Subject General Knowledge
1151. ফুটবল বিশ্বকাপ ২০১৪ কোন দেশে অনুষ্ঠিত হবে?
(a) পেরু
(b) স্পেন
(c) নাইজেরিয়া
(d) ব্রাজিল
Ans. d
1152. জাতিসংঘের Secretary General কে?(সাল ২০১৩)
(a) Jose Manual Barroso
(b) Francis Hollande
(c) Banki - Moon
(d) James Bond
Ans. c
1153. বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায়?
(a) New York
(b) Washington
(c) Paris
(d) Brussels
Ans. b
1154. International Atomic Energy Agency এর সদর দপ্তর কোথায়?
(a) জেনেভো
(b) বার্লিন
(c) প্যারিস
(d) ভিয়েনা
Ans. d
1155. আল আজহার বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
(a) বাগদাদ
(b) জেদ্দা
(c) তেহরান
(d) কায়রো
Ans. d
1156. আন্তর্জাতিক বানিজ্য সংস্থার মহাপরিচালক কে?(সাল ২০১৩)
(a) Pascal
(b) Kamalesh shorma
(c) Yakiyn Armano
(d) John carry
Ans.
1157. ইসলাম উন্নয়ন ব্যাংকের প্রধান বা President এর নাম কি? (সাল ২০১৩)
(a) Nabi-el- Arabi
(b) Ahamed Mohammad Ali Al-Madani
(c) Lakhdar Brahimi
(d) Amar Musa
Ans. b
1158. আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত?
(a) আফ্রিকা
(b) ইউরোপ
(c) দক্ষিণ আমেরিকা
(d) এশিয়া
Ans. c
1159. পানামা খাল কোন কোন মহাসাগরকে সংযুক্ত করে?
(a) ভারত ও প্রশান্ত মহাসাগর
(b) আটলাণ্টিক ও ভারত মহাসাগর
(c) আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
(d) আটলান্টিক ও ভূমধ্যসাগর
Ans. c
1160. সুয়েজ কেনেল কোন কোন সাগরকে সংযুক্ত করে?
(a) জাপান সাগর ও কৃষ্ণ সাগর
(b) ওমান সাগর ও পারস্য সাগর
(c) ভূ-মধ্যসাগর ও লোহিত সাগর
(d) লোহিত সাগর ও আরব সাগর
Ans. c
1161. সর্বাপেক্ষা বেশি চা উৎপাদকারী দেশ কোনটি?
(a) জাপান
(b) ভারত
(c) চীন
(d) বাংলাদেশ
Ans. c
1162. ‘চর্যাপদ’ এর পুঁথি আবিষ্কৃত হয় -
(a) ১৯০৭ সালে
(b) ১৯১৬ সালে
(c) ১৯২১ সালে
(d) ১৯২৩ সালে
Ans. a
1163. ‘মনসামঙ্গল’ কাব্যের চরিত্র -
(a) ফুল্লরা
(b) কালকেতু
(c) বেহুলা লখিন্দর
(d) রাজা হরিশ্চন্দ্র
Ans. c
1164. ‘বুজবুলি’ কোন স্থানের ভাষা?
(a) আসাম
(b) মিথিলা
(c) গৌড়
(d) পশ্চিমবঙ্গ
Ans. b
1165. কাশীরাম দাস কোন গ্রন্থের অনুবাদ?
(a) মহাভারত
(b) বেদ
(c) রামায়ণ
(d) গীতা
Ans. a
1166. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ আবিষ্কার করেন?
(a) হরপ্রসাদ শাস্ত্রী
(b) রামমোহন বায়
(c) রসন্তরঞ্জন রায়
(d) প্রমথ চৌধুরী
Ans. c
1167. ফোর্ট উইলিয়াম কলেজের সাথে নিম্নোক্ত কোন মনীষীর নাম জড়িত?
(a) হরপ্রসাদ শাস্ত্রী
(b) রামমোহন রায়
(c) মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
(d) প্রথম চৌধুরী
Ans. c
1168. বাংলাদেশ কোন সংস্থাটির সদস্য নয়?
(a) OPEC
(b) IMF
(c) ILO
(d) OIC
Ans. a
1169. ময়ূর সিংহাসন নির্মাণ করেন-
(a) সম্রাট শাহজাহান
(b) তুঘলোক
(c) সম্রাট আকবর
(d) আওরঙ্গজেব
Ans. a
1170. পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী -
(a) আমজান
(b) নীলনন্দ
(c) মিসিসিপি
(d) মেকং
Ans. b
1171. ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া প্রথম বাঙালি সাঁতারু-
(a) ব্রজেন দাশ
(b) আবদুল মালেক
(c) অরুণ নদী
(d) আবু সাঈদ
Ans. a
1172. আধুনিক আন্তর্জাতিক আইনের ‘জনক’ বলা হয়-
(a) আব্রাহাম লিংকন
(b) হুগো গ্রসিয়াস
(c) লুই জেফারসন
(d) মার্টিন লুথার কিং
Ans. b
1173. বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর বর্তমান সদস্য দেশ কতটি? (সাল ২০১৪)
(a) ১৫৭ টি
(b) ১৫৮ টি
(c) ১৫৯ টি
(d) ১৬০ টি
Ans. a
1174. জাতিসংঘের পতাকার কোন দু’টি রং আছে?
(a) নীল ও লাল
(b) নীল ও সাদা
(c) লাল ও সাদা
(d) সবুজ ও সাদা
Ans. b
1175. ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কি?
(a) ব্যারোমিটার
(b) সিসমোমিটার
(c) ল্যাকটোমিটার
(d) থার্মোমিটার
Ans. b