Subject Bengali
1901. মীর মশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি?
(a) জমিদার দর্পণ
(b) বসন্তকুমারী
(c) রত্নবতী
(d) বিষাদ সিন্ধু
Ans. c
1902. রম্যরচনার জন্য খ্যাত লেখক হলেন-
(a) আল মাহমুদ
(b) আবদুল করিম সাহিত্য বিশারদ
(c) আবুল মনসুর
(d) আবদুল কাদির
Ans. c
1903. ‘তিথিডোর’ গ্রন্থের রচিয়তা কে?
(a) বিহারীলাল চক্রবর্তী
(b) বিষ্ণু দে
(c) বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
(d) বুদ্ধদেব বসু
Ans. d
1904. আখতারুজ্জামান ইলিয়াস – এর উপন্যাস কোনটি?
(a) খোঁয়ারি
(b) খোয়াবনামা
(c) দুধেভাতে উৎপাত
(d) দোজখের ওম
Ans. b
1905. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ পুঁথিটির আবিষ্কারক -
(a) বসন্তরঞ্জন বায় বিদ্বদ্বল্লভ
(b) হরপ্রসাদ শাস্ত্রী
(c) অতীশ দীপঙ্কর
(d) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
Ans. a
1906. ‘পদ্মরাগ’ গ্রন্থের রচয়িতা কে?
(a) ফজিলাতুন্নেসা
(b) নবার ফয়জুন্নেসা
(c) রোকেয়া সাখাওয়াত হোসেন
(d) বেগম সুফিয়া কামাল
Ans. c
1907. ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার সম্পাদক -
(a) কবি ঈশ্বরগুপ্ত
(b) রাজা রামমোহন রায়
(c) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(d) জন ক্লার্ক মার্শম্যান
Ans. a
1908. বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?
(a) গৌর দাস
(b) চার্লস উইলকিন্স
(c) পঞ্চানন কর্মকার
(d) গঙ্গাকিশোর ভট্টাচার্য
Ans. b
1909. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম গল্পের নাম-
(a) অভাগীর স্বর্গ
(b) মামলার ফল
(c) মন্দির
(d) মহেশ
Ans. c
1910. কাজী নজরুল ইসলামের লেখা ‘ঝিলিমিলি’ গ্রন্থখানি-
(a) কাব্য
(b) নাটক
(c) উপন্যাস
(d) সংগীত
Ans. b
1911. স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ রচনা করেন-
(a) স্মরণ
(b) উৎসর্গ
(c) নৈবেদ্য
(d) খেয়া
Ans. a
1912. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি সুরকার কে?
(a) আলতাফ মাহমুদ
(b) সমর দাশ
(c) আবদুল লফিত
(d) আবদুল আলীম
Ans. a
1913. আলাউদ্দিন আল আজাদ কোন গ্রন্থের রচয়িতা?
(a) আর্তনাদ
(b) তেইশ নম্বর তৈলচিত্র
(c) নিরন্তর ঘন্টাধ্বনি
(d) চিলোকেঠোর সেপাই
Ans. b
1914. ‘আমি বিজয় দেখিছি’ গ্রন্থের রচয়িতা কে?
(a) বদরুদ্দীন ওমর
(b) মাসুদা ভাট্টি
(c) এম. আর. আখতার মুকুল
(d) মেজর রফিকুল ইসলাম
Ans. c
1915. ‘বটতলার উপন্যাস’ গ্রন্থ কে রচনা করেন?
(a) রাবেয়া খাতুন
(b) রাজিয়া খান
(c) রিজিয়া রহমান
(d) আনোয়ারা সৈয়দ হক
Ans. b
1916. বুলবুল চৌধুরী খ্যাত-
(a) অভিনয়ের জন্য
(b) নৃত্যের জন্য
(c) ছবি আঁকার জন্য
(d) লেখক হিসেবে
Ans. a
1917. জীবানানন্দ দাশের জন্মস্থান-
(a) বরিশাল
(b) ফরিদপুর
(c) খুলনা
(d) সাতক্ষীরা
Ans. a
1918. চর্যাপদ আবিষ্কার হয় কোন দেশ থেকে?
(a) চীন
(b) নেপাল
(c) মিয়ানমার
(d) ভারত
Ans. b
1919. ভানুসিংহ কার ছদ্মনাম?
(a) প্রথম চৌধুরী
(b) মোহিতলাল মজুদার
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) রামমোহন
Ans. c
1920. ড. মুহাম্মদ শহীদুল্লাহ প্রধানত কোন ধরনের ব্যক্তিত্ব ছিলেন?
(a) কবি
(b) ঐতিহাসিক
(c) সমাজ সংস্কারক
(d) ভাষাতত্ত্ববিদ
Ans. d
1921. বিহারীলাল চক্রবতীকে কে ভোরের পাখি বলেছেন?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) কাজী নজরুল ইসলাম
(c) বিদ্যাসাগর
(d) শরৎচন্দ্র
Ans. a
1922. ‘কবর’ নাটক কার রচনা?
(a) হুমায়ন আহমেদ
(b) মুনীর চৌধুরী
(c) মামুনুর রশীদ
(d) আল মামুন
Ans. b
1923. ‘অচলা’ শরৎচন্দ্রের কোন উপন্যাসের নায়িকা?
(a) দত্তা
(b) দেনা পাওনা
(c) গৃহদাহ
(d) চরিত্রহীন
Ans. c
1924. ‘চাচা কাহিনীর’ লেখক কে?
(a) সৈয়দ শামসুল হক
(b) মুজতবা আলী
(c) শওকত ওসমান
(d) ফররুখ আহমদ
Ans. b
1925. বাংলা সাহিত্যের আদিগ্রন্থ কোনটি?
(a) শ্রীকৃষ্ণবিজয়
(b) শ্রীকৃষ্ণ কীর্তনা
(c) শূন্যপূরাণ
(d) চর্যাপদ
Ans. d