Subject Bengali
251. 'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
(a) কাজী নজরুল ইসলাম
(b) ফররুখ আহমদ
(c) আব্দুল কাদির
(d) বন্দে আলী মিয়া
Ans. b
252. জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি ?
(a) ধূসর পান্ডুলিপি
(b) কবিতার কথা
(c) ঝরা পালকের কবি
(d) দুর্দিনের যাত্রী
Ans. b
253. নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি ?
(a) মাহেনও
(b) সওগাত
(c) ধূমকেতু
(d) কালিকলম
Ans. c
254. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কী ?
(a) মোতাহের হোসেন
(b) ইসমাইল হোসেন সিরাজী
(c) মীর মশাররফ হোসেন
(d) ফররুখ আহমদ
Ans. c
255. রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি ?
(a) একরাত্রি
(b) নষ্টনীড়
(c) ক্ষুধিত পাষাণ
(d) মধ্যবর্তিনী
Ans. c
256. কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে ?
(a) ১৮১৭ সালে
(b) ১৮৩২ সালে
(c) ১৮৫২ সালে
(d) ১৭৫৩ সালে
Ans. d
257. মীর মশাররফ হোসেনের নাটক কোনটি ?
(a) নটির পূজা
(b) বেহুলা গীতাভিনয়
(c) নবীন তপস্বিনী
(d) কৃষ্ণকুমারী
Ans. b
258. দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি ?
(a) বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
(b) বিয়ে পাগলা বুড়ো
(c) কিঞ্চিত জলযোগ
(d) কল্কি অবতার
Ans. b
259. ইয়ংবেঙ্গল কী ?
(a) বাংলাভাষা শিখার্থী ইংরেজ
(b) ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
(c) একটি সাহিত্যিক গোষ্ঠীর নাম
(d) একটি সাময়িক পত্রের নাম
Ans. b
260. বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি ?
(a) দিগদর্শন
(b) সংবাদ প্রভাকর
(c) তত্তবোধিনী
(d) বঙ্গদর্শন
Ans. a
261. বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয় ?
(a) নবম শতকে
(b) ত্রয়োদশ শতকে
(c) ষোড়শ শতকে
(d) উনিশ শতকে
Ans. d
262. লোকসাহিত্য কাকে বলে ?
(a) গ্রামিণ নরনারীর প্রণয়সংবলিত উপাখ্যানকে
(b) লোক সাধারনের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে
(c) লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী,গান,ছড়া ইত্যাদিকে
(d) গ্রামের অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
Ans. c
263. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়ায়ি কী ধরনের চরিত্র ?
(a) শ্রী রাধার ননদিনী
(b) শ্রী রাধার শাশুড়ি
(c) রাধাকৃষ্ণের প্রেমের দূতী
(d) জনৈক গোপবালা
Ans. c
264. বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন ?
(a) নবদ্বীপের
(b) মিথিলার
(c) বৃন্দাবনের
(d) বর্ধমানের
Ans. b
265. মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কী ?
(a) বিজয় গুপ্ত
(b) ভারতচন্দ্র রায়গুনাকার
(c) মুকূন্দারাম চক্রবর্তী
(d) কানাহরি দত্ত
Ans. b
266. চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে ?
(a) বাঁকুড়ার এক গৃহস্থের গোয়াল ঘর থেকে
(b) আরাকান রাজগ্রন্থাগার থেকে
(c) নেপালের রাজগ্রন্থশালা থেকে
(d) সুদূর চীন দেশ থেকে
Ans. c
267. কোনটি সঠিক শব্দ?
(a) আপদমস্তক
(b) আপাদমস্তক
(c) আপদসম্ত
(d) অপাদমস্তক
(e) আপাদমাস্তক
Ans. b
268. সমাস নির্ণয় করুণ ‘দশ আনন যাহার-দশানন’।
(a) দ্বন্দ্ব সমাস
(b) কর্মধারয়
(c) বহুব্রীহি সমাস
(d) অব্যয়ীভাব
(e) মধ্যপদলোপী কর্মধারয়
Ans. c
269. বিপরীত শব্দ নির্ণয় করুন ‘ভূত’।
(a) অশরীরী
(b) অবাস্তব
(c) বর্তমান
(d) অতীত
(e) ভবিষ্যৎ
Ans. e
270. 'কী আপদ! লোকটা যে পিছু ছাড়ে না'। বাক্যটিতে কী প্রকাশ পেয়েছে?
(a) বিরক্তি
(b) ঘৃণা
(c) যন্ত্রণা
(d) কষ্ট
(e) দুঃখ
Ans. a
271. 'রক্ত কবরী' কোন জাতীয় গ্রন্থ?
(a) উপন্যাস
(b) কাব্য
(c) নাটক
(d) গল্প গ্রন্থ
(e) কাব্য নাট্য
Ans. c
272. 'বসুমতী' শব্দটির সমার্থক শব্দ কোনটি?
(a) ফুল
(b) নগ
(c) গিরি
(d) কানন
(e) ধরিত্রী
Ans. e
273. 'পরার্থ' শব্দের অর্থ -
(a) পরাধীন
(b) ভিন্ন অর্থ
(c) দৈব
(d) পরোপকার
(e) পরনিন্দা করা
Ans. d
274. 'যে নারী প্রিয় কথা বলে' এর এক কথায় প্রকাশ কি হবে?
(a) প্রিয়ভাষিনী
(b) প্রিয়ংবদা
(c) মিষ্টিভাষিনী
(d) সুবক্তা
(e) প্রিয়া
Ans. b
275. 'সাত সাগরের মাঝি' কাব্য গ্রন্থের রচয়িতা কে?
(a) কাজী নজরুল ইসলাম
(b) ফররুখ আহমেদ
(c) আব্দুল কাদির
(d) বন্দে আলী মিয়া
(e) জীবনানন্দ দাশ
Ans. b