Subject Bengali
1376. ভুল বানান কোনটি?
(a) সমিতি
(b) জ্যামিতি
(c) প্রকৃতি
(d) প্রতিতি
Ans. d
1377. ‘কূপমণ্ডুক’ বাগধারাটি দ্বারা কি বোঝায়?
(a) সীমিত জ্ঞানের মানুষ
(b) সাধারণ মানুষ
(c) বিশ্বাস প্রবণ
(d) অসল
Ans. a
1378. ‘কাজলকালো’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
(a) কাজলের ন্যায় কালো
(b) কাজল রূপ কালো
(c) কাজল ও কালো
(d) কালো ও কাজল
Ans. a
1379. কোনটি ভিন্ন সমাস?
(a) সামান্য বিষয় নিয়ে শেষে লাঠালাঠি করল
(b) চালাক চতুর দেখে একটি ছেলে পাঠাও
(c) তিনি সস্ত্রীক বাড়ি গেলেন
(d) মন্দ লোকের সাথে বেড়াতে যাওয়া চলবে
Ans. b
1380. কোন ধাতুগুলো মূলত এক?
(a) সমধাতু ও প্রয়োজক
(b) প্রযোজক ধাতু ও কর্মবাচ্যের ধাতু
(c) কর্মবাচ্যের ধাতু ও সংযোগমূলক ধাতু
(d) সংযোগমূলক ধাতু ও সাধিত ধাতু
Ans. b
1381. ‘বৃহস্পতি’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
(a) বৃহস+পতি
(b) বৃহৎ+পতি
(c) বৃহ:+পতি
(d) বৃহস্পত+ই
Ans. b
1382. ‘ঠৌঁট কাটা’ – বলতে কি বুঝায়?
(a) অহংকারী
(b) স্পটভাষী
(c) মিথ্যাবাদী
(d) পক্ষপাতদুষ্ট
Ans. b
1383. ‘দম্পতি’ কোন সমাসের উদাহরণ?
(a) দ্বন্দ্ব
(b) দ্বিগু
(c) তৎপুরুষ
(d) অব্যয়ীভাব
Ans. a
1384. ক্রিয়াপদের মূল অংশকে কি বলে?
(a) বর্ণ
(b) ধ্বনি
(c) ধাতু
(d) শব্দ
Ans. c
1385. ‘জানালা’ শব্দটি -
(a) তৎসম
(b) তদ্ভব
(c) দেশী
(d) বিদেশী
Ans. d
1386. দুই বর্ণের পরস্পর মিলনকে বলে?
(a) সন্ধি
(b) তদ্ভব
(c) পদ
(d) বিদেশী
Ans. a
1387. ‘মেঘে বৃষ্টি হয়’-এখানে কারক হলো -
(a) অধিকরণ
(b) অপাদান
(c) করণ
(d) কর্ম
Ans. b
1388. ‘কপোল’ শব্দটির অর্থ কি?
(a) কপাল
(b) গগুদেশ
(c) গাল
(d) ঠোঁট
Ans. bc
1389. ক্রিয়ার মূল উপাদান কি?
(a) ধ্বনি
(b) বাক্য
(c) শব্দ
(d) বর্ণ
Ans.
1390. ‘ঢাকের কাঠি’ বাগধারাটির অর্থ কি?
(a) রুগ্ন
(b) স্পষ্টভাষী
(c) লেজুরবৃত্তি
(d) নির্ভীক
Ans. c
1391. ‘দ্যুলোক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে?
(a) দূত+লোক
(b) দ্বী+লোক
(c) দিব+লোক
(d) দ্বী+আলোক
Ans. c
1392. ‘সমুদ্র’ এর সমার্থক শব্দ কোনটি?
(a) পাথার
(b) গণণ
(c) অরুণ
(d) বহ্নি
Ans. a
1393. ‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
(a) বৃহদার্থে
(b) সাদৃশ্য অর্থে
(c) ব্যাঙ্গার্থে
(d) ক্ষুদ্রার্থে
Ans. d
1394. যার চক্ষু লজ্জা নেই -
(a) চশমখোর
(b) নির্লজ্জ
(c) চাক্ষুষ
(d) চোষ্য
Ans. a
1395. ‘বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা’ – এটি কোন শ্রেণী বাক্য?
(a) সরল বাক্য
(b) জটিল বাক্য
(c) যৌগিক বাক্য
(d) ব্যাসবাক্য
Ans. b
1396. ‘কুহক’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
(a) কুহেলী
(b) ভূম
(c) ঋষি
(d) মায়া
Ans. d
1397. এককথায় প্রকাশ করুন: “যে শুনেই মনে রাখতে পারে।”
(a) মেধাবী
(b) অশ্রুতপূর্ব
(c) শ্রুতিধর
(d) জাতি:স্বর
(e) কোনোটিই নয়
Ans. c
1398. বাগধারায় অর্থ নির্ণয় করুন: ‘বাঘের চোখ’।
(a) দুঃসাধ্য বস্তু
(b) ভয়নায়ক বস্তু
(c) অমূল্য সম্পদ
(d) অসম্ভব বস্তু
(e) কোনোটিই নয়
Ans. a
1399. সন্ধি বিচ্ছেদ করুন: ‘তদবধি’।
(a) তদ+বধি
(b) তদ+অবধি
(c) তদো+বধি
(d) তৎ+ অবধি
(e) কোনোটিই নয়
Ans. d
1400. কোনটি প্রাদি সমাস?
(a) পুরুষসিংহ
(b) কাপুরুষ
(c) হাটবাজার
(d) প্রবচন
(e) কোনোটিই নয়
Ans. d