Subject International Affairs
451. ইউনেস্কো সুন্দরবনকে বিশ্বঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় -
(a) ৭ জানুয়ারী ১৯৯৫
(b) ২ নভেম্বর ১৯৯৬
(c) ২৮ অক্টোবর ১৯৯৭
(d) ৬ ডিসেম্বর ১৯৯৭
Ans. d
452. ওয়াটার পোলো খেলায় দুই দলে কতজন খেলোয়াড় থাকে?
(a) ১৮
(b) ১০
(c) ২২
(d) ১৪
Ans. d
453. পৃথিবীর কয়টি মহাদেশ আছে?
(a) ৫টি
(b) ৬টি
(c) ৭টি
(d) ৮টি
Ans. c
454. মানি লন্ডারিং অ্যাক্টর প্রধান উদ্দেশ্য হলো-
(a) কালো টাকা সাদা করা
(b) কর আদায় বৃদ্ধি
(c) অপ্রদর্শিত আয় চিহ্নিত করা
(d) সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ করা
Ans. d
455. কলমানি রেট-
(a) আন্ত:ব্যাংক সুদের হার
(b) বিনিযোগের সুদের হার
(c) কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার
(d) চলিত হিসেবে সুদের হার
Ans. a
456. নিচের কোনটি দ্বারা প্রকৃত মজুরি নির্ধারিত হয় না?
(a) সুদের হার
(b) কাজের পরিবেশ
(c) আনুসঙ্গি আয়
(d) বন্ধকী ঋণ
Ans. b
457. কোনটি পুজিঁ সংগ্রহের বহি: উৎস নয়?
(a) ব্যাংক ঋণ
(b) শেয়ার ইস্যু
(c) ঋণপত্র ইস্যু
(d) বন্ধীঋণ
Ans. b
458. আগামী বিশ্বকাপ ফুটবল ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? (২০১৪ সালে)
(a) ব্রাজিল
(b) আর্জেন্টিনা
(c) ইতালি
(d) স্পেন
Ans. a
459. প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
(a) ঢাকা
(b) কলম্বো
(c) কাঠামান্ডু
(d) নয়াদিল্লী
Ans. c
460. মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী নাম কী?(সাল – ২০১৩)
(a) হিলারি ক্নিনটন
(b) জন কেরি
(c) কন্ডোলিসা রাইস
(d) রবার্ট গেইট
Ans. b
461. বিশ্বের কোন শহর ‘নিষিদ্ধ শহর’ নামে পরিচিত?
(a) লাসা
(b) উলানবাটোর
(c) পিয়ংইয়ং
(d) কাবুল
Ans. a
462. ‘বার্লিনের দেওয়াল’ কত সালে নির্মিত হয়েছিল?
(a) ১৯৪৬ সালে
(b) ১৯৪৮ সালে
(c) ১৯৬১ সালে
(d) ১৯৬২ সালে
Ans. c
463. নাসাউ কোন দেশের রাজধানী
(a) নিকোবর দ্বীপপুঞ্জ
(b) মাদাগাস্কার দ্বীপপুঞ্জ
(c) বাহামা দ্বীপপুঞ্জ
(d) ফিজি দ্বীপপুঞ্জ
Ans. c
464. জাপানের পার্লামেন্টের নাম কি?
(a) রাইখ ষ্টান্ড
(b) রিকস ড্যাগ
(c) ফোকেটিং
(d) ডায়েট
Ans. d
465. ‘ওয়াল ষ্ট্রিট’ কোথায় অবস্থিত?
(a) ডালাস
(b) লন্ডন
(c) নিউইর্কের
(d) ওয়াশিংটন
Ans. c
466. Where is the headquarters of the International Committee of Red cross located?
(a) New York
(b) Geneva
(c) London
(d) Paris
(e) None of these
Ans. b
467. Which of the following country is known as the ‘Land of white elephant’?
(a) China
(b) Myanmar
(c) Vietnam
(d) Thailand
(e) None of these
Ans. d
468. Which of the following state was bought by USA from Russia?
(a) Alaska
(b) Pyatigorsk
(c) Ohio
(d) Florida
(e) None of these
Ans. a
469. What is Micronesia?
(a) Small islands situated in the Oceania area
(b) Process to suck minerals from porous rock
(c) A category of porous that contains petroleum
(d) A motherboard used in smart phones
(e) None of these
Ans. a
470. Radcliffe line is a boundary line between _____.
(a) India and Bangladesh
(b) India and China
(c) India and Pakistan
(d) India and Nepal
Ans. c
471. Which country within EU still does not use Euro as its currency?
(a) France
(b) England
(c) Austria
(d) Germany
Ans. b
472. নিচের কোন দেশটি ‘হর্ন অব আফ্রিকা’ নামে পরিচিত?
(a) ইথিওপিয়া
(b) নাইজেরিয়া
(c) সোমালিয়া
(d) রুয়াড়া
(e) কোনোটিই নয়
Ans. a, c
473. গ্রিনপিস (Green Peace) কোন দেশের পরিবেশবাদী সংস্থা?
(a) নরওয়ে
(b) পোল্যান্ড
(c) নিউজিল্যান্ড
(d) নেদারল্যান্ড
(e) কোনোটিই নয়
Ans. d
474. নিচের কোনটি একটি ছিন্দ্রায়ত রাষ্ট্র?
(a) অষ্ট্রেলিয়া
(b) ইংল্যান্ড
(c) ইতালি
(d) জাপান
(e) কোনোটিই নয়
Ans. c
475. Eritrea, which became the 182nd member of the UN is in the continent of -
(a) Asia
(b) Africa
(c) Europe
(d) Australia
Ans. b