Subject Bengali
1701. কোনটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?
(a) সভাসদ
(b) শুভেচ্ছা
(c) ফলবান
(d) তপোবন
Ans. b
1702. বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?
(a) জনশ্রুতি
(b) অনমনীয়
(c) খাসমহল
(d) তপোবন
Ans. a
1703. কোনটি বিশেষ্য পদ?
(a) জাত
(b) গৈরিক
(c) উদ্ধত
(d) গাম্ভীর্য
Ans. d
1704. নিচের কোন শব্দের নত্ব বিধি অনুসারে ‘ণ’ -এর ব্যবহার হয়েছে?
(a) কল্যাণ
(b) প্রবণ
(c) নিক্কণ
(d) বিপণি
Ans. b
1705. “মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে” –বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয় -
(a) মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে
(b) মিথ্যাবাদীকে সবাই পছন্দ না করে পারে না
(c) মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
(d) মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না
Ans. c
1706. ‘Null and Void’ - এর বাংলা পরিভাষা কী?
(a) বাতিল
(b) পালাবদল
(c) মামুলি
(d) নিরপেক্ষ
Ans. a
1707. হেড মৌলভী কোন ভাষার শব্দ?
(a) ইংরেজি + ফার্সি
(b) ইংরেজি + আরবি
(c) তুর্কি + আরবি
(d) ইংরেজি + পর্তুগিজ
Ans. a
1708. রবীন্দ্র -এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
(a) রবী + ইন্দ্র
(b) রবী + ঈন্দ্র
(c) রবি + ইন্দ্র
(d) রবি + ঈন্দ্র
Ans. c
1709. “এ যে আমাদের চেনা লোক” - বাক্যে ‘চেনা’ কোন পদ?
(a) বিশেষ্য
(b) অব্যয়
(c) ক্রিয়া
(d) বিশেষণ
Ans. d
1710. ‘প্রকর্ষ’ শব্দের সমার্থক শব্দ -
(a) উৎকর্ষতা
(b) অপকর্ষ
(c) উৎকর্ষ
(d) অপকর্ষতা
Ans. c
1711. কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?
(a) ছায়ানট
(b) চক্রবাল
(c) রুদ্রমঙ্গল
(d) বালুচর
Ans. d
1712. ‘সবুজপত্র’ প্রকাশিত হয় কোন সালে?
(a) ১৯০৯
(b) ১৯১০
(c) ১৯১৪
(d) ১৯২১
Ans. c
1713. মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক-
(a) সুবচন নির্বাসনে
(b) রক্তাক্ত প্রান্তর
(c) নূরলদীনের সারা জীবন
(d) পায়ের আওয়াজ পাওয়া যায়
Ans. d
1714. কোনটি জসিম উদ্দীনের নাটক?
(a) রাখালী
(b) মাটির কান্না
(c) বেদের মেয়ে
(d) বোবা কাহিনী
Ans. c
1715. মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারক এর প্রভাব অপরিসীম?
(a) শ্রীচৈতন্যদেব
(b) শ্রীকৃষ্ণ
(c) আদিনাথ
(d) মনোহর দাশ
Ans. a
1716. মুনীর চৌধুরীর অনুদিত নাটক কোনটি?
(a) কবর
(b) চিঠি
(c) রক্তাক্ত-প্রান্তর
(d) মুখরা রমনী বশীকরণ
Ans. d
1717. কোনটি উপন্যাস নয়?
(a) দিবারাত্রির কাব্য
(b) হাঁসুলী বাঁকের উপকথা
(c) কবিতার কথা
(d) পথের পাঁচালী
Ans. c
1718. ‘বিষাদসিন্ধু’ একটি -
(a) গবেষণা গ্রন্থ
(b) ধর্মবিষয়ক প্রবন্ধ
(c) ইতিহাস আশ্রিত উপন্যাস
(d) আত্মজীবনী
Ans. c
1719. মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? উঃ
(a) ১৭৫৬
(b) ১৭৫২
(c) ১৭৬০
(d) ১৭৬২
Ans. c
1720. ‘তোহফা’ কাব্যটি কে রচনা করেন?
(a) দৌলত কাজী
(b) মাগন ঠাকুর
(c) সাবিরিদ খান
(d) আলাওল
Ans. d
1721. এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা?
(a) কবিগান
(b) পুঁথি সাহিত্য
(c) নাথ সাহিত্য
(d) বৈষ্ণব পদ সাহিত্য
Ans. a
1722. ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ গ্রন্থটির প্রণেতা -
(a) উইলিয়াম কেরি
(b) গোলকনাথ শর্মা
(c) রামরাম বসু
(d) হরপ্রসাদ রায়
Ans. c
1723. ‘ইয়ং বেঙ্গল’ গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয়?
(a) বঙ্গদূত
(b) জ্ঞানান্বেষণ
(c) জ্ঞানাঙ্কুর
(d) সংবাদ প্রভাকর
Ans. b
1724. হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম -
(a) অবকাশ রঞ্জিকা
(b) বিধিধার্য সংগ্রহ
(c) কাব্য প্রকাশ
(d) গ্রামবার্তা প্রকাশিকা
Ans. d
1725. নিচের কোনটি ভ্রমণ বিষয়ক গ্রন্থ নয়?
(a) চার ইয়ারী কথা
(b) পালামৌ
(c) দৃষ্টিপাত
(d) দেশে বিদেশে
Ans. a