Subject Bengali
1351. ‘দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
(a) দুল্+না
(b) দোলা+না
(c) দোল+অনা
(d) দোলনা+আ
Ans. a
1352. ‘সততা সর্বোৎকৃষ্ট পন্থা’ কোনটির অনুবাদ?
(a) Honesty is the best virtue
(b) Honesty is the best way
(c) Honesty is the best policy
(d) Honesty is the good way
Ans. c
1353. ‘শাহানামা’ এর লেখকের কে?
(a) কবি ফেরদৌসী
(b) মওলানা রুমী
(c) কবি নিজামী
(d) কবি জামিল
Ans. a
1354. ‘লাঠালাঠি’ শব্দটির সমাস-
(a) দ্বন্দ্ব
(b) কর্মধরায়
(c) বহুব্রীহি
(d) তৎপুরুষ
Ans. c
1355. ‘ষড়ঋতু’ শব্দের সন্ধি বিচ্ছেদ-
(a) ষড়+ঋতু
(b) ষড়+ঋতু
(c) ষট্+ঋতু
(d) ষট+ঋতু
Ans. c
1356. যা চিরস্থায়ী নয়-
(a) অস্থায়ী
(b) ক্ষণিক
(c) নশ্বর
(d) ক্ষণস্থায়ী
Ans. c
1357. ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ -
(a) শৈত্য
(b) শীতল
(c) উত্তাপ
(d) হিম
Ans. a
1358. ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়-
(a) বিভক্তি
(b) প্রত্যয়
(c) ধাতু
(d) কৃৎ
Ans. c
1359. শুদ্ধ বাক্যটির চিহ্নিত করুন-
(a) বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন
(b) বিদ্যান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন
(c) বিদ্যান ব্যক্তিগত দারিদ্রতার শিকার হন
(d) বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রতার স্কিকার হন
Ans. a
1360. ‘চাঁদমুখ’ –এর ব্যাসবাক্য হল-
(a) চাঁদ মুখের ন্যায়
(b) চাঁদের মত মুখ
(c) চাঁদ রূপ মুখ
(d) চাঁদ মুখ যার
Ans. b
1361. ‘যার অনেক বুদ্ধি আছে’- তাকে বাগধারা প্রকাশ কর-
(a) বুদ্ধির ঢেকিঁ
(b) গভীর জলের মাছ
(c) বিড়াল তপস্বী
(d) ভূষণ্ডির কাক
Ans. b
1362. কোনটি সেলিম আল দীন রচিত নাটক?
(a) খোলাদুয়ার
(b) এখানে এখন
(c) বন পাংশুল
(d) এখনও ক্রীতদাস
Ans. c
1363. ‘সাঝের মায়া’ গ্রন্থটির রচয়িতা কে?
(a) ড. নীলিমা ইব্রাহিম
(b) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
(c) বেগম সুফিয়া কামাল
(d) শওকত ওসমান
Ans. c
1364. ‘শিরে-সংক্রান্ত’ এর অর্থ কী?
(a) আসন্ন
(b) মাথার বোঝা
(c) মহাবিপদ
(d) মাথার বিপদ
Ans. a
1365. টাকায় অসাধ্য সাধন হয় - বাক্যে নিম্নদাগ দেওয়া শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
(a) করণ কারকে সপ্তমী
(b) কর্ম কারকে সপ্তমী
(c) অধিকরণ কারকে সপ্তমী
(d) অপাদান কারকে সপ্তমী
Ans. a
1366. ‘শেষের কবিতা’ একটি-
(a) কাব্যগ্রন্থ
(b) উপন্যাস
(c) ছোটগল্প
(d) নাটক
Ans. b
1367. ‘বৈরাগ্য সাধনে ___ সে আমার নয়।’ শূন্যস্থান পূরণ করুন।
(a) আনন্দ
(b) মুক্তি
(c) বিশ্বাস
(d) আশ্বাস
Ans. b
1368. সমাস ভাষাকে ____
(a) সংক্ষেপ করে
(b) বিস্তৃত করে
(c) ভাষারূপ ক্ষুন্ন করে
(d) অর্থবোধক করে
Ans. a
1369. ‘সূর্য’ এর প্রতিশব্দ -
(a) সুধাংশ
(b) শশাংক
(c) বিধু
(d) আদিত্য
Ans. d
1370. ‘অর্ধচন্দ্র’ এর অর্থ কি?
(a) গলা ধাক্কা দেওয়া
(b) অমাবস্য
(c) দ্বিতীয়ত
(d) কাস্তে
Ans. a
1371. কোনটি শুদ্ধ
(a) সৌজন্নতা
(b) সৌজন্যতা
(c) সৌজনতা
(d) সৌজন্য
Ans. d
1372. বেগম রোকেয়া’র রচনা কোনটি?
(a) ভাষা ও সাহিত্য
(b) আয়না
(c) লালসালু
(d) অবরোধবাসিনী
Ans. d
1373. ‘শিষ্টাচার’ - এর সমার্থক অর্থ কোনটি?
(a) নিষ্ঠা
(b) সদাচার
(c) সততা
(d) সংযম
Ans. b
1374. ‘সংশয়’ - এর বিপরীতার্থক শব্দ কোনটি?
(a) নির্ভয়
(b) বিস্ময়
(c) প্রত্যয়
(d) দ্বিধা
Ans. c
1375. বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে?
(a) শব্দ
(b) কারক
(c) পদ
(d) ক্রিয়াপদ
Ans. c