Subject Bengali
1101. নীর ও নীড় – শব্দ যুগলের অর্থ কোনটি?
(a) পাখির বাসা ও আবাস
(b) আবাস ও পানি
(c) পানি ও পাখির বাসা
(d) পানি ও আবাস
Ans. c
1102. কোনটি হিন্দি শব্দ?
(a) আব্বু
(b) কলম
(c) পানি
(d) মৌসুম
Ans. c
1103. কোন্ বাক্যে ‘পা’ শব্দটি অবজ্ঞার্তে ব্যবহৃত?
(a) ভাই, কারো পায়ে ধরো না
(b) উপোস করবো তবু কারো পা চাটবো না
(c) হাতে লক্ষী পায়ে ঠেলো না
(d) বড় সাহেবের পায়ে তেল দিয়ে সে প্রমোশন পেল
Ans. c
1104. ‘একাদশে বৃহস্পতি’ এর অর্থ কি?
(a) আশার কথা
(b) সৌভাগ্যের বিষয়
(c) মজা পাওয়া
(d) আনন্দের বিষয়
Ans. b
1105. ‘বনে বনে ফুল ফুটেছে’ এখানে ‘ফুল’ -
(a) একবচন
(b) বহুবচন
(c) একবচন ও বহুবচন দুটোই
(d) কোনটি নয়
Ans. b
1106. ‘চালাক’ এর বিশেষ্য পদ কি?
(a) চাতুর্য
(b) চালাকী
(c) চতুরতা
(d) চাতুরী
Ans. b
1107. নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ -
(a) ন + ইক
(b) নবৌ + ইক
(c) নৌ + ইক
(d) নবো + ইক
Ans. c
1108. ‘আজ রবিবার’ নাটকটি কে রচনা করেন?
(a) ইমদাদুল হক মিলন
(b) হুমায়ূন আজাদ
(c) হুমায়ূন আহমেদ
(d) সেলিনা হোসেন
Ans. c
1109. কোন্ বাক্যটি শুদ্ধ?
(a) জ্ঞানি মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
(b) জ্ঞানি মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
(c) জ্ঞানি মূর্খতা অপেক্ষা শ্রেষ্ঠ
(d) জ্ঞানী মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
Ans. d
1110. বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি?
(a) সমাচার দর্পণ
(b) বঙ্গদর্শন
(c) বেঙ্গল গেজেট
(d) আজাদ
Ans. a
1111. ‘সূর্য’ – এর প্রতিশব্দ -
(a) সুধাংশু
(b) আদিত্য
(c) বিধু
(d) শশাঙ্ক
Ans. b
1112. ‘তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি’ এটা কোন ধরনের বাক্য?
(a) যৌগিক বাক্য
(b) সাধারণ বাক্য
(c) মিশ্র বাক্য
(d) সরল বাক্য
Ans. a
1113. ভাষার মূল উপাদান হচ্ছে -
(a) বর্ণ
(b) শব্দ
(c) ধ্বনি
(d) বাক্য
Ans. c
1114. কোন শব্দটির বানান সঠিক?
(a) দোষনীয়
(b) দূষণীয়
(c) দূষনিয়
(d) দোষনীয়
Ans. b
1115. ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়?
(a) ব্রজধামে কথিত ভাষা
(b) এক রকম কৃত্রিম কবিভাষা
(c) বাংলা ও হিন্দি যোগফল
(d) মৈথিলি ভাষায় একটি উপভাষা
Ans. b
1116. ‘তিনি হাঁটিতে হাঁটিতে ভাবিতেছিলেন, শুধুমাত্র মনিষী বাক্যেই তো জীবস্মৃত যুবসমাজের কল্যাণ বহিয়া আনিতে যথেষ্ট নহে’ – চলিত রীতিতে লেখা বাক্যটিতে ভুলের সংখ্যা -
(a) সাত
(b) নয়
(c) আট
(d) পাঁচ
Ans. d
1117. পাণিনি কে ছিলেন?
(a) ভাষাবিদ
(b) ঋগ্বেদবিদ
(c) বৈয়াকরণিক
(d) ঔপন্যাসিক
Ans. c
1118. বাংলাদেশের সাহিত্যাঙ্গনে সব্যসাচী লেখক কাকে বলা হয়?
(a) হুমায়ূন আহমেদ
(b) আলাউদ্দিন আল আজাদ
(c) আল মাহমুদ
(d) সৈয়দ শামসুল হক
Ans. d
1119. ‘শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির
লিখে রেখ, এক বিন্দু দিলেম শিশির।’ – এ অংশটুকুর মূল প্রতিপাদ্য -
(a) প্রতিদান
(b) প্রত্যুপকার
(c) অকৃতজ্ঞতা
(d) অসিহঞ্চুতা
Ans. c
1120. ‘যতবড় মুখ নয়, তত বড় কথা।’ – এখানে ‘মুখ’ বলতে কী বোঝাচ্ছে?
(a) অনুভূতি
(b) গালি
(c) প্রত্যঙ্গ
(d) শক্তি
Ans. d
1121. কোন দ্বিরুক্ত শব্দজুটি বহুবচন বোঝায়?
(a) পাকা পাকা আম
(b) ছি ছি কি করছ
(c) নরম নরম হাত
(d) উড়ু উড়ু মন
Ans. a
1122. ‘অনিল’ শব্দের অর্থ কি?
(a) বাতাস
(b) যা নীল না
(c) সৈকত
(d) মেঘ
Ans. a
1123. ‘পদ্মা নদীর মাঝি’ কী ধরনের রচনা?
(a) উপন্যাস
(b) ভ্রমণকাহিনী
(c) রম্যরচনা
(d) নাটক
Ans. a
1124. কোন বাঙালি নাট্যকার বাংলা নাটকের পথিকৃৎ?
(a) মাইকেল মধুসূধন দত্ত
(b) দীনবন্ধু মিত্র
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) গিরিশচন্দ্র ঘোষ
Ans. a
1125. ‘অভিরাম’ – এর সমার্থক শব্দ কোনটি?
(a) অভিভূত
(b) রমনীয়
(c) সাদৃশ্য
(d) অভিরুচি
Ans. b