Subject Science
401. ইনসুলিন হচ্ছে একটি -
(a) নিউক্লিক অ্যাসিড
(b) প্রোটিন
(c) অ্যামাইনো অ্যাসিড
(d) গ্লুকোজ
Ans. c
402. ফল পাকানোর হরমোন হলো-
(a) অ্যাসরবিক এসিড
(b) ডিবেরেলিন
(c) অক্সিন
(d) ইথিলিন
Ans. d
403. ডিম্বাণু সৃষ্টি হয় স্ত্রী স্তবকের-
(a) গর্ভদণ্ডে
(b) গর্ভমুণ্ডে
(c) ডিম্বাশয়ে
(d) ডিম্বকে
Ans. c
404. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি?
(a) সংকর ধাতু
(b) সিসা
(c) টাংস্টেন
(d) তামা
Ans. c
405. কোন পদার্থটি চৌম্বক পদার্থ?
(a) কাঁচা লোহা
(b) ইস্পাত
(c) কোবাল্ট
(d) এলুমিনিয়াম
Ans. d
406. দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাইভোন্টেজ ব্যবহার করার কারণ-
(a) এতে বিদ্যুতের অপচয় কম হয়
(b) পথে কমে গিয়ে প্রয়োজনীয় ভোল্টেজ বজায় থাকে
(c) অধিক বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়
(d) প্রয়োজন মতো ভোল্টের কমানো বা বাড়ানো যায়
Ans. a
407. বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্র-কৌশল যা -
(a) তাপশক্তিকে যান্তিক শাক্তিতে রূপান্তরিত করে
(b) তাপ শক্তিতে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে
(c) যান্ত্রিক শক্তিতে তড়িৎ শক্তিতে শক্তিতে রূপান্তরিত করে
(d) তড়িৎ শক্তিতে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
Ans. d
408. গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘন্টা আগে?
(a) ৬
(b) ৫
(c) ৫
(d) ৬
Ans. a
409. জোয়ারের প্রায় কয় ঘন্টা পর ভাটা হয়?
(a) ৬ ঘন্টা
(b) ৫ ঘন্টা
(c) ৪ ঘন্টা
(d) ৭ ঘন্টা
Ans. a
410. ‘ইরাটম’ কি?
(a) উন্নত জাতের ধান
(b) উন্নত জাতের পাট
(c) উন্নত জাতের ইক্ষু
(d) উন্নত জাতের চা
Ans. a
411. প্রবল জোয়ালে কারণ, এ সময়
(a) সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণ করে থাকে
(b) চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে
(c) পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থেকে থাকে
(d) সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় থাকে
Ans. d
412. What is the real colour of the sun?
(a) Pure white
(b) Pure Orange
(c) Red
(d) Blue
(e) None of these
Ans. a
413. রিখাটার স্কেল দিয়ে কি মাপা হয়?
(a) বায়ুর আদ্রর্তা
(b) বায়ুর চাপ
(c) ভূ-চুম্বুকের তীব্রতা
(d) ভূমিকম্পের তীব্রতা
Ans. d
414. কোন গাছের ছাল থেকে রং প্রস্তুত করা হয়?
(a) গরান
(b) শিমুল
(c) কদম
(d) গেওয়া
Ans. a
415. Which of the following sweeteners does not provide any energy to the body?
(a) Fructose
(b) Glucose
(c) Maltose
(d) Saccharin
Ans. d
416. Which of the following pair is not correctly matched?
(a) Vitamin A – Night Blindness
(b) Vitamin D - Rickets
(c) Vitamin E – Neurological Problems
(d) Vitamin C – Beri Beri
Ans. d
417. Which of the following is the hardest element?
(a) Iron
(b) Copper
(c) Diamond
(d) Silicon
Ans. c
418. দিয়াশলাইয়ের কাঠির মাথার কোনটি থাকে?
(a) ক্যালসিয়াম কার্বনেট
(b) শ্বেত ফসফরাস
(c) লোহিত ফসফরাস
(d) কয়লা
(e) কোনোটিই নয়
Ans. c
419. কুচ খেলে গলা চুলকায়, কারণ কুচতে আছে-
(a) ক্যালসিয়াম অক্সালেট
(b) ক্যালসিয়াম কার্বনেট
(c) ক্যালসিয়াম ফসফেট
(d) ক্যালসিয়াম সালেফট
(e) কোনোটিই নয়
Ans. a
420. জলজ শামুক ও ঝিনুকের খোলস কি দিয়ে গঠিত?
(a) সালফেট
(b) কার্বনেট
(c) ফসফেটে
(d) নাইট্রেট
(e) কোনোটিই নয়
Ans. b
421. ফলের মিষ্টি গন্ধের জন্য কোনটি দায়ী?
(a) এষ্টার
(b) ইথার
(c) অ্যালকোহল
(d) গুকোজ
(e) কোনোটিই নয়
Ans. a
422. কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি?
(a) লিগনিন
(b) সেলুলোজ
(c) হেমিসেলুরোজ রেজিন
(d) রেজিন
(e) কোনোটিই নয়
Ans. b
423. ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে প্রধানত কি গ্যাস ব্যবহার করা হয়?
(a) জেনিন
(b) হিলিয়াম
(c) নিয়ন
(d) আর্গন
(e) কোনোটিই নয়
Ans. b
424. মানুষের রক্তের pH কত?
(a) ৭.০
(b) ৭.২
(c) ৭.৪
(d) ৭.৮
(e) কোনোটিই নয়
Ans.
425. ভূপৃষ্ঠের কোন ধাতু সবচেয়ে বেশি পরিমাণে আছে?
(a) তামা
(b) দস্তা
(c) অ্যালুমিনিয়াম
(d) সিসা
(e) কোনোটিই নয়
Ans. c