Subject Bengali
1826. সূর্য – এর প্রতিশব্দ -
(a) সুধাংশু
(b) শশাঙ্ক
(c) আদিত্য
(d) বিধূ
Ans. c
1827. ‘শৈবাল দীঘিরে বল উচ্চ করে শির: লিখে রেখ, এক ফোঁটা দিলেম শিশির’ এ অংশটুকার মূল প্রতিপাদ্য বিষয় -
(a) প্রতিদান
(b) প্রত্যুপকার
(c) অকৃতজ্ঞতা
(d) অসহিঞ্চুতা
Ans. c
1828. বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন ‘চর্যাপদ’ পাওয়া যায়-
(a) কলিকাতায়
(b) ঢাকায়
(c) ভুটানে
(d) নেপালে
Ans. d
1829. বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর সদস্য?
(a) অষ্ট্রিক
(b) দ্রাবিড়
(c) ইন্দো-ইউরোপীয়
(d) ভোটচীনীয়
Ans. c
1830. বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে?
(a) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
(b) দীনেশচন্দ্র সেন
(c) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(d) সুকুমার সেন
Ans. a
1831. কাকে বাংলা গদ্যের জনক বলা হয়?
(a) চণ্ডীচরণ মুন্সী
(b) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(c) রাম রাম বসু
(d) প্রমথ চৌধুরিী
Ans. b
1832. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে?
(a) দীনবন্ধু মিত্র
(b) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ans. b
1833. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে?
(a) ১৮০০
(b) ১৮০১
(c) ১৮০২
(d) ১৮০৩
Ans. b
1834. কোনটি প্রহসন?
(a) নীলদর্পণ
(b) কৃষ্ণকুমারী
(c) সধবার একাদশী
(d) যৈবতী কন্যার মন
Ans. c
1835. ‘শেষের কবিতা’ কোন ধরনের রচনা?
(a) কাব্যগ্রন্থ
(b) নাটক
(c) গল্পগ্রন্থ
(d) উপন্যাস
Ans. d
1836. ‘বিদ্রোহী’ কবিতটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তভুক্ত?
(a) ভাঙ্গন গান
(b) অগ্নিবীণা
(c) প্রলয়শিখা
(d) বিষের বাঁশী
Ans. b
1837. বাংলা ভাষার চলিত রীতি প্রবর্তনের উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন কে?
(a) রাজা রামমোহন রায়
(b) ঈশ্বরচন্দ্রবিদ্যা সাগর
(c) প্রমথ চৌধুরী
(d) রাম রাম বসু
Ans. c
1838. ‘কাঁদো নদী কাঁদো’ উপন্যাসের লেখক কে?
(a) শওকত ওসমান
(b) সৈয়দ ওয়ালীউল্লাহ
(c) সৈয়দ শামসুল হক
(d) মীর মশাররফ হোসেন
Ans. b
1839. ‘পানি’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
(a) উর্দু
(b) হিন্দি
(c) সংস্কৃত
(d) আরবি
Ans. b
1840. কেনটি বিদেশী শব্দ নয়?
(a) বাবুর্চি
(b) আনারস
(c) ঢেঁকি
(d) দাদা
Ans. c
1841. অর্ধ তৎসম শব্দের উদাহরণ কোনটি?
(a) গঞ্জ
(b) চাঁদ
(c) পিতা
(d) গিন্নী
Ans. d
1842. লিঙ্গান্তর হয় না এমন কোন শব্দ কোনটি?
(a) নদ
(b) শিশু
(c) কবিরাজ
(d) ননদ
Ans. c
1843. এক কথায় ‘হাতির ডাক’-
(a) হ্রেষা
(b) বৃংহতি
(c) হুকার
(d) বুক্কন
Ans. b
1844. বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি?
(a) ৩৮
(b) ৩৯
(c) ৪০
(d) ৪১
Ans. b
1845. কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
(a) অজ
(b) অতি
(c) ফি
(d) খাস
Ans. a
1846. কোনটি উপমিত কর্মধরায় - এর উদাহরণ?
(a) স্নেহনীড়
(b) কুসুকোমল
(c) করপল্লব
(d) ঘনশ্যাম
Ans. c
1847. ‘উষ্ণ’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
(a) ষ+ণ
(b) ষ+ন
(c) ষ+ঞ
(d) ষ+ঙ
Ans. a
1848. বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ কোনটি?
(a) বিশেষ্য
(b) সর্বনাম
(c) ক্রিয়া
(d) অব্যয়
Ans. c
1849. নেমেসিস এর লেখক কে?
(a) নরুল মোমেন
(b) সেলিম আল দীন
(c) মুনীর চৌধুরী
(d) আসকার ইবনে শাইখ
Ans. a
1850. ২২ শ্রাবণ কেন স্মরণীয়?
(a) কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস
(b) কবি নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকী
(c) কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিন
(d) কবি জীবানন্দ দাশ জন্ম দিন
Ans. a