Subject General Knowledge
1326. Who is the president of newly formed multilateral development bank called “New Development Bank’? (Year 2015)
(a) R. K. Narayanan
(b) K. V. Kamath
(c) Y. V. Reddy
(d) Bimal Jalan
Ans. b
1327. কায়রো কোন নদীর তীরে অবস্থিত?
(a) দজলা
(b) নীল
(c) ফোরাত
(d) সিন্ধু
Ans. b
1328. কান চলচ্চিত্র উৎসব-২০১৫ তে ‘স্বর্ণপাম’ বিজয়ী ছবি -
(a) ক্যারল
(b) এ ম্যান ইন লাভ
(c) ধীপান
(d) স্টান্ডিং টল
Ans. c
1329. কোন কবি এককভাবে তিনটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) কাজী নজরুল ইসলাম
(c) জন মিল্টন
(d) বার্সিল ফার্ণান্দো
Ans. a
1330. ‘শেষের কবিতা’ সাহিত্যের কোন শ্রেণীভুক্ত?
(a) কবিতা
(b) উপন্যাস
(c) নাটক
(d) ছোটগল্প
Ans. b
1331. ‘A Long Walk to Freedom’ বইটির লেখক কে?
(a) হোসে গুসামাও
(b) রবার্ট মুগাবো
(c) নেলসেন ম্যান্ডেলা
(d) অং সান সুচি
Ans. c
1332. ‘Eifel Tower’ এর পাশ দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে?
(a) Saar
(b) Daniub
(c) Rhine
(d) Seine
Ans. d
1333. ‘Adam Peak’ তীর্থস্তানটি কোথায় অবস্থিত?
(a) ভারত
(b) শ্রীলংকা
(c) ইন্দোনেশিয়া
(d) ইতালি
Ans. b
1334. ‘সম্প্রতি’ নেপালে সংগঠিত ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ‘ধারাহার টাওয়ার’ এর পূর্ব নাম কি?
(a) ভীমসেন স্তম্ভ
(b) যোশীমঠ
(c) লাল কেল্লা
(d) দরবার স্কোয়ার
Ans. a
1335. ২০১৪ সালে অর্থনীতিতে নোবেল বিজয়ী -
(a) জোসেফ সিটগলিৎজ
(b) এইচ জি খোরানা
(c) জেন টিরোলে
(d) ইলিনর অস্ট্রাম
Ans. c
1336. সুনামির (Tsunami) কারণ-
(a) আগ্নেয়গিরির অগ্ন্যৎপাত
(b) ঘূণিঝড়
(c) চন্দ্র ও সুর্যের আকর্ষণ
(d) সমুদ্র তলদেশের ভূমিকম্প
Ans. d
1337. Kyat – কোন দেশের মুদ্রার নাম -
(a) থাইল্যান্ড
(b) মায়ানমার
(c) ভিয়েতনাম
(d) লাওস
Ans. b
1338. ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ – কবিতাটির রচয়িতা কে?
(a) এ্যালেন গিসেনবার্গ
(b) জর্জ হ্যারিসন
(c) এ্যন্থনি ম্যাসকারেনহাস
(d) শামসুর রাহমান
Ans. a
1339. তিব্বতের ধর্মীয় নেতাকে বলা হয় -
(a) ভিক্ষু
(b) পোপ
(c) দালাইলামা
(d) কনফুসিয়াস
Ans. c
1340. পুরুষতান্ত্রিক আদিবাসী গোষ্ঠী কোনটি?
(a) গারো
(b) মারমা
(c) চাকমা
(d) রাখাইন
Ans. a
1341. গ্রীণ হাউজ নির্গমণকারী শীর্ষ স্থানীয় দেশ দুটি হচ্ছে -
(a) মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান
(b) মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন
(c) মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
(d) মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া
Ans. b
1342. কোন দু’টি সুন্দরবনের বৃক্ষ?
(a) শাল ও সেগুণ
(b) চাপালিশ ও গর্জন
(c) জারুল ও গর্জন
(d) গেওয়া ও গরান
Ans. d
1343. ‘এনরন্’ (ENRON)কি?
(a) একটি যুদ্ধ বিমানবাহী জাহাজ
(b) একটি ঔষধের নাম
(c) পৃথিবীর অন্যতম বৃহত্তম দেউলিয়া ঘোষিত জ্বালানী কোম্পানী
(d) এক প্রকার রোগ জীবাণু
Ans. c
1344. ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
(a) প্যারিস
(b) লিও
(c) ভার্সাই
(d) মাসাই
Ans. b
1345. ‌’গ্রামবার্তা’ পত্রিকাটি কে সম্পাদনা করতেন?
(a) কাঙ্গাল হরিনাথ
(b) কাজী নজরুল ইসলাম
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) মীর মশাররফ হোসেন
Ans. a
1346. ‘পঞ্চাশের মন্বন্তর’ হয়েছিল ইংরেজী কত সালে?
(a) ১৯৪৩ সালে
(b) ১৮৫০ সালে
(c) ১৯২১ সালে
(d) ১৯৫০ সালে
Ans. a
1347. নিম্নের কোন মহিলা শান্তির জন্য সবার আগে নোবেল পুরস্কার পান?
(a) আলভা মায়ার ডাল
(b) অংসান সূচী
(c) শিরিন এবাদি
(d) মাদার তেরেসা
Ans. d
1348. ফ্রাঙ্কফুর্ট শহরটি কি জন্য বিখ্যাত?
(a) আইস হকি
(b) বই মেলা
(c) ঔষধ শিল্প
(d) কৃষিপণ্য
Ans. b
1349. ‘War and Peace’ গ্রন্থের লেখক কে?
(a) দস্ভয়ভঙ্কী
(b) ম্যাক্মিম গোর্কি
(c) লিও টলস্টয়
(d) চোখভ্
Ans. c
1350. উলানবাটোর কোন দেশের রাজধানী?
(a) মঙ্গোলিয়া
(b) সোমালিয়া
(c) ঘানা
(d) নাইজেরিয়া
Ans. a