গ্রামের সংখ্যা কত ?
(a) ৮৫,৪৫০ টি
(b) ৮৪,৫০০ টি
(c) ৮৫,৫০০ টি
(d) ৮৭,৩৭২ টি
Ans.
N.B. বাংলাদেশে গ্রামের সংখ্যা ৮৭,১৯১ টি (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)
194. নিঝুম দ্বীপের আয়তন কত ?
(a) ৮০ বর্গমাইল
(b) ৮২ বর্গমাইল
(c) ৮৫ বর্গমাইল
(d) ৩৫.১৩৫ বর্গমাইল
Ans. d
195. হাজংদের অধিবাস কোথায় ?
(a) ময়মনসিংহ ও নেত্রকোনা
(b) কক্সবাজার ও রামু
(c) রংপুর ও দিনাজপুর
(d) সিলেট ও মণিপুর
Ans. a
196. জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত ?
(a) ৪৬.৫ মি.
(b) ৪৬ মি.
(c) ৪৫.৫ মি.
(d) ৪৫ মি.
Ans. a
197. অপরাজেয় বাংলা কবে উদ্ধোধন করা হয় ?
(a) ১৬ই ডিসেম্বর, ১৯৭৯
(b) ২৬শে ডিসেম্বর, ১৯৭৯
(c) ১লা জানুয়ারী, ১৯৮০
(d) ২১শে ফ্রেব্রুয়ারী, ১৯৮০
Ans. a
198. জামাল নজরুল ইসলাম কে?
(a) ফুটবল খেলোয়াড়
(b) অর্থনীতিবিদ
(c) কবি
(d) বৈজ্ঞানিক
Ans. d
199. বাংলাদেশের শেয়ারবাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রন করে?
(a) অর্থমন্ত্রণালয়
(b) প্রধানমন্ত্রীর কার্যালয়
(c) বাংলাদেশ ব্যাংক
(d) সিকিউরিটিজ একচেঞ্জ কমিশন
Ans. d
200. বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি?
(a) গোমতী
(b) জিঞ্জিরাম
(c) নাফ
(d) কর্ণফুলী
Ans. c