Subject Bengali | |||
---|---|---|---|
1801. দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসবে? | |||
(a) সেমিকোলন | |||
(b) কোলন | |||
(c) হাইফেন | |||
(d) কমা | |||
Ans. a | |||
1802. শব্দের আগে বসে কোনটি | |||
(a) অনুসর্গ | |||
(b) প্রত্যয় | |||
(c) বিভক্তি | |||
(d) উপসর্গ | |||
Ans. d | |||
নিচের গন্থগুলোর ক্ষেত্রে শুধু ‘কার লেখা’ লেখা ছিল। a, b, c কিংবা d এভাবে কোন বিকল্প উত্তর ছিল না। পরীক্ষার খাতায় সঠিক উত্তরটা লিখতে হবে। এখানে প্রশ্নগুলি নৈবক্তিক আকারে দেয়া হল। | |||
1803. ‘অসমাপ্ত আত্মজীবনী’ কে লিখেছেন? | |||
(a) শেখ মুজিবুর রহমান | |||
(b) মীর মশাররফ হোসেন | |||
(c) শামসুর রাহমান | |||
(d) কাজী নজরুল ইসলাম | |||
Ans. a | |||
1804. ‘চোখের বালি’ কার লেখা? | |||
(a) রবীন্দ্রনাথ ঠাকুর | |||
(b) প্রথম চৌধুরী | |||
(c) শেখ ফজলুল করিম | |||
(d) বেনজির আহমেদ | |||
Ans. a | |||
1805. ‘মৃত্যুক্ষুধা’ এর রচয়িতা কে? | |||
(a) জীবনানন্দ দাশ | |||
(b) কাজী নজরুল ইসলাম | |||
(c) মাইকেল মধুসূদন দত্ত | |||
(d) সত্যেন্দ্রনাথ দত্ত | |||
Ans. b | |||
1806. ‘পদ্ম নদীর মাঝি’ কে লিখেছেন? | |||
(a) ভরতচন্দ্র তর্কালংকার | |||
(b) রামায়ণ তর্কালংকার | |||
(c) মানিক বন্দ্যোপাধ্যায় | |||
(d) যতীন্দ্রমোহন বাগচী | |||
Ans. c | |||
1807. ‘সাতটি তারার তিমির’ লেখকের নাম কি? | |||
(a) জীবানন্দ দাশ | |||
(b) মুকু্দরাম চক্রবর্তী | |||
(c) নির্মলেন্দু গুণ | |||
(d) মোহাম্মদ লুৎফর রহমান | |||
Ans. a | |||
1808. ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এককথায় বলে: | |||
(a) হীরক জয়ন্তী | |||
(b) সুবর্ণ জয়ন্তী | |||
(c) রজত জয়ন্তী | |||
(d) প্লাটিনাম জয়ন্তী | |||
Ans. a | |||
1809. কোন সন্ধি বিচ্ছেদটি ভুল? | |||
(a) গৈ + অক = গায়ক | |||
(b) সু + অল্প = স্বল্প | |||
(c) আ + চর্য = আশ্চর্য | |||
(d) দু + লোক = দ্যুলোক | |||
Ans. d | |||
1810. বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? | |||
(a) তুর্কী | |||
(b) পর্তুগিজ | |||
(c) আরবী | |||
(d) উর্দু | |||
Ans. a | |||
1811. ‘হাসি দিয়ে ঘরটিকে ভরিয়ে রাখতো সে।’- বাক্যটিতে ‘দিয়ে’ হলো: | |||
(a) অব্যয় | |||
(b) প্রত্যয় | |||
(c) অনুসর্গ | |||
(d) উপসর্গ | |||
Ans. a | |||
1812. ‘বগুড়ার চিনিপাতা দুই সুস্বাদু।’ – বাক্যটিতে ‘চিনিপাতা’ কোন্ কারক? | |||
(a) অধিকরণ | |||
(b) অপাদান | |||
(c) করণ | |||
(d) কর্ম | |||
Ans. c | |||
1813. সংবাদপত্র কোন সমাস? | |||
(a) মধ্যপদলোপী কর্মধারয় | |||
(b) দ্বন্দ | |||
(c) অব্যয়ীভাব | |||
(d) বহুব্রীহি | |||
Ans. a | |||
1814. ‘ভানুমতির খেল’ প্রবচনটি বোঝায় - | |||
(a) চালবাজি | |||
(b) ভেলকিবাজি | |||
(c) ফটকাবাজি | |||
(d) ফেরেরবাজি | |||
Ans. b | |||
1815. ‘সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত হয়েছে।’- বাক্যটিতে কি ধরণের ভুল আছে? | |||
(a) বানান | |||
(b) পদ | |||
(c) বচন | |||
(d) বিভক্তি | |||
Ans. c | |||
1816. শিল্পসম্মত বাংলা গদ্যরীতির জনক হিসাবে খ্যাত সাহিত্যিকের নাম: | |||
(a) প্রথম চৌধুরী | |||
(b) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | |||
(c) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | |||
(d) দীনেশচন্দ্র সেন | |||
Ans. b | |||
1817. ‘ছায়া হরিণ’ কার গ্রন্থ: | |||
(a) অমিয় বক্রবর্তী | |||
(b) সুকান্ত ভট্টাচার্য | |||
(c) আহসান হাবীব | |||
(d) অক্ষয় কুমার বড়াল | |||
Ans. c | |||
1818. ‘বাঙ্গালীর ইতিহাস’ - বইটির লেখক কে? | |||
(a) নীহার রঞ্জন রায় | |||
(b) আর সি মজুমদার | |||
(c) আবদুল কাদির | |||
(d) সুনীতি কুমার চট্টোপাধ্যায় | |||
Ans. a | |||
1819. অপলাপ শব্দের অর্থ কি? | |||
(a) অসদালাপ | |||
(b) অস্বীকার | |||
(c) মিথ্যা | |||
(d) প্রলাপ | |||
Ans. b | |||
1820. ‘তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু অন্তঃকরণ খুব উদার’ কোন বাক্যের উদাহরণ? | |||
(a) জটিল বাক্য | |||
(b) মিশ্র বাক্য | |||
(c) সরল বাক্য | |||
(d) যৌগিক বাক্য | |||
Ans. d | |||
1821. ‘সৌভাগ্যের বিষয়’ কথাটিকে কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে? | |||
(a) কেউকেটা | |||
(b) একাদশে বৃহস্পতি | |||
(c) এলাহী কান্ড | |||
(d) গেঁফ খেজুরে | |||
Ans. b | |||
1822. ‘সংশপ্তক’ – ভাষ্কর্যটি অবস্থিত | |||
(a) চারু ও কারুকলা ইনস্টিটিউটে | |||
(b) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে | |||
(c) জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে | |||
(d) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে | |||
Ans. c | |||
1823. যে ব্যক্তির দু’হাত সমান চলে তাকে কি বলে? | |||
(a) দোহাতি | |||
(b) সব্যসাচী | |||
(c) পরভর্তৃকা | |||
(d) দ্বিজ | |||
Ans. b | |||
1824. কোর্মা কোন দেশী শব্দ? | |||
(a) পর্তুগীজ | |||
(b) ফার্সী | |||
(c) তুর্কী | |||
(d) কোনটিই নয় | |||
Ans. c | |||
1825. কোনটি তদ্ভব শব্দ? | |||
(a) চাঁদ | |||
(b) সূর্য | |||
(c) নক্ষত্র | |||
(d) গগন | |||
Ans. a |