Subject Bengali
1276. কোন কবির উপাধি ‘কবিকন্ঠহার’?
(a) চন্ডীদাস
(b) বিদ্যাপতি
(c) মুকুন্দরাম চক্রবতী
(d) ভারতচন্দ্র
Ans. b
1277. ‘বাংলার মাটি, বাংলার জল’ – কবিতা কার রচনা?
(a) অতুল প্রসাদ সেন
(b) দ্বিজেন্দ্রলাল রায়
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) কাজী নজরুল ইসলাম
Ans. c
1278. বহুব্রীহির শব্দের অর্থ কি?
(a) বহুগম
(b) বহুধান
(c) বহুচাল
(d) বহুআটা
Ans. b
1279. রবীন্দ্রনাথ ঠাকুরের ছন্মনাম-
(a) পরশুরাম
(b) নীললোহিত
(c) ভানুসিংহ ঠাকুর
(d) গাজী মিয়া
Ans. c
1280. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ আবিষ্কার করেন কে?
(a) পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী
(b) বসন্তরঞ্জন বায়
(c) রামমোহন রায়
(d) প্রথম চৌধুরী
Ans. b
1281. মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল -
(a) ১৮০০-১৮২১
(b) ১৮২৪-১৮৭৩
(c) ১৮৬১-১৮৯৯
(d) ১৮৯৯-১৯৭৫
Ans. b
1282. ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস -
(a) মৃত্যুক্ষুধা
(b) জীবন ক্ষুধা
(c) আরেক ফাল্গুন
(d) লাল সালু
Ans. c
1283. ক্রিয়ার মূলকে বলে-
(a) প্রত্যয়
(b) ধাতু
(c) অব্যয়
(d) সমাজ
Ans. b
1284. চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
(a) বঙ্গীয় সাহিত্য পরিষদ
(b) এশিয়াটিক সোসাইটি
(c) শ্রীরামপুর মিশন
(d) ফোর্ট উইলিয়াম কলেজ
Ans. a
1285. কোন ভাষা থেকে বাংলা ভাষা জন্ম?
(a) সংস্কৃত
(b) প্রাকৃত
(c) মৈথিল
(d) বৈদিক
Ans. b
1286. মানুষের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?
(a) ইশারা
(b) সংকেত
(c) ভাষা
(d) ইঙ্গিত
Ans. c
1287. বেদের ভাষাকে কি ভাষা বলা হয়?
(a) দেশীভাষা
(b) বৈদিক ভাষা
(c) বেদী ভাষা
(d) ইংরেজী ভাষা
Ans. b
1288. কে বহুভাষাবিদ পণ্ডিত ও গবেষক ছিলেন?
(a) জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
(b) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(c) ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ্
(d) বিখ্যাত ব্যাকরণবিদ পাণিনি
Ans. c
1289. অপভ্রংশ কথাটির অর্থ কি?
(a) উন্নত
(b) বিবৃত
(c) সাধারণ
(d) বিকৃত
Ans. d
1290. শতাব্দী শব্দটি কোন সমাসযোগে গঠিত?
(a) দ্বন্দ্ব সমাস
(b) কর্মধারয় সমাস
(c) দ্বিগু সমাস
(d) বহুব্রীহি সমাস
Ans. c
1291. ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‘যার কোনো উপায় নেই’ এক কথায় কি হবে?
(a) নিরুপায়
(b) নাচার
(c) অনন্যোপায়
(d) উপায়হীন
Ans. a
1292. ‘যা মূল্য দিয়ে বিচার করা যায় না’- এক কথায় কি হবে?
(a) দামি
(b) অমূল্য
(c) মূল্যবান
(d) মূল্যতুল্য
Ans. b
1293. নিচের কোন বানান সঠিক?
(a) যশধ্বনি
(b) যশোধ্বনি
(c) যশধনী
(d) যশ:ধ্বনি
Ans.
1294. দেশীয় উৎপন্ন জিনিস দিয়ে দেশের মানুষের হাতে তৈরী প্রয়োজনীয় দ্রব্যকে কি বলে?
(a) লোকশিল্প
(b) শিল্পজাত দ্রব্য
(c) রফতানিজাত শিল্প
(d) কুটির শিল্প
Ans. d
1295. ‘বদান্যতা’ শব্দের অর্থ কি?
(a) খারাপ স্বভাবের লোক
(b) অন্যের অনিষ্ট করার ইচ্ছা
(c) দানশীলতা
(d) গানের এক প্রকার রাগিনী
Ans. c
1296. ‘প্রতীকধর্মী’ মানে হচ্ছে-
(a) নিদর্শন জ্ঞাপন
(b) বির্মর্ত
(c) বস্তুনিষ্ঠ
(d) নির্বাস্তুক
Ans. a
1297. ‘শেষের কবিতা’ হলো-
(a) কাব্যগ্রন্থ
(b) গল্পগ্রন্থ
(c) উপন্যাস
(d) নাট্যগ্রন্থ
Ans. c
1298. He is growing up এর অনুবাদ হলো-
(a) সে গাছে উঠছে
(b) সে উপরে উঠছে
(c) সে বড় হচ্ছে
(d) সে উত্তরোত্তর উন্নতি করছে
Ans. d
1299. For good - এর সঠিক অর্থ কোনটি?
(a) ভালোর জন্য
(b) বড়র জন্য
(c) ক্ষণতরে
(d) চিরতরে
Ans. d
1300. A stitch in time saves nine - এর বঙ্গানুবাদ কি?
(a) এক সময়ের নয় ফোঁড়া অন্য সময়ে দশফোঁড়া
(b) সময়ের এক ফোঁড়া অসময়ের দশ ফোঁড়া
(c) দশের লাঠি একের বোঝা
(d) খাজনার চেয়ে বাজনা বেশি
Ans. b