Subject Bengali
951. কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী?
(a) স্মৃতি কথামালা
(b) আত্মকথা
(c) আত্মচরিত
(d) আমার কথা
Ans. b
952. রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপরুষের আদি বসতি কোথায় ছিল?
(a) খুলনার দক্ষিণ ডিহি
(b) ছোটনাগপুর মালভূমি
(c) যশোরের কেশবপুর
(d) কুষ্টিয়ার শিলাদহ
Ans. a
953. ‘তেল নুন লাকড়ি’ কার রচিত গ্রন্থ?
(a) প্রবোধ চন্দ্র সেন
(b) প্রথম চৌধুরী
(c) প্রথমনাথ বিপি
(d) প্রদুস্ন মিত্র
Ans. b
954. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজিডি নাটক কোনটি?
(a) কৃষ্ণকুমারী
(b) সধবার একাদশী
(c) শর্মিষ্ঠা
(d) নীল দর্পন
Ans. a
955. ‘কপাল কুন্ডলা’ কোন প্রকৃতির রচনা?
(a) রোমান্সমূলক উপন্যাস
(b) ঐতিহাসিক উপন্যাস
(c) বিয়োগান্তক নাটক
(d) সামাজিক উপন্যাস
Ans. a
956. কোনটি রবীন্দ্ররচনার অর্ন্তগত নয়?
(a) “কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও”?
(b) “অগ্নিগ্রাসী বিশ্বত্রাসি জাগুক আবার আত্মদান”।
(c) “প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি সকল খানে”?
(d) “কি আঁচল বিচায়েছ বটের মূলে নদীর কূলে”।
Ans. b
957. দ্রোপদী কে?
(a) রাময়ণে সীতার সহচরী
(b) মহাভারতে দুর্যোধনের স্ত্রী
(c) রামায়ণে লক্ষণের প্রণয়প্রার্থী নারী
(d) মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী
Ans. d
958. ‘মিলির হাতে স্টেনগান’ – গল্পটি কার লেখা?
(a) আখতারুজ্জামান ইলিয়াস
(b) শহীদুল জহির
(c) শওকত ওসমান
(d) শওকত আলী
Ans. a
959. ‘অসমাপ্ত আত্মজীবনী’ কার রচিত গ্রন্থ?
(a) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
(b) শেখ হাসিনা
(c) মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
(d) এ, কে, ফজলুল হক
Ans. a
960. "প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে” – গানটির গীতিকার কে?
(a) শাহ আব্দুল করিম
(b) শেখ ওয়াহিদ
(c) রাধারমন
(d) কুদ্দুস বয়াতি
Ans.
N.B. "প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে" এর গীতিকার হল কাঙ্গালিনী সুফিয়া
961. ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে?
(a) আলমগীর কবির
(b) তারেক মাসুদ
(c) হুমায়ন আহমেদ
(d) শেখ নিয়ামত আলী
Ans. b
962. ‘হুলিয়া’ কবিতা কার রচনা?
(a) আবুল হাসান
(b) মহাদেব সাহা
(c) আবুল হোসেন
(d) নির্মলেন্দু গুণ
Ans. d
963. নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন?
(a) আবুল হাসান
(b) হুমায়ন কবির
(c) সোমেন চন্দ
(d) কল্যাণ মিত্র
Ans. c
964. নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশে মুক্তিযোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে?
(a) দেবেশ রায়ের ‘তিস্তাপাড়ের বৃত্তান্ত’
(b) সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘পূর্ব-পশ্চিম’
(c) শীর্ষেন্দু মুখপাধ্যায়ের ‘যাও পাখি’
(d) অভিজিৎ সেনের ‘বহুচন্ডালের হাড়’
Ans. b
965. ‘কবর’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
(a) বালুচর
(b) রাখালী
(c) ধানক্ষেত
(d) সোজন বাদিয়ার ঘাট
(e) কোনটিই নয়
Ans. b
966. আহসান হাবীব এর কাব্যগ্রন্থ কোনটি?
(a) আশার বসতি
(b) ছায়াহরিণ
(c) সারাদুপুর
(d) দুই হাতে দুই আদিম পাথর
(e) সবগুলিই
Ans. e
967. “যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম। এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হইবে”। - উক্তিটি কোনটির অন্তর্গত?
(a) বিলাসী
(b) হৈমন্তী
(c) অর্ধাঙ্গিনী
(d) বৈকালী
(e) সৌদামিনী মালো
Ans. b
968. ‘হাজার বছর ধরে’ রচনাটি কার?
(a) জহির রায়হান
(b) মুনীর চৌধুরী
(c) সৈয়দ মুজতবা আলী
(d) মোতাহার হোসেন চৌধুরী
(e) প্রমথ চৌধুরী
Ans. a
969. ‘তপুকে আবার ফিরে পাবো, একথা ভুলেও ভাবিনি কোন দিন ’ নিম্নের কোনটি থেকে নেয়া?
(a) বইকেনা
(b) মানুষ
(c) একুশের গল্প
(d) ভাষার কথা
(e) অসীমের সন্ধানে
Ans. c
970. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে ‘নোবেল’ পুরস্কার পান?
(a) ১৮১৩
(b) ১৯১৪
(c) ১৯১৩
(d) ১৯১৫
(e) ১৯১৬
Ans. c
971. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
(a) মৃতু-ক্ষুধা
(b) রাজা
(c) কল্পনা
(d) ডাকঘর
(e) চিরকুমার সভা
Ans. a
972. “ এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে,
তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।
’ - কবিতাটির পরের কোন লাইনটি সঠিক?
(a) এখানে ওখানে ঘুরিয়া ফিরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা
(b) পুতুলের বিয়ে ভেঙ্গে গেল বলে কেদেঁ ভাসাইত বুক।
(c) দাদিরি যে তোমার কত খুশি হত দেখিতিস যদি চেয়ে।
(d) আমারে ছাড়িয়া এত ব্যাথা যার কেমন করিয়া হায়,
(e) এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ
Ans. e
973. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ -এর পারিবারিক পদবি কোনটি?
(a) চৌধুরী
(b) চট্টোপাধ্যায়
(c) কল্পনা
(d) বন্দোপাধ্যায়
(e) ঠাকুর
Ans. d
974. সুকান্ত ভট্টাচার্য মৃত্যু বরণ করেন মাত্র -
(a) ১৮ বছর বয়সে
(b) ২০ বছর বয়সে
(c) ২১ বছর বয়সে
(d) ১৯ বছর বয়সে
(e) ২৩ বছর বয়সে
Ans. c
975. বর্বর বলি যাহাদের গালি পাড়িল ক্ষুদ্রমনা,
কুপ-মু্ন্ডুক ‘অসংযমী’র অ্যাখ্যা দিয়াছে যারে,
- এর পরের লাইন কোনটি?
(a) ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান।
(b) তারাই গাহিল নব প্রেম-গান ধরনী-মেরীর যীশূ
(c) তারি তরে ভাই গান রচে যাই, বন্দনা করি তারে,
(d) আমি মরু কবি-গাহি সেই বেদে-বেদুঈনদের গান
(e) যাহারা করিল ধ্বংস সাধন পুন চঞ্চল মতি।
Ans. c