Subject Bengali
সমার্থক শব্দ
326. কোনটি সূর্যের সমার্থক শব্দ?
(a) মাতঙ্গ
(b) বিভাবসু
(c) কলানিধি
(d) অবনী
(e) কোনটিই নয়
Ans. d
327. ‘খক্ষ’ –এর সমার্থক শব্দ নয় কোনটি?
(a) অসি
(b) ভল্ল
(c) কৃপাণ
(d) তরবারি
(e) কোনটিই নয়
Ans. b
328. ‘নেত্র’ শব্দের সমার্থক কোনটি?
(a) চন্দ্র
(b) ক্ষেত্র
(c) চোখ
(d) সূর্য
(e) কোনটিই নয়
Ans. c
বিপরীতার্থক শব্দ
329. ‘সংশয়’ এর বিপরীত শব্দ কি?
(a) নির্ভয়
(b) প্রত্যয়
(c) দ্বিধা
(d) বিস্ময়
(e) কোনটিই নয়
Ans. b
330. ‘সৌম্য’ এর বিপরীত শব্দ কি?
(a) অসুন্দর
(b) কুৎসিত
(c) কাপুরুষ
(d) করাল
(e) কোনটিই নয়
Ans. b
331. ‘তিমির’ এর বিপরীত শব্দ কি?
(a) অন্ধকার
(b) আলো
(c) তিরস্কার
(d) কালো
(e) কোনটিই নয়
Ans. b
332. ‘নন্দিত’ শব্দের বিপরীত শব্দ হচ্ছে –
(a) নিন্দিত
(b) নির্যিত
(c) অনিন্দ্য
(d) অন্ধকার
(e) কোনটিই নয়
Ans. a
333. ‘প্রসন্ন’ এর বিপরীতার্থক শব্দ কি?
(a) দুঃখ
(b) বিষন্ন
(c) অপ্রসন্ন
(d) ক্রুদ্ধ
(e) কোনটিই নয়
Ans. e
শূন্যস্থান পূরণ
334. ‘কাটাঁ হেরি ক্ষান্ত কেন’ ………. তুলিতে’
(a) কুসুম
(b) পুষ্প
(c) গোলাপ
(d) কমল
(e) কোনটিই নয়
Ans. d
335. দেশের ……… দূর করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার।
(a) দারিদ্র্যতা
(b) দারিদ্র্য
(c) দরিদ্র
(d) দারিদ্য
(e) কোনটিই নয়
Ans. b
336. ‘মা তোর বদন খানি মলিন হলে, আমি ……. ভাসি’
(a) চোখের জলে
(b) বুকের জলে
(c) নয়ন জলে
(d) নদীর জলে
(e) কোনটিই নয়
Ans. c
337. শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো ………… দিলেম শিশর।
(a) এক ফোঁটা
(b) এক বিন্দু
(c) দুই বিন্দু
(d) এতটুকু
(e) কোনটিই নয়
Ans. a
338. আমি ……, এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাত্রীর।
(a) ঝঞ্ঝা
(b) ধূর্জটি
(c) হাম্বীর
(d) চিরদুর্দম
(e) কোনটিই নয়
Ans. b
শুদ্ধ বানান
339. শুদ্ধ বানান কোনটি
(a) পল্বল
(b) পল্লল
(c) পল্যল
(d) পল্লোল
(e) কোনটিই নয়
Ans. a
বাক্য সংক্ষেপণ
340. অকালে যাকে জাগরণ করা হয় -
(a) নিদ্রাভঙ্গ
(b) সুপ্তিবিঘ্ন
(c) বিনিদ্র
(d) অকালবোধন
(e) কোনটিই নয়
Ans. b
341. যার বাসস্থান নেই –
(a) অনিকেতন
(b) উদ্বাস্তু
(c) অগৃহী
(d) বনবাসী
(e) কোনটিই নয়
Ans. a
342. উপকারীর অপকার করে যে -
(a) চশমখোর
(b) কৃতঘ্ন
(c) বেঈমান
(d) কৃতগ্ন
(e) কোনটিই নয়
Ans. b
343. ‘নষ্ট হওয়ার স্বভাব যার’ -
(a) নিদাঘ
(b) নশ্বর
(c) নষ্টমান
(d) বিনশ্বও
(e) কোনটিই নয়
Ans. b
344. ‘যা সহজে অতিক্রম করা যায় না’ -
(a) অনতিক্রম্য
(b) অলঙ্ঘ্য
(c) দুরতিক্রম্য
(d) দুর্গম
(e) কোনটিই নয়
Ans. c
345. নিচের কোন পুরুষবাচক শব্দের দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে?
(a) চৌধুরী
(b) ভাই
(c) কুলটা
(d) নবীন
(e) কোনটিই নয়
Ans. b
346. 'টীকাভাষ্য' -বাগধারাটির অর্থ কি?
(a) দীর্ঘ আলোচনা
(b) সদালাপ
(c) অর্থহীন কথা
(d) সংক্ষিপ্ত আলোচনা
(e) কোনটিই নয়
Ans. a
347. 'পাথরে পাঁচ কিল' -বাগধারাটির অর্থ কি?
(a) কপটচারী
(b) প্রবল সৌভাগ্য
(c) হতভাগ্য
(d) জ্ঞানী
(e) কোনটিই নয়
Ans. b
348. কোনটি বহুব্রীহি সমাস?
(a) সুপুরুষ
(b) সাদাকালো
(c) দশানন
(d) চৌরাস্তা
(e) কোনটিই নয়
Ans. c
349. 'পানি' -এর সমার্থক শব্দ কোনটি?
(a) উদক
(b) পত্রগ
(c) অরুণ
(d) বহ্নি
(e) কোনটিই নয়
Ans. a
350. এক কথায় প্রকাশ করুন:
কোথাও উন্নত কোথাও অবনত'-
(a) বন্ধুর
(b) অনুন্নত
(c) উন্নত-অবনত
(d) উবনত
(e) কোনটিই নয়
Ans. a