Subject Bengali
1526. চন্ডীদাস কোন যুগের কবি?
(a) প্রাচীন যুগ
(b) মধ্য যুগ
(c) আধুনিক যুগ
(d) উত্তর-আধুনিক যুগ
Ans. b
1527. ‘কলা দেখানো’ বাগধারার অর্থ -
(a) লোভ দেখানো
(b) প্রলুদ্ধ করা
(c) ফাঁকি দেওয়া
(d) উদ্বুদ্ধ করা
Ans. c
1528. কোনটি বেগম রোকেয়ার রচনা নয়?
(a) মতিচুর
(b) পদ্মরাগ
(c) পদ্মিনী
(d) সুলতানার স্বপ্ন
Ans. c
1529. প্রথম বাংলা পত্রিকা কোনটি?
(a) কল্লোল
(b) প্রভাকর
(c) সংবাদ
(d) দিক দর্শন
Ans. d
1530. ‘হাত চালাও’ dএই বাগধারাটির অর্থ কী?
(a) মার দাও
(b) সাহায্য চাও
(c) দক্ষ হও
(d) তাড়াতাড়ি কর
Ans. d
1531. কোন রচনার জন্য নজরুলের জেল হয়?
(a) অগ্নি-বীণা
(b) বিদ্রোহী
(c) প্রলয়-শিখা
(d) আনন্দময়ীর আগমনে
Ans. d
1532. ‘বঙ্কিম’ – এর বিপরীতার্থক শব্দ -
(a) রক্তিম
(b) ক্লেদাক্ত
(c) ঋজু
(d) বাঁকা
Ans. c
1533. ‘শ্রীঘর’-এর বৈশিষ্ট্যপূর্ণ অর্থ কি?
(a) সুদৃশ্য ঘর
(b) বৈঠকখানা
(c) জেলখানা
(d) সরাইখানা
Ans. c
1534. `Civil Society` এর পরিভাষা কোনটি?
(a) সভ্য সমাজ
(b) সুশীল সমাজ
(c) বেসামরিক সমাজ
(d) অসামাজিক সমাজ
Ans. b
1535. ‘চোখের বালি’ বাগধারার অর্থ কি?
(a) চোখের অসুখ
(b) চোখের যত্ন
(c) শত্রু
(d) কৃতঘ্ন
Ans. c
1536. ‘কাষ্ঠহাসি’ বাগধারার অর্থ কি?
(a) স্বেচ্ছাচারী
(b) বিত্তশালী
(c) শুকনো হাসি
(d) গণ্ডমূর্খ
Ans. c
1537. যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে-
(a) লব্ধপ্রতিষ্ঠ
(b) জাতিস্মর
(c) ভজঙ্গম
(d) প্রতুৎপন্নমতি
Ans. b
1538. যার দুই হাত সমান চলে, তাকে কি বলে?
(a) দু’হাতি
(b) সমান তালী
(c) সব্যসাচী
(d) তবলা বাদক
Ans. c
1539. দিন ও রাত্রির সন্ধিক্ষণ-
(a) গোধূলি
(b) দুপুর
(c) সন্ধ্যাকাল
(d) ক ও খ উভয়ই
Ans. a
1540. ঔদ্ধত্য-এর বিপরীত শব্দ কোনটি?
(a) স্তব্ধ
(b) বিনয়
(c) গম্ভীর
(d) স্বান্তনা
Ans. b
1541. হিল্লোল-এর প্রতিশব্দ কোনটি?
(a) সাহস
(b) হাসি ঠাট্টা
(c) তরঙ্গ
(d) কম্পন
Ans. c
1542. মহাকীর্তি-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
(a) মহান যে কীর্তি
(b) মহা যে কীর্তি
(c) মহতী যে র্কীতি
(d) মহান যে কীর্তি
Ans. c
1543. কোনটি দ্বন্দ্ব সমাস?
(a) কোকিলকন্ঠি
(b) রাতজাগা
(c) হাটেবাজারে
(d) মেনিমুখো
Ans. c
1544. কোনটি খাঁটি বাংলা শব্দ?
(a) ঢোল
(b) ঈদ
(c) হালুয়া
(d) আনারস
Ans. a
1545. রেস্তোরাঁ কোন ভাষার শব্দ?
(a) ওলন্দাজ
(b) ফরাসি
(c) জাপানি
(d) ইংরেজি
Ans. b
1546. মোড়ক শব্দের সন্ধি বিচ্ছেদ-
(a) মোড়+এক
(b) মুড়+অক
(c) মুড়ি+অক
(d) মোড়+ক
Ans. b
1547. চিরুনি শব্দের সন্ধি বিচ্ছেদ-
(a) চিরু+নি
(b) চির+উনি
(c) চিরুন+ই
(d) চির:+উনি
Ans. b
1548. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
(a) পায়ের আওয়াজ পাওয়া যায়
(b) আগুনের পরশমনণি
(c) চিলেকোঠার সেপাই
(d) রাজা যায় রাজা আসে
Ans. b
1549. শামসুর রাহমানের কাব্য কোনটি?
(a) রৌদ্র করোটিতে
(b) রাখালী
(c) ছায়াহরিণ
(d) সাঁঝের মায়া
Ans. a
1550. মুক্তিযুদ্ধনির্ভর রচনা কোনটি?
(a) একাত্তরের দিনগুলি
(b) এইসব দিন রাত্রি
(c) নুরুলদীনের সারা জীবন
(d) সৎ মানুষের খোঁজে
Ans. a