Subject Bengali
1126. কোনটির অর্থ পক্ব অর্থে প্রকাশ পায়?
(a) পাকা বাড়ি
(b) পাকা রং
(c) পাকা কাজ
(d) পাকা আম
Ans. d
1127. ‘অপঙক্তেয়’ এর বিপরীত শব্দ কোনটি?
(a) অতুলনীয়
(b) ঘরোয়া
(c) সামাজিক
(d) পংক্তিহীন
Ans. a
1128. ‘দুধের মাছি’ বাগধারাটির অর্থ কী?
(a) দুধ খাওয়া মাছি
(b) দুধে বসা মাছি
(c) সুসময়ের বন্ধু
(d) অসময়ের বন্ধু
Ans. c
1129. অভিধানে কোন্ শব্দটি আগে বসবে?
(a) চাঁদা
(b) চানা
(c) চালা
(d) চাঁটি
Ans. d
1130. ‘এইসব দিনরাত্রি’ নাটকের রচয়িতা কে?
(a) হুমায়ূন আহমেদ
(b) শামসুল হক
(c) ইমদাদুল হক মিলন
(d) হুমায়ুন আজাদ
Ans. a
1131. ‘ক্ষুধার্ত’ শব্দের সন্ধি বিচ্ছেদ -
(a) ক্ষুৎ + আর্ত
(b) ক্ষুধা + আর্ত
(c) ক্ষুধা + ঋত
(d) ক্ষুধ + আর্ত
Ans. c
1132. ‘বিষাদ সিন্ধু’ কে রচনা করেন?
(a) কায়কোবাদ
(b) মীর মশাররফ হোসেন
(c) ইসমাইল হোসেন সিরাজী
(d) মোজাম্মেল হক
Ans. b
1133. ‘গাহী সাম্যের গান, ধরণীর হাতে দিন যারা আনি ফসলের ফরমান’। পঙক্তিটি কাজী নজরুল ইসলাম রচিত কবিতার অংশ?
(a) নারী
(b) সামীবাদী
(c) জীবন-বন্দনা
(d) মানুষ
Ans. c
1134. বাংলা সাহিত্যে আধুনিক পর্ব শুরু হয় কত শতকে?
(a) ১৮
(b) ১৭
(c) ১৯
(d) ২০
Ans. a
1135. ‘একই সময়ে’ – এর সমার্থক -
(a) সমসাময়িক
(b) যুগপৎ
(c) যুগৎপত
(d) বর্তমান
Ans. b
1136. ‘অব্যক্ত মধুর ধ্বনি’ কে এক কথায় বলে -
(a) রিনিঝিনি
(b) শিঞ্চিন
(c) কলতান
(d) নিক্কন
Ans. c
1137. ‘অমরাবতী’ – এর বিপরীত শব্দ কোনটি?
(a) সুরলোক
(b) অম্বর
(c) দূল্যোক
(d) নরক
Ans. d
1138. নিম্নের কোন বাক্যটি অশুদ্ধ?
(a) নিশ্চিত সংবাদ পেয়েছ কি?
(b) রাঙ্গামাটি পার্বত্য এলাকা
(c) বাংলাদেশ একটি উন্নত দেশ
(d) চিক চিক করে বালি কোথা নাহি কাদা
Ans. c
1139. ‘শুধু শুধু তিনি রেগে উঠেন’ – বাক্যটিতে কোন ভাব প্রকাশ করা হয়েছে?
(a) আকস্কিকতা
(b) ক্রমশ
(c) অভ্যাস
(d) ব্যাপ্তি
Ans. c
1140. কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচয়িতা নয়?
(a) শেষের কবিতা
(b) সোনারতরী
(c) বীরঙ্গনা
(d) বলাকা
Ans. c
1141. বাংলা গদ্যের জনক কাকে বলা হয়?
(a) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(b) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(c) প্যারীচাঁদ মিত্র
(d) গিরিশচন্দ্র সেন
Ans. a
1142. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার সোনার বাংলা’ গানটি কবে থেকে বাংলাদেশের জাতীয় সংগীত হিসাবে ব্যবহার করা হয়?
(a) ২ মার্চ ১৯৭১
(b) ৩ মার্চ ১৯৭১
(c) ২৬ মার্চ ১৯৭১
(d) ১৭ মার্চ ১৯৭১
Ans. b
1143. ‘একুশে গল্প’ প্রবন্ধটি কার লেখা?
(a) শামসুর রাহমান
(b) বেগম সুফিয়া কামাল
(c) শওকত ওসমান
(d) জহির রায়হান
Ans. d
1144. পায়ে হেটেঁ গমন করে না যে -
(a) প্লবগ
(b) ভুজঙ্গ
(c) পন্নগ
(d) সবকয়টি
Ans. c
1145. ‘কাগজ’ এর বহুবচন কোনটি?
(a) কাগজাত
(b) কাগজগুলো
(c) কাগজসমূহ
(d) কাগজাদী
Ans. b
1146. কোনটি ‘ভানু’ এর প্রতিশব্দ নয়?
(a) রবি
(b) সূর্য
(c) শশী
(d) প্রভাকর
Ans. c
1147. ড. মুহম্মদ শহীদুল্লাহর বড় পরিচয় কোনটি?
(a) ভাষাতত্ত্ববিদ
(b) অনুবাদক
(c) অধ্যাপক
(d) প্রাবন্ধিক
Ans. a
1148. ‘সূর্য দীঘল বাড়ি’ উপন্যাসটির রচয়িতা কে?
(a) সৈয়দ ওয়ালীউল্লাহ
(b) সৈয়দ আলী আহসান
(c) আবু ইসহাক
(d) আল মাহমুদ
Ans. c
1149. কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?
(a) ক্রিয়া
(b) অব্যয়
(c) বিশেষ্য
(d) বিশেষণ
Ans. b
1150. কোন বাগধারাটি ‘দূর্বল’ অর্থ প্রকাশক -
(a) অকাল কষ্মান্ড
(b) গোবর গণেশ
(c) উনপাঁজুরে
(d) কুপমন্ডুক
Ans. c