Subject Bengali
1876. বাক্য সংকোচন কি?
(a) অসম্পূর্ণ বাক্য
(b) ক্ষুদ্রতম বাক্য
(c) একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা
(d) ইঙ্গিতময় শব্দ ব্যবহার করে বাক্য তৈরি
Ans. c
1877. শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন:
(a) আমি চাক্ষুস প্রত্যক্ষ করেছি
(b) তিনি স্বস্ত্রীক এসেছেন
(c) তিনি সাক্ষ্য দেবেন না
(d) তার কথায় মাধুর্যতা নেই
Ans. c
1878. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা-
(a) মাহেনও
(b) সাওগাত
(c) ধুমকেতু
(d) কালিকলম
Ans. c
1879. ‘লাঠালাঠি’ কোন সসাস?
(a) প্রাদি সমাস
(b) ব্যতিহার বহুব্রীহি সমাস
(c) তৎপুরুষ সমাস
(d) কর্মধারয় সমাস
Ans. b
1880. ‘সই কে শুনাইল শ্যাম নাম’ - পদটির রচয়িতা কে?
(a) চন্ডদাস
(b) জ্ঞানদাস
(c) গোবিন্দদাস
(d) দ্বিজ চন্ডীদাস
Ans. b
1881. ‘জীবনস্মৃতি’ কার আত্মজীবনী?
(a) বুদ্ধদেব বসু
(b) রবীন্দ্রনাথ ঠাকুর
(c) রজনীকান্ত সেন
(d) সৈদয় মুজতবা আলী
Ans. b
1882. ‘কূলের সমীপে’ এর সংক্ষেপে কি?
(a) অনুকূল
(b) প্রতিকূল
(c) উপকূল
(d) সমকূল
Ans. c
1883. ‘উনপঞ্চাশ বায়ু’ বাগধারার অর্থ কি?
(a) ঘৃণা
(b) বিরক্ত
(c) বদ মেজাজ
(d) পাগলামি হওয়া
Ans. d
1884. রহিম ধোপাকে কাপড় ধুতে দিল।’ এটি কোন কারত?
(a) কর্তৃকারক
(b) কর্মকারক
(c) সম্প্রদান কারক
(d) অপাদান কারক
Ans. b
1885. অর্থগত দিক থেকে বাংলা শব্দকে কয়ভাগে ভাগ করা যায়?
(a) দুই ভাগে
(b) চার ভাগে
(c) তিন ভাগে
(d) পাঁচ ভাগে
Ans. c
1886. ‘দুধের মাছি’ বাগধারাটির সঠিত অর্থ-
(a) সুসময়ের বন্ধু
(b) কপট ব্যক্তিত্ব
(c) শত্রু
(d) শ্রমবিমুখ
Ans. a
1887. ত্রিভূজ কোন সমাস?
(a) দ্বন্দ্ব
(b) বহুব্রীহি
(c) দ্বিগু
(d) কর্মধারয়
Ans. c
1888. ‘রক্তকরবী’ নাটকটির কার লেখা
(a) কাজী নজরুল ইসলাম
(b) মাইকেল মধুসূদন দও
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) গিরিশচন্দ্র সেন
Ans. c
1889. ড় এবং ধ্বনি দুটি কী ধ্বনি
(a) ঘোষ
(b) তাড়নজাত
(c) অল্পপ্রাণ
(d) শিস্
Ans. b
1890. ‘ততোধিক’ শব্দের সন্ধি-বিচ্ছেদ হলো-
(a) তত+ধিক
(b) তত+অধিক
(c) তত:অধিক
(d) তত:+ধিক
Ans. c
1891. ‘যা আঘাত পায়নি’ এক কথায় কি হবে?
(a) অনঘাত
(b) অনাঘাত
(c) অনাঘাপ্রাপ্ত
(d) অনাহত
Ans. d
1892. ‘অহিংসা পরম ধর্ম’ কোন ধর্মের মূলমন্ত্র?
(a) বৌদ্ধ
(b) বৈষ্ণব
(c) হিন্দু
(d) মুসলমান
Ans. a
1893. ‘ইতিপূর্বে’ এর শুদ্ধরূপ কোনটি?
(a) ইতোপূর্বে
(b) ইতঃপূর্বে
(c) ইতোঃপূর্বে
(d) ইতপূর্বে
Ans. b
1894. ‘হরতন’ শব্দটি -
(a) আরবি
(b) ফারসি
(c) ওলন্দাজ
(d) পর্তুগিজ
Ans. c
1895. শ্বাসাঘাত প্রধান ছন্দ কোনটি?
(a) অক্ষরবৃত্ত
(b) মাত্রাবৃত্ত
(c) স্বরবৃত্ত
(d) কোনোইটিই নয়
Ans. c
1896. মহাপ্রাণ ঘোষধ্বনি কোনটি?
(a) ব
(b) ট
(c) ঝ
(d) খ
Ans. c
1897. তাড়নজাত মহাপ্রাণ ধ্বনি কোনটি?
(a) ড়
(b) ঢ়
(c) ল
(d) র
Ans. b
1898. মাইকেল মধুসূদনের নাটক কোনটি?
(a) শকুন্তলা
(b) শর্মিষ্ঠা
(c) ভদ্রার্জুন
(d) রাবণবধ
Ans. b
1899. বিভীষণের স্ত্রীর নাম কি?
(a) উর্মিলা
(b) মন্দোদরী
(c) চিত্রাঙ্গদা
(d) সরমা
Ans. d
1900. ‘যুগলাঙ্গুরীয়’ গ্রন্থের রচয়িতা কে?
(a) প্যাচীচাঁদ মিত্র
(b) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(c) মশাররফ হোসেন
(d) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Ans. b