Subject General Knowledge
1076. কমনওয়েলভুক্ত কোন রাষ্ট্র ব্রিটিশ শাসনের অধীনে ছিল না?
(a) মোজাম্বিক
(b) দক্ষিণ আফ্রিকা
(c) ভারত
(d) অষ্ট্রিলিয়া
Ans. a
1077. উইকিলিস-এর প্রতিষ্ঠাতাকে কে?
(a) বিলগেটস
(b) রবার্ট লিও
(c) মাইকেল অ্যাসাঞ্জ
(d) জুলিয়ান অ্যাসাঞ্জ
Ans. d
1078. মিয়ানমারের মুদ্রার নাম কি?
(a) রিয়াল
(b) কিয়াট
(c) ইয়েন
(d) রুপি
Ans. b
1079. মূল্য সংযোজন কর একটি -
(a) প্রত্যক্ষ কর
(b) পরোক্ষ কর
(c) সম্পূরক কর
(d) পরিপূরক কর
Ans. b
1080. UNECO – এর সদস্য দেশ কয়টি?
(a) ১৯২
(b) ১৯৩
(c) ১৯৪
(d) ১৯৫
Ans. d
1081. ২০১২ সালে শান্তিতে নোবেল পুরষ্কার কে পেয়েছেন?
(a) ড. মোহাম্মদ ইউনূস
(b) অমর্ত্য সেন
(c) বারক্ ওবামা
(d) ইউরোপীয় ইউনিয়ন
Ans. d
1082. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর?
(a) ৫ বছর
(b) ৭ বছর
(c) ৪ বছর
(d) ৩ বছর
Ans. c
1083. আইফেল টাওয়ার কোথার অবস্থিত?
(a) প্যারিস
(b) লন্ডন
(c) নিউইয়র্ক
(d) টোকিও
Ans. a
1084. কোন দেশের সংবিধান অলিখিত?
(a) যুক্তরাষ্ট্র
(b) যুক্তরাজ্য
(c) ভারত
(d) চীন
Ans. b
1085. মুক্তিযোদ্ধা সরকারি কর্মকর্তা/ কর্মচারীদের চাকুরী থেকে অবসর গ্রহণের বয়সসীমা কত?
(a) ৫৭ বছর
(b) ৯৫ বছর
(c) ৬০ বছর
(d) ৬২ বছর
Ans. c
1086. কোন দুইটি তারিখে দিন-রাত্রি সমান হয়?
(a) ২৩ সেপ্টেম্বর ও ২১ মার্চ
(b) ২২ জুন ও ২১ ডিসেম্বর
(c) ২২ ডিসেম্বর ও ২১ মার্চ
(d) ২১ জুন ও ২৩ সেপ্টেম্বর
Ans. a
1087. বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত?
(a) ৫:৩ বা ১০:৬
(b) ৫ :৩ বা ১০:৬
(c) ৫:৩ বা ১০:৬
(d) ৫:৩ বা ১০:৬
Ans. a
1088. উড়োজাহাজ - এর সাথে গরুগাড়ির যান্ত্রিক সাদৃশ্য হলো-
(a) চাকা আছে
(b) চলতে পারে
(c) ব্যাকগিয়ার নাই
(d) পাইলট দ্বারা পরিচালিত
Ans. c
1089. ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে-
(a) মূল মধ্যরেখা
(b) আর্ন্তজাতিক তারিখ রেখা
(c) মকরক্রান্তি রেখা
(d) কর্কটক্রান্তি রেখা
Ans. d
1090. অর্থের বিনিময়ে সাধারণত যেসব পণ্যসামগ্রী, সেবাকর্ম, নিরাপত্তা ইত্যাদি ক্রয় করা হয় তাকে বলে?
(a) পরোক্ষ প্রকৃত আয়
(b) প্রত্যক্ষ প্রকৃত আয়
(c) জোড় কলম
(d) চোখ কলম
Ans. a
1091. ‘দি লিবারেশন অব বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা -
(a) মেজর রফিকুল ইসলাম
(b) মেজর জেনারেল সুখাওয়ান্ত সিং
(c) কর্ণেলে সিদ্দিক সালিক
(d) জেনারেল অরোরা
Ans. b
1092. কোনটি আরবীয় মুদ্রা?
(a) দিরহাম
(b) ইয়েন
(c) রুপি
(d) ডলার
Ans. a
1093. শ্রীলংকার রাজধানী কোথায়?
(a) কলেম্বা
(b) কাঠমান্ডু
(c) কুয়ালালমপুর
(d) দিল্লী
Ans. a
1094. সৌদি মুদ্রার নাম কি?
(a) রিয়েল
(b) রিংগিত
(c) দিনার
(d) ডলার
Ans. a
1095. ভারতবর্ষের সিপাহি বিদ্রোহী কোন সনে সংঘটিত হয়?
(a) ১৭৫৭
(b) ১৮৫৭
(c) ১৯৫৭
(d) ১৯৭১
Ans. b
1096. ‘ইউরো’ চালু হয়-
(a) ১৯৯৮
(b) ২০০০
(c) ১৯৯৯
(d) ২০০১
Ans. c
1097. কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়?
(a) জর্ডান
(b) লেবানন
(c) ইরান
(d) বাহরাইন
Ans. c
1098. ‘সর্বজনীন মানবাধিকার ঘোষণা’ কবে গৃহীত হয়?
(a) ১৯৪৭
(b) ১৯৪৮
(c) ১৯৫৮
(d) ১৯৪৯
Ans. b
1099. ‘আলী-জাজিরা’ টেলিভিশন চ্যানেলের মূল কেন্দ্র কোথায়?
(a) আবুধাবী
(b) কুয়েত
(c) দুবাই
(d) আম্মান
Ans.
1100. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
(a) জয়নুল আবেদিন
(b) হাসেম খান
(c) হামিদুর রহমান
(d) কামরুল হাসান
Ans. d