Subject Bengali
1201. ‌‘সোনালী কাবিন’ কাব্যের রচয়িতা কে?
(a) হুমায়ন আজাদ
(b) শক্তি চট্টোপাধ্যায়
(c) আল মাহমুদ
(d) বিনয় ঘোষ
Ans. c
1202. ‌‘সংস্কৃতির ভাঙ্গার সেতু’ গ্রন্থ কে রচনা করেন?
(a) আখতারুজ্জামান ইলিয়াস
(b) শওকত ওসমান
(c) হাসান আজিজুল হক
(d) সৈয়দ শামসুল হক
Ans. a
1203. ‘গুরুজনের কর ভক্তি’ - ‘গুরুজনে’ কোন প্রকারে কারক?
(a) কর্তৃকারক
(b) করণ কারক
(c) সম্প্রদান কারক
(d) অপাদান কারক
Ans. c
1204. নিচের কোনটি নিত্যবৃও অতীত?
(a) পড়াতাম
(b) পড়ালাম
(c) পড়িয়েছিলাম
(d) পড়াব
Ans. a
1205. ‌'সংবাদ' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(a) সম্+বাদ
(b) সং+বাদ
(c) স+অংবাদ
(d) সমং+বাদ
Ans. a
1206. বাংলা ব্যাকরণের চলিত রীতির প্রবর্তক কে?
(a) বিশেষ্য পদ
(b) ক্রিয়া পদ
(c) বিশেষণ পদ
(d) সর্বনাম পদ
Ans. b
1207. কোকিল এর সমার্থক শব্দ লিখুন
(a) কপোত
(b) পিক
(c) বসন্তদূত
(d) বিহংগ
Ans. bc
1208. কোন সময়কে বাংলা সাহিত্যোর অন্ধকার যুগ বলা হয়?
(a) ৩১৫১-১৫০০
(b) ৬০০-৭৫০
(c) ১২০১-১৩৫০
(d) ৬০০-৯৫০
Ans. c
1209. ‌'আনারস' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
(a) ফারসি
(b) আরবি
(c) বার্মিজ
(d) পর্তুগিজ
Ans. d
1210. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
(a) আলালে ঘরের দুলাল
(b) ফুলমনি ও করুণার বিবরণ
(c) মৃত্যুক্ষুধা
(d) দুর্গেশনন্দিনী
Ans. d
1211. সৌম্য - এর বিপরীত শব্দ কোনটি?
(a) শান্ত
(b) উগ্র
(c) উদ্ধত
(d) কঠিন
Ans. b
1212. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি?
(a) ভোরের পাখি
(b) ভানুসিংহ ঠাকুর
(c) গোপী নাথ
(d) হরগোবিন্দ
Ans. b
1213. ‘দন্দিনী’ এর প্রতিশব্দ কোনটি?
(a) মানাক্ষী
(b) তনয়া
(c) সুন্দরী
(d) ননদিনী
Ans. b
1214. ‘কাঁচা-পিঠা’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
(a) কাঁচা ও পিঠা
(b) যা কঁচা তাই মিঠা
(c) কাঁচার মিঠা
(d) কাচাপিঠা
Ans. b
1215. ‘মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ’ - কার উক্তি?
(a) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(b) মীর মশাররফ হোসেন
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Ans. c
1216. বাংলা ‘ধীর’ শব্দটির বিশেষ্য কী?
(a) ধৈর্য
(b) ধীরতা
(c) ধীরস্থির
(d) ধীরস্থিতা
Ans. b
1217. ‘যা বলা হয়নি’ - এর বাক্য সংকোচন কোনটি?
(a) অউক্ত
(b) অব্যক্ত
(c) অনুক্ত
(d) নিরবক্ত
Ans. c
1218. ধন্যধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা .... গানটি রচয়িতা কে?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) অবনীনন্দ্রনাথ ঠাকুর
(c) দ্বিজেন্দ্রলাল রায়
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
Ans. c
1219. ‘দুর্যোগ’ এর সন্ধি বিচ্ছেদ-
(a) দূর+যোগ
(b) দুর+যোগ
(c) দু:+যোগ
(d) দু+যোগ
Ans. c
1220. বাংলা বর্ণমালার মাত্রাবিহীন বর্ণ কয়টি?
(a) ৮টি
(b) ১০টি
(c) ৯টি
(d) ৭টি
Ans. b
1221. ‘মোদের গর্ব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা’- কে লিখেছেন?
(a) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
(b) রবীন্দ্রনাথ ঠাকুর
(c) অতুল প্রসান সেন
(d) কামিনী রায়
Ans. c
1222. চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য উপযুক্ত?
(a) পরিবর্তনশীল
(b) আভিজাত্যের অধিকারী
(c) গুরুগম্ভীর
(d) অপরিবর্তনীয়
Ans. a
1223. ইচ্ছা বিশেষ্যের বিশেষণ নির্দেশ করুন –
(a) ইচ্ছুক
(b) ইচ্ছাময়
(c) ঐচ্ছিক
(d) অনিচ্ছা
Ans. a
1224. ‘মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা’ – কে লিখেছেন?
(a) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
(b) রবীন্দ্রনাথ ঠাকুর
(c) অতুল প্রসাদ সেন
(d) কামিনী রায়
Ans. c
1225. ‘এই ব্যাপারে তোমার কোনো হাত নাই’ এখানে ‘হাত’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
(a) যশ
(b) কর্তৃত্ব
(c) জ্ঞান
(d) অভিজ্ঞতা
Ans. b