Subject Bengali
876. ‌‘আনারস’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
(a) ফারসি
(b) আরবি
(c) বার্মিজ
(d) পর্তুগিজ
Ans. d
877. ‌‘ঘেঁটুপুত্র কমলা’ চলচ্চিত্রের পরিচালক কে?
(a) মোরমেদুল ইসলাম
(b) সুভাষ দত্ত
(c) হুমায়ূন আহমেদ
(d) চাষী নজরুল ইসলাম
Ans. c
878. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি
(a) আলালে ঘরের দুলাল
(b) ফুলমনি ও করুণার বিবরণ
(c) মৃত্যুক্ষুধা
(d) দুর্গেশনন্দিনী
Ans. d
879. কোনটি বানানটি শুদ্ধ?
(a) আদ্যোক্ষর
(b) আদ্যক্ষর
(c) আদ্যখর
(d) আদ্যাক্ষর
Ans. b
880. বাংলা ভাষা কোন শব্দ দুটি গ্রহণ করেছে চিনা ভাষা হতে?
(a) চাকু, চাকর
(b) খদ্দর, হরতাল
(c) চা, চিনি
(d) রিক্সা, রেস্তোরাঁ
Ans. c
881. ‘বাঙ্গালীর ইতিহাস’ বইটির লেখক কে?
(a) নীহাররঞ্জন রায়
(b) আর. সি. মজুমদার
(c) আবদুল কাদির
(d) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
Ans. a
882. ভাষার সর্বনামের ব্যবহারের উদ্দেশ্য কী?
(a) বিশেষণের পরিবর্তে ব্যবহার করা
(b) বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা
(c) বিশেষ্যের অভার দূর করা
(d) ভাষার শব্দসম্পদ বৃদ্ধি
Ans. b
883. “কর্মভোগ এড়ানো যায় না” – এখানে ‘কর্ম’ কোন অর্থে প্রকাশ করছে?
(a) পেশা
(b) অনুষ্ঠান
(c) কৃতকর্ম
(d) কর্তব্য
Ans. c
884. ‘কর্মে যাহার ক্লান্তি নাই’ – এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
(a) ক্লান্তিহীন
(b) অক্লান্ত
(c) অক্লান্তকর্মী
(d) অবিশ্রাম
Ans. c
885. ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ কী?
(a) সাহায্যকারী
(b) তোষামুদে
(c) বাদক
(d) স্বাস্থ্যহীন লোক
Ans. b
886. ‘তুমি এতক্ষণ কী করছ?’ – এ বাক্যে ‘কী’ কোন পদ?
(a) বিশেষণ
(b) অব্যয়
(c) সর্বনাম
(d) ক্রিয়া
Ans. c
887. কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা নয়?
(a) বেদান্তচন্দ্রিকা
(b) বেদান্তগ্রন্থ
(c) বেদান্তসার
(d) পথ্যপ্রদান
Ans. a
888. ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন -
(a) মি. উইলিয়াম
(b) উইলিয়াম কেরি
(c) রামরাম বসু
(d) জেসি মার্শম্যান
Ans. b
889. ‘সন্ধি’র প্রধান সুবিধা কী?
(a) উচ্চারণের সুবিধা
(b) লেখার সুবিধা
(c) শোনার সুবিধা
(d) পড়ার সুবিধা
Ans. a
890. “বিধি” - এর বিপরীত শব্দ কি?
(a) নিয়ম
(b) অনিয়ম
(c) প্রথা
(d) নিষেধ
Ans. d
891. “নিকুঞ্জ” - এর অর্থ ___
(a) খেলার মাঠ
(b) পাখির বাসা
(c) খড়ের ঘর
(d) বাগান
Ans. b
892. “কপর্দকহীন” এর অর্থ কি?
(a) বোকা
(b) নিঃস্ব
(c) সহায়হীন
(d) মলিন
Ans. b
893. “সুপ্ত” অর্থ -
(a) সুহৃদ
(b) সুন্দর
(c) গরমিল
(d) নিদ্রিত
Ans. d
894. “অন্ধকার দেখা” অর্থ -
(a) দূর্লভ বস্তু
(b) হতবুদ্ধি
(c) দৃষ্টি শক্তিহীন
(d) স্বার্থে আঘাত লাঘা
Ans. b
895. “আকাশ ভেঙ্গে পড়া” অর্থ -
(a) হঠাৎ বিপদ দেখা
(b) আশ্চর্য হওয়া
(c) মন্দ ভাগ্য
(d) কঠিন পরিক্ষা
Ans. a
896. “লাভ করার ইচ্ছা” এক কথায় কী বলে?
(a) লোভ
(b) লিপ্সা
(c) লোভী
(d) বুভুক্ষা
Ans. b
897. “যাহা পূর্বে ছিল এখন নাই” এক কথায় -
(a) ভূত পূর্ব
(b) অভূত পূর্ব
(c) অদুষ্টপূর্ব
(d) অনায়াস লভ্য
Ans. a
898. “সংশয়” এর বিপরীত শব্দ কি?
(a) বিস্ময়
(b) নির্ভয়
(c) নির্ণয়
(d) প্রত্যয়
Ans. d
899. “ভূত” শব্দের বিপরীত শব্দ -
(a) ভবিষ্যত
(b) পেত্নী
(c) ভোতা
(d) ভাষা
Ans. a
900. “হরতাল” কোন ভাষা থেকে এসেছে?
(a) পর্তুগিজ
(b) হিন্দি
(c) গুজরাট
(d) ফরাসি
Ans. c