Subject Bengali
1576. শুদ্ধ বানাগুচ্ছ
(a) কুপমন্ডুক, দুর্নিরীক্ষ, দুস্কর
(b) অর্চ্চনা, বরেন্য, পৈশাচি
(c) মোহিনী, লভনীয়, সৌকর্য
(d) সৌপ্তিক, হারীত, প্রকুপিত
Ans. a
1577. ‘মার্গ’ শব্দের অর্থ
(a) পথ
(b) জ্ঞান
(c) ধর্ম
(d) পথিক
Ans. a
1578. ফাল্গুন > ফাগুন – ধ্বনি পরিবর্তন কোন প্রক্রিয়া এখানে কার্যকর হয়েছে?
(a) ধ্বনিবিকার
(b) শ্রুতিধ্বনি
(c) অন্তর্হতি
(d) ধ্বনিবিপর্যয়
Ans. c
1579. নিচের কোন শব্দে স্বভাবতই “ষ” হয়েছে?
(a) কল্যাণীয়েষু
(b) ভাষ্য
(c) হর্ষ
(d) বিষ
Ans. b
1580. “চুলে-কাঁটা” যৌগিক পদটি কোন্ সমাসে নিষ্পন্ন?
(a) বহুব্রীহি
(b) তৎপুরুষ
(c) কর্মধারয়
(d) অলুক তৎপুরুষ
Ans. d
1581. Case fire পরিভাষাটির বাংলা প্রতিশব্দ কোনটি?
(a) আগুন নেভানো
(b) অগ্নিনির্বাপণ দল
(c) অস্ত্রসংবরণ
(d) অস্ত্র বাজেয়াপ্তকরণ
Ans. c
1582. ‘বর্ধিষ্ণু’ শব্দের প্রকৃতি-প্রত্যয়:
(a) বর্ধ + ইষ্ণু
(b) বর্ধমান + ইষ্ণু
(c) বর্ধি + ষ্ণু
(d) বৃধ্ + ইঞ্চু
Ans. d
1583. “ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ” বইটির লেখক কে?
(a) মুহম্মদ শহীদুল্লাহ
(b) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(c) মুহম্মদ আব্দুল হাই
(d) মুহম্মদ এনামুল হক
Ans. b
1584. কোনটি ‘মেঘ’ শব্দের সমার্থক নয়?
(a) ঘন
(b) অভ্রে
(c) গহন
(d) নীরধর
Ans. c
1585. সাধু ভাষার শব্দে “ঙ্গ” –এর স্থলে চলিত ভাষায় কোন কোমল রূপ ব্যবহৃত হয়?
(a) ং
(b) ঙ
(c) গ
(d) ঞ
Ans. b
1586. কোন বানানগুচ্ছ শুদ্ধ?
(a) বৈরি, কর্মজীবি, মার্তন্ড
(b) স্তুপ, দেশসুদ্ধ, কূটনৈতিক
(c) পুনর্বাসন, জ্বলোচ্ছাস, দীর্ঘমেয়াদি
(d) গুঞ্জুরণ, খ্রিস্টান, আদ্যাপান্ত
Ans. b
1587. কোন শব্দটি বিসর্গযুক্ত ই-ধ্বনি সন্ধির ফলে মুর্ধন্য ষ হয়েছে?
(a) পুষ্কক
(b) পরিষ্কার
(c) পুষ্ট
(d) বর্ষীয়সী
Ans. b
1588. বাংলা বর্নমালার নাসিক্য বর্ণ কয়টি -
(a) ৫ টি
(b) ৬ টি
(c) ৭ টি
(d) ৮ টি
Ans. a
1589. ‘গায়ে হলুদ’ – সমস্তপদ কোন সমাসে অন্তর্গত?
(a) কর্মধারয়
(b) অলুক তৎপুরুষ
(c) দ্বন্দ্ব
(d) বহুব্রীহি
Ans. d
1590. ‘পদ্মাবতী’ একটি -
(a) অনুবাদ গ্রন্থ
(b) মৌলিক রচনা
(c) ব্যাথার দান
(d) জিঞ্জির
Ans. b
1591. ‘রসাতল’ অর্থ?
(a) রসে ডুবানো
(b) গভীর রস
(c) ধ্বংস
(d) হাসির বিষয়
Ans. c
1592. অর্ক-শব্দের সমার্থক শব্দ হচ্ছে -
(a) বায়ু
(b) সমুদ্র
(c) প্রভাকর
(d) নভমণ্ডল
Ans. c
1593. কোনটি রবীন্দ্রনাথের লেখা?
(a) সেঁজুতি
(b) বেলা-অবেলা
(c) নবনী
(d) শ্রীকান্ত
Ans. a
1594. সবুজপত্র সম্পাদনা করেন -
(a) রবীন্দ্রনাথ
(b) নজরুল
(c) প্রমথ চৌধুরী
(d) বঙ্কিমচন্দ্র
Ans. c
1595. হুমায়ূন আহমেদের জন্ম কোন জেলায়?
(a) ময়মনসিংহ
(b) নেত্রকোনা
(c) পিরোজপুর
(d) ঢাকা
Ans. b
1596. ‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারার অর্থ -
(a) সঞ্চয়ের প্রবৃত্তি
(b) অসম্ভব ব্যয়
(c) শেষ সম্বল
(d) অর্থ সংকট
Ans. a
1597. ‘কী বললে, আমি পাগল ____’ শূন্যস্থানে বসবে –
(a) প্রশ্নবোধক চিহ্ন
(b) বিস্ময় চিহ্ন
(c) দাঁড়ি
(d) ড্যাশ
Ans. b
1598. কোন শব্দে ফারসী উপসর্গ আছে?
(a) হররোজ
(b) গরমিল
(c) বেতার
(d) খাসকামরা
Ans. c
1599. ‘তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি।’ – কোন ধরনের বাক্য?
(a) সরল
(b) জটিল
(c) যৌগিক
(d) যোগরূঢ়
Ans. b
1600. কোন গ্রন্থটি উপন্যাস?
(a) পদ্মাবতী
(b) মহাশ্মশান
(c) শেষের কবিতা
(d) রক্তাক্ত প্রান্তর
Ans. c