Subject Bengali
276. 'বৃষ্টি'র সন্ধি বিচ্ছেদ
(a) বৃষ + টি
(b) বৃশ + টি
(c) বৃষ + তি
(d) বৃ +ষ্টি
(e) বৃষঃ + টি
Ans. c
277. নিচের কোন বানানটি অশুদ্ধ
(a) জবা কুসুম
(b) তিমির বিদারী
(c) যৌবনসূর্য
(d) সলীলসমাধী
(e) কোনটিই নয়
Ans. d
278. সকল অর্থ সমস্ত, শকল অর্থ কোনটি?
(a) মাছের আঁশ
(b) কথা
(c) ভাত
(d) অনেক
(e) কোনটিই নয়
Ans. a
279. ‘পারি’ অর্থ ‘সমর্থ বা সক্ষম’ পাড়ি অর্থ কোনটি?
(a) সক্ষম হই
(b) পারাপার
(c) পারব
(d) আকুল
(e) কোনটিই নয়
Ans. b
280. সাহিত্য সম্রাট হিসেবে কাকে অভিহিত করা হয়?
(a) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(b) রবীন্দ্রনাথ ঠাকুর
(c) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(d) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(e) কোনটিই নয়
Ans. c
281. ‘স্টপ জেনোসাইড’ কার লেখা?
(a) মুনির চৌধুরী
(b) অমিয় চক্রবর্তী
(c) জহির রায়হান
(d) সুকান্ত ভট্টাচার্য
(e) কোনটিই নয়
Ans. c
282. ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলার আবিস্কারের নামই -
(a) ব্যাকরণ
(b) উক্তি
(c) সমাস
(d) সন্ধি
(e) কোনটিই নয়
Ans. a
283. ভাষার মৌলিক অংশ কয়টি?
(a) ৪টি
(b) ৩টি
(c) ২টি
(d) ৬টি
(e) কোনটিই নয়
Ans. a
284. শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে বলা হয়?
(a) রূপ
(b) বাক্য
(c) শব্দাংশ
(d) অর্থ
(e) কোনটিই নয়
Ans. a
285. ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তি কোনটি?
(a) ব্যা+ক+রন
(b) বি+আ+√কৃ+অন
(c) বৃ+কৃ+অন
(d) ব্য+আ+কৃ+√অন
(e) কোনটিই নয়
Ans. b
286. ভাষার রূপ কয়টি?
(a) ১টি
(b) ৩টি
(c) ৪টি
(d) ২টি
(e) কোনটিই নয়
Ans. d
287. ‘অম্লজান’ এর ইংরেজি কি?
(a) Hydrogen
(b) Oxygen
(c) Antacid
(d) Acerbic
(e) কোনটিই নয়
Ans. b
288. ক্যারাটে, জুতো, রিকশা কোন দেশী শব্দ?
(a) জাপানি
(b) জার্মানি
(c) চীনা
(d) অষ্ট্রেলিয়ান
(e) কোনটিই নয়
Ans. a
289. কবুল, কলম, তুফান কোন দেশী শব্দ?
(a) ফারসি
(b) আরবি
(c) পর্তুগিজ
(d) তুর্কি
(e) কোনটিই নয়
Ans. b
290. 'ঋজু' শব্দের সমার্থক শব্দ কোনটি?
(a) সোজা
(b) ঋক্ষ
(c) নক্ষত্র
(d) ঋষি
(e) কোনটিই নয়
Ans. a
291. 'কুহক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
(a) মায়া
(b) কুহেলী
(c) ভ্রম
(d) ক, খ, গ সবগুলোই
(e) কোনটিই নয়
Ans. a
292. নিচের কোন বিপরীত শব্দটি শুদ্ধ?
(a) বাহ্য-আভ্যন্তর
(b) বলী-দুর্বল
(c) মহাত্মা-নীচাত্মা
(d) যজমান-পুরোহিত
(e) কোনটিই নয়
Ans. c
293. নিচের কোনটি সঠিক নয়?
(a) পরিষ্কার
(b) হিরন্ময়
(c) দুষ্কর
(d) নমষ্কার
(e) কোনটিই নয়
Ans. b
294. 'বড্ড গরম লাগছে' এখানে 'গরম' কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
(a) গ্রীষ্ম
(b) উগ্র
(c) উঞ্চতা
(d) তেজিভাব
(e) কোনটিই নয়
Ans. c
295. নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে চাও? এখানে 'নাক' কি অর্থে ব্যবহৃত হয়েছে?
(a) নাসিকা
(b) লজ্জাজনক শাস্তি
(c) ক্ষতি স্বীকার
(d) অবজ্ঞা করা
(e) কোনটিই নয়
Ans. c
296. 'কেঁচোগণ্ডুষ' বাগধারাটির অর্থ কি?
(a) বিপজ্জনক পরিণতি
(b) সীমাবদ্ধ জ্ঞান
(c) নতুন করে আরম্ভ করা
(d) নিরেটমূর্খ
(e) কোনটিই নয়
Ans. c
297. 'খোদার হাসি' বাগধারাটির কোন অর্থে ব্যবহৃত হয়?
(a) ধনী ব্যক্তি
(b) অযাচিত
(c) ভাবনাচিন্তাহীন
(d) অত্যন্ত অলস
(e) নিরেটমূর্খ
Ans. c
298. 'দশ চক্রে ভগবান ভূত' -প্রবাদটি কি অর্থ বোঝায়?
(a) একতাই শক্তি, একাতে অসম্ভব
(b) দশ জনের চক্রান্তে ভগবানকে মিথ্যা প্রমাণ করা
(c) দশ জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা
(d) প্রয়োজনে নিকৃষ্ট জিনিসের ব্যবহার
(e) কোনটিই নয়
Ans. c
299. 'বড়র পিরিতি বালির বাঁধ ক্ষনেকে হাতে দড়ি, ক্ষনেকে চাঁদ' - প্রবাদটি কি অর্থে ব্যবহৃত হয়ে?
(a) ঝামেনার উপর ঝামেলা
(b) প্রয়োজনীয় কাজে যথাযথ খরচ
(c) যোগ্য শাসনে বাদী বিবাদী উভয়ে ভীত
(d) নিশ্চিত সাফল্য হাতছাড়া করে দেয়া
(e) কোনটিই নয়
Ans. e
300. 'মঙ্গা' শব্দের অর্থ কি?
(a) দুর্মূল্য
(b) মারামারি
(c) মঙ্গল
(d) অভাব
(e) কোনটিই নয়
Ans. a