Subject Bengali
401. 'ঢাকের কাঠি' বাগধারার অর্থ কি?
(a) সাহার্যকারী
(b) স্বাস্থ্যহীন
(c) বাদক
(d) তোষামুদে
(e) অপয়া
Ans. d
402. 'সায়ন্তন' শব্দটির প্রকৃত অর্থ কি?
(a) সন্ধ্যা
(b) সকাল
(c) দুপুর
(d) রাত্রি
(e) রাত্রির শেষ প্রহর
Ans. a
403. গতানুগতিক শব্দটির সন্ধি বিচ্ছেদ কি?
(a) গত + আনুগতিক
(b) গত + অনুগতিক
(c) গতা + অনুগতিক
(d) গতানু + গতিক
(e) গতা + আনুগতিক
Ans. b
404. "সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই' কোন কবির বাণী?
(a) কাজী নজরুল ইসলাম
(b) চণ্ডীদাস
(c) জীবনানন্দ দাশ
(d) মাইকেল মধুসূদন দত্ত
(e) রবীন্দ্রনাথ ঠাকুর
Ans. b
405. 'উপরোধ' শব্দের অর্থ কী ?
(a) প্রতিরোধ
(b) উপস্থাপন
(c) অনুরোধ
(d) উপযোগী
Ans. c
406. প্রাণদঃজলঃমহীজ?
(a) সম্বর
(b) প্রহী
(c) নিঃসর্গ
(d) অশ্ব
Ans. d
407. 'চর্যাপদ' কত সালে আবিস্কৃত হয়?
(a) ১৮০০
(b) ১৮৫৭
(c) ১৯০৭
(d) ১৯০৯
Ans. c
408. বাংলা সাহি্যের পঠন-পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে - বাংলা সাহিত্যের প্রাচীন যুগ।
(a) ৪৫০-৬৫০
(b) ৬৫০-৮৫০
(c) ৬৫০-১২০০
(d) ৬৫০-১২৫০
Ans. c
409. মধ্যযুগের কবি নন কে?
(a) জয়নন্দী
(b) বড়ু চন্ডীদাস
(c) গোবিন্দ দাস
(d) জ্ঞান দাস
Ans. a
410. বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে -
(a) ১১৯৯-১২৫০ পর্যন্ত
(b) ১২০১-১৩৫০ পর্যন্ত
(c) ১২৫০-১৩৫০ পর্যন্ত
(d) ১২৫০-১৪৫০ পর্যন্ত
Ans. b
411. ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন?
(a) উইলিয়াম কেরি
(b) লর্ড ওয়েলেসলি
(c) মৃতুঞ্জয় বিদ্যালঙ্কার
(d) রামরাম বসু
Ans. a
412. বাংলা সাহিত্যের জনক হিসেবে কার নাম চিরস্মরণীয়?
(a) মাইকেল মধুসূদন দত্ত
(b) রাজা রামমোহন রায়
(c) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(d) বঙ্কিমচন্দ্র চট্টোপ্যাধ্যায়
Ans. d
413. মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি?
(a) তিলোত্তমা কাব্য
(b) মেঘনাদ বধ কাব্য
(c) বেতাল পঞ্চবিংশতি
(d) বীরঙ্গনা
Ans. c
414. 'কুলীন কুল সর্বস্ব' নাটকটি কার লেখা?
(a) মাইকেল মধুসূদন দত্ত
(b) দীনবন্ধু মিত্র
(c) রামনারায়ণ তর্করত্ন
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
Ans. c
415. 'নীলদর্পন' নাটকটির বিষয়স্তু কি?
(a) নীলকরদের অত্যাচার
(b) ভাষা আন্দোলন
(c) অসহযোগ আন্দোলন
(d) তে-ভাগা আন্দোলন
Ans. a
416. 'ঘরে বাইরে' উপন্যাসটির কার লেখা?
(a) আলাওল
(b) কাজী দীন মহম্মদ
(c) কাজী মোতাহের হোসেন
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
Ans. d
417. সৈয়দ মুজতবা আলীলর প্রবন্ধ গ্রন্থ কোনটি?
(a) পঞ্চতন্ত্র
(b) কালান্তর
(c) প্রবন্ধ সংগ্রহ
(d) শাশ্বত বঙ্গ
Ans. a
418. 'তত্তবোধিনী' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
(a) অক্ষয়কুমার দত্ত
(b) প্যারীচাঁদ মিত্র
(c) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগন
(d) সৈয়দ মুজতবা আলী
Ans. a
419. ভাষা আন্দোলনভিত্তিক নাটক কোনটি?
(a) কবর
(b) পায়ের আওয়াজ পাওয়া যায়
(c) জন্ডিস ও বিবিধ বেলুন
(d) ওরা কদম আলী
Ans. a
420. 'ভানু ঠাকুর' কার ছদ্ম নাম?
(a) দীনবন্ধু মিত্র
(b) রবীন্দ্রনাথ ঠাকুর
(c) প্রমথ চৌধুরী
(d) জীবনান্দ দাস
Ans. b
421. কোন কাব্যটি পল্লী কবি জমীম উদ্দীন রচিত?
(a) চৈতালী
(b) রাখালী
(c) ফনিসমসা
(d) আলো পৃথিবী
Ans. b
422. 'তুমি আসবে বলে হে স্বাধীনতা' -কার কবিতা?
(a) শওকত ওসমান
(b) সিকান্দার আবু জাফর
(c) সুফিয়া কামাল
(d) শামসুর রাহমান
Ans. d
423. 'দেয়াল' রচনাটি কার?
(a) হুমায়ূন আহমেদ
(b) তারাশঙ্কর বন্দোপাধ্যায়
(c) বুদ্ধদেব বসু
(d) সেলিনা হোসেন
Ans. a
424. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
(a) ক্রীতদাসের হাসি
(b) মাটি আর অশ্রু
(c) হাঙর নদী গ্রেনেড
(d) সারেং বউ
Ans. c
425. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি' - এ গানের প্রথম সুরকার কে?
(a) আবদুল গাফফার চৌধুরী
(b) আসাদ চৌধুরী
(c) আলতাফ মাহমুদ
(d) আব্দুল লতিফ
Ans. d