Subject Bengali
1501. মাইকেল মধুসূদন দত্তের রচনা কোনটি?
(a) রাজমোহনস ওয়াইফ
(b) দ্য ওয়াইফ ল্যান্ড
(c) ক্যাপটিভ লেভী
(d) ল্যাবরেটরী
Ans. c
1502. ‘রাজবন্দীর জবাবন্দী’ কী ধরনের রচনা?
(a) প্রবন্ধ
(b) গল্প
(c) নাটক
(d) উপন্যাস
Ans. a
1503. ‘একুশে ফ্রেরুয়ারি’ কী ধরনের রচনা?
(a) দলিলুপত্র
(b) রচনাবলী
(c) বায়ান্নর প্রবন্ধবলী
(d) কবিতা সংকলন
Ans. d
1504. বাংলাদেশের চেতনার প্রবাহরীতির উপন্যাস কে লিখেছেন?
(a) জহির রায়হান
(b) সৈয়দ ওয়ালীউল্লাহ
(c) শওকত ওসমান
(d) কায়েস আহমদ
Ans. a
1505. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাট্যের মৌল বিষয় কি?
(a) মুক্তিযুদ্ধ
(b) গৃহযুদ্ধ
(c) বিশ্বযুদ্ধ
(d) ভাষা আন্দোলন
Ans. a
1506. পুঁথি সাহিত্যের আদি কবি কে?
(a) সৈয়দ হামজা
(b) আলাওল
(c) শাহ গরীবুল্লাহ
(d) শাহ মুহাম্মদ সগীর
Ans. c
1507. তৃষ্ণার্ত – সন্ধি বিচ্ছেদ কোনটি?
(a) তৃষ্ণা+আর্ত
(b) তৃষ্ণা+ঋত
(c) তৃষ্ণা+ষর্ত
(d) তৃষ্ণা+রিত
Ans. b
1508. ‘কেরী সাহেবের মুন্সী’ কার লেখা?
(a) মন্মথ রায়
(b) মনীশ ঘটক
(c) প্রমথনাথ বিশী
(d) শিব্রাম
Ans. c
1509. ‘বন্দী শিবির থেকে’ এর বন্দী কে?
(a) শামসুর রাহমান
(b) সৈয়দ শামসুল হক
(c) শামসুল ইসলাম
(d) শমসের আলী
Ans. a
1510. মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতীর পিতার নাম কি?
(a) বিদ্যাপতি
(b) মুকুন্দরাম
(c) দ্বিজ বংশীদাস
(d) দ্বিজ চন্ডীদাস
Ans. c
1511. ‘বটতলার উপন্যাস’ - এর লেখক কে?
(a) রাজিয়া খান
(b) সেলিনা হোসেন
(c) রাজিয়া মজিদ
(d) সেলিনা বাহার জামান
Ans. a
1512. ‘বরফ গলা নদী’ উপন্যাসটির রচয়িতা -
(a) ড. হুমায়ন আহমেদ
(b) জহির রায়হান
(c) শহীদ অধ্যাপক মুনির চৌধুরী
(d) হাসান হাফিজুর রহমান
Ans. b
1513. মহাকাব্য ‘শাহনামা’র রচিয়তা-
(a) ওমর খৈয়াম
(b) ফেরদৌসী
(c) আবুল ফজল
(d) শেখ সাদী
Ans. b
1514. নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
(a) একক
(b) একত্র
(c) একাকিত্ব
(d) একত্রিত
Ans. d
1515. ‘শকট’ শব্দের অর্থ -
(a) মাছ
(b) মাছের আঁশ
(c) গাড়ি
(d) ময়ূর
Ans. c
1516. কোন বানানটি অশুদ্ধ?
(a) শারীরিক
(b) বাল্মিকী
(c) উধ্বমুখী
(d) হরিণ
Ans. b
1517. ‘শেষের কবিতা’ উপন্যাস হলে ‘শেষে লেখা’ কি?
(a) উপন্যাস
(b) কাব্য
(c) ছোট গল্প
(d) নাটক
Ans. b
1518. যে বিষয়ে কোন বিবাদ বা বিরোধ নেই -
(a) সর্বসম্মত
(b) অবিসংবাদী
(c) ঐক্যমত
(d) নির্বিরোধী
Ans. b
1519. বিখ্যাত ‘কাজলা’ কি বা কে?
(a) একটি কবিতা
(b) একটি উপন্যাস
(c) কায়কোবাদের জন্মস্থান
(d) মধুসূদনের পত্নী
Ans. a
1520. ‘নীল-দর্পন’ gdjfনাটক কোথা থেকে প্রথম প্রকাশিত হয়?
(a) ঢাকা
(b) কলকাতা
(c) মুর্শিদাবাদ
(d) যশোর
Ans. a
1521. ‘মেঘনাদবদ কাব্য’ কত সালে প্রকাশিত হয়?
(a) ১৮৫২
(b) ১৮৫৩
(c) ১৮৬১
(d) ১৮৬৪
Ans. c
1522. ‘পদ্মাবতী’ কাব্যের লেখক কে?
(a) বিদ্যাপতী
(b) গোবিন্দ দাস
(c) আবুল হাসান
(d) আলাওল
Ans. d
1523. ‘ভানুসিংহ’ কার ছদ্ম নাম?
(a) রবীন্দ্রনাথ
(b) মধুসূদন
(c) শরৎচন্দ্র
(d) বঙ্কিমচন্দ্র
Ans. a
1524. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কত সালে?
(a) ১৯১২
(b) ১৯১৩
(c) ১৯১৬
(d) ১৯০৮
Ans. b
1525. কোনটি বাংলা উপসর্গ/
(a) পরা
(b) প্রতি
(c) হর
(d) অনা
Ans. d