Subject Bengali
976. রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহন করেন বাংলা -
(a) ২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দে
(b) ৭ বৈশাখ, ১২৭৮ বাঙ্গাব্দে
(c) ২৭ বৈশাখ, ১৩৫৭ বাঙ্গাব্দে
(d) ২৪ বৈশাখ, ১২৬৮ বাঙ্গাব্দে
(e) কোনটিই নয়
Ans. a
977. ‘গগনে গরজে মেঘ, ঘন বরষা’
........................................................
রাশি রাশি ভারা ভারা
ধান কাটা হলো সারা।

কবিতার দ্বিতীয় লাইনটি হবে ....................
(a) একখানি ছোট শেত, আমি একেলা -
(b) কাটিতে কাটিতে ধান এল বরষা।
(c) চারিদিকে বাঁকা জল করিছে খেলা
(d) কূলে একা বসে আছি, নাহি ভরসা।
(e) এপারেতে ছোট খেতম আমি একেলা
Ans. d
978. ‘জীবন থেকে নেয়া’, ‘স্টপ জেনোসাইড’, ‘লেট দেয়ারবি লাইট’ কার লেখা?
(a) জহির রায়হান
(b) শামসুর রাহমান
(c) সৈয়দ মুজতবা আলী
(d) সৈয়দ ওয়ালীউল্লাহ
(e) কোনটিই নয়
Ans. a
979. ‘সনেট’ এ কয়টি পংক্তি থাকে?
(a) ১২টি
(b) ১৩টি
(c) ১৪টি
(d) ১৩টি
(e) ১৮টি
Ans. c
980. বাংলা কাব্যে ‘অমিত্রাক্ষর ছন্দ’ প্রর্বতন করেন কে?
(a) কায়কোবাদ
(b) সুকান্ত ভট্টাচার্য
(c) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(d) মাইকেল মধুসূদন দত্ত
(e) রবীন্দ্রনাথ ঠাকুর
Ans. d
981. ‘মহাশ্মশান’ মহাকাব্যটি কার রচিত?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) কাজী নজরুল ইসলাম
(c) কায়কোবাদ
(d) মহাকবি আলাওল
(e) মুনীর চৌধুরী
Ans. c
982. ‘পদ্মা নদীর মাঝি’ কার লেখা?
(a) মানিক বন্দোপাধ্যায়
(b) মুনীর চৌধুরী
(c) জহির রায়হান
(d) মোতাহার হোসেন চৌধুরী
(e) বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
Ans. a
983. নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
(a) সোনাতরী
(b) চিত্রা
(c) বলাকা
(d) নৌকাডুবি
(e) মানসী
Ans. d
984. ‘ রাজবন্দীর জবানবন্দী’ কার লেখা?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) কাজী নজরুল ইসলাম
(c) প্রথম চৌধুরী
(d) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(e) সৈয়দ ওয়ালীউল্লাহ
Ans. b
985. “গৃহী” শব্দের বিপরীত শব্দ
(a) সংসারী
(b) সঞ্চয়ী
(c) সংহিতি
(d) সন্ন্যাসী
(e) কোনটিই নয়
Ans. d
986. “জঙ্গম” এর বিপরীতার্থক শব্দ কী?
(a) অরণ্য
(b) পর্বত
(c) স্থাবর
(d) সমুদ্র
(e) কোনটিই নয়
Ans. c
987. “সংশয়” এর বিপরীতার্থক শব্দ কী?
(a) বিস্ময়
(b) নির্ভর
(c) দ্বিধা
(d) প্রত্যয়
(e) কোনটিই নয়
Ans. d
988. “এঁড়ে” এর বিপরীত শব্দ কী?
(a) অকপট
(b) আনাড়ি
(c) গোঁয়ার
(d) বকনা
(e) কোনটিই নয়
Ans. d
989. “আঠি” শব্দের বিপরীত শব্দ হচ্ছে?
(a) সাস
(b) শাষ
(c) শাঁস
(d) শাঁষ
(e) কোনটিই নয়
Ans. c
990. নিচের কোনটি “সমুদ্র” শব্দের সমার্থক নয়?
(a) রত্নাকর
(b) প্রবাহিণী
(c) জলধি
(d) অর্ণব
(e) কোনটিই নয়
Ans. b
991. নিচের কোনটি “পৃথিবী” শব্দের সমার্থক নয়?
(a) মহী
(b) বসুধা
(c) মহীধর
(d) উর্বী
(e) কোনটিই নয়
Ans. c
992. “নদী” শব্দের সমার্থক কোনটি?
(a) সরিৎ
(b) বারিধি
(c) উদ্ক
(d) অম্বু
(e) কোনটিই নয়
Ans. a
এক কথায় প্রকাশ করুন।
993. ‘যে ভূমিতে ফসল জন্মায় না’
(a) পতিত
(b) অনির্ভর
(c) উষর
(d) বন্ধা
(e) কোনটিই নয়
Ans. c
994. ‘এক থেকে শুরু করে ক্রমাগত’
(a) ক্রমিক
(b) ক্রমবিকাশ
(c) একাদিক্রমে
(d) ক্রমনির্ভর
(e) কোনটিই নয়
Ans. c
995. ‘কোন ভাবেই যা নিবারণ করা যায় না’
(a) দুর্নিবার
(b) অনিবার্য
(c) অনির্বাণ
(d) অবিসংবাদিত
(e) কোনটিই নয়
Ans. b
996. ‘যে সকল অত্যাচারই সয়ে যায়’
(a) সর্বংসহা
(b) সহিঞ্চু
(c) সহ্যকারী
(d) অত্যাচারী
(e) কোনটিই নয়
Ans. a
997. ‘পুলিশ’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
(a) ওলন্দাজ
(b) ফারসি
(c) ইংরেজি
(d) পর্তুগিজ
(e) কোনটিই নয়
Ans. c
998. ‘জান্নাত ও বেহেশত’ শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে?
(a) আরবি ও পর্তুগিজ
(b) আরবি ও ফারসি
(c) ফারসি ও ফরাসি
(d) তুর্কি ও পর্তুগিজ
(e) কোনটিই নয়
Ans. b
999. নিচের কোনটি তুর্কি ভাষা থেকে আগত?
(a) ক্রোক
(b) পেরেক
(c) সাবান
(d) পেয়ারা
(e) কোনটিই নয়
Ans. a
1000. পল্লী কবি জসীম উদদীনের উপন্যাস মোট কয়টি?
(a) একটি
(b) দুইটি
(c) বারটি
(d) চৌদ্দটি
(e) কোনটিই নয়
Ans. a